Posts

Showing posts from June, 2022

ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী লিরিক্স Eid miladunnabi eid miladunnabi lyrics

Image
ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  খুশিতে দোলে আজকে সৃষ্টির সবি  খুশিতে দোলে আজ কে সৃষ্টির সবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ১) রহমতে আলা নুরে মুজাসসাম  সৃষ্টি তোমার নূরে আরশ ও ক্বলম রহমতে আলা নূরে মুজাসসাম  সৃষ্টি তোমার নূরে আরশ ও ক্বলম  ধরার বুকে এলে ওগো রবি  ধরার বুকে এলে ওগো রবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ২) আজকে ধরায় লাখো ফেরেশতায়  মারহাবা ইয়া রাসূল সুরে সুরে গায়  আজকে ধরায় লাখো ফেরেশতায়  মারহাবা ইয়া রাসূল সুরে সুরে গায় গুনগুন গান গায় ভ্রমরা সবি  গুনগুন গান গায় ভ্রমরা সবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ৩)  ধন্য মা আমেনা পেয়ে শাহে মদিনা  যাঁর প্রেমে এ নিখিল হলো যে দেওয়ানা  ধন্য মা আমেনা পেয়ে শাহে মদিনা  যাঁর প্রেমে এ নিখিল হলো যে দেওয়ানা  সব নবীদের মাঝে তব ছবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী   ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী...

১৮) আল্লাহু রাহমান । #হামদ #লিরিক্স #lyrics

  আল্লাহু রহমান   আল্লাহু রহমান কে জানে তােমার শান  পাখ-পাখালী চাঁদ সিতারা গায় যে তব গান ॥  ১) সূর্য তােমার নামে আলাে বিলায়      গ্রহ তারা ভাসে দূর নিলিমায় তাইতাে তুমি পালনেওয়ালা প্রভু দয়াবান ।।  ২) ঝর্ণা ধারা বয়ে চলে তােমার ইশারায়       সাগর নদী ছুটে সুরের মূর্ছনায়   এই তােমারী দয়ায় সবি প্রভু মহিয়ান ॥  ৩) আকাশ বাতাস মুখরিত তােমার মহিমায়       ফুলে ফলে সুশােভিত তােমার করুণায়  তুমি সবার অধিপতি গাই তোমারি গান।

১৭) আল্লাহকে যারা বেসেছে ভাল। #হামদ #লিরিক্স #lyrics

আল্লাহকে যারা বেসেছে ভাল    আল্লাহকে যারা বেসেছে ভাল দুঃখ কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে কোরানের বাণী  হতাশা কি আর তাদের থাকতে পারে? সামনে বাড়াল পা যারা আজ নতুন পৃথিবী গড়তে জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে… জীবনের সব পিছুটান তাই হেরে যায় বারে বারে! মায়ের আদর বোনের হাসি সংসার সুখ প্রিয়ারী মুখ সব ছেড়ে চলে অজানার পথে শত বেদনার স্মৃতি বয়ে যায় মুখে যোদ্ধার হাসি। জীবন বাজী রেখে যে তারা মরন দিয়েও সুখ আনবে আনবে ভাঙ্গা মসনদে রাশেদার সেরা যুগ…… শহীদি মিছিল চলে সম্মুখে রুখবে কে আজ তারে! দুঃখ কি আর তাদের থাকতে পারে! হতাশা কি আর তাদের থাকতে পারে।

১৬) প্রথমে আল্লাহ্ আল্লাহ্ #হামদ #লিরিক্স #lyrics

  প্রথমে আল্লাহ্ আল্লাহ্  প্রথমে আল্লাহ্ আল্লাহ্, শেষেও আল্লাহ্ আল্লাহ্, আকাশে আল্লাহ্ আল্লাহ্, জমিনে আল্লাহ্ আল্লাহ্। ২বার নিখিল জাহান গাই গুণোগান প্রাণ খুলে গাই আমরাও বারি তায়ালা.. হামদে বারি তায়ালা। ৪বার আল্লাহ....আল্লাহ..... আল্লাহ....আল্লাহ..... আল্লাহ....আল্লাহ.....আল্লাহ....। ১) দিবসে আলোয় ভাসাও.. রাতে প্রেম মায়ায় ডুবাও.. হাসি গান কান্না.... তোমারি........। ফুলেরি পাঁপড়ি ছুঁয়ে পরে মন সেজদায় নুয়ে.. যত দান সবতো... তোমারি.......। ২বার নিখিল জাহান গাই গুণগান প্রাণ খুলে গাই আমরাও বারি তায়ালা.. হামদে বারি তায়ালা...। ৪বার আল্লাহ....আল্লাহ..... আল্লাহ....আল্লাহ..... আল্লাহ....আল্লাহ...আল্লাহ....। ২) তুমি ধন সম্মান বাড়াও.. আমিরকে ফকির বানাও.. ক্ষমতা সবতো... তোমারি.... রিজিকে দুহাত ভরাও.. দুঃখি কে তুমি হাসাও.. করুণা সবতো তোমারি...। ২বার নিখিল জাহান গাই গুণগান প্রাণ খুলে গাই আমরাও বারি তায়ালা.. হামদে বারি তায়ালা....। ৪বার হামদে বারি তায়ালা....। আল্লাহ....আল্লাহ..... আল্লাহ....আল্লাহ..... আল্লাহ....আল্লাহ...আল্লাহ....।

১৫) ঐ চাঁদের আলো আজ লাগেনা ভালো #হামদ #লিরিক্স #lyrics

ঐ চাঁদের আলো আজ লাগেনা ভালো  ঐ চাঁদের আলো আজ লাগেনা ভালো কেন জানিনা  তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানিনা, আল্লাহ.......  ১) পৃথিবীর এতো রূপ রঙ্গ,         সেও তো হয়ে যাবে ভঙ্গ  তোমার রহম আর তোমার করম ছাড়া  তাইতো আজ আর কাঁদি না।  তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানিনা।  ২) নদীর কলতান পাখির কুহুগান                চিরদিন সে নাহি রবে  সাধের এ জীবন মুছে দেবে মরণ,                  এ জীবনে কি হবে? তোমার করুণা ছাড়া            জীবন আমার দিশেহারা  তাঁরি রূপে আর তাঁরি মোহে  তাইতো আজ আর ভাবি না। তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানিনা।

১৫) নিখিলের বিশ্বের স্রষ্টা তুমি - #হামদ #লিরিক্স #lyrics

  নিখিলের বিশ্বের স্রষ্টা তুমি  নিখিলের বিশ্বের স্রষ্টা তুমি  তামাম দুনিয়ার মালিক তুমি।  তাইতো তোমারি গুণগান গাই  তোমার করুণা দেখে যেথায় থাকাই।  তুমিতো মহা মহিয়ান  করুনার সাগর তুমি  ১) তোমারই সৃষ্টি জিন ইনসান  চাঁদ-তারা-সূর্য জমিন আসমান।  সকলে তোমার কাছে তাসবিহ পড়ে  সকলের খালিক তুমি। ২) নদীরও ঢেউ যেন ডাকে তোমায়   উড়ন্ত পাখিরও গান গেয়ে যায়। তোমাকে পেয়েছে যে সেই ধন্য  ধন্য সেই ভূমি।

১৪) আল্লাহ আমার প্রভু। #হামদ #লিরিক্স #lyrics

  আল্লাহ আমার প্রভু  কাজী নজরুল ইসলাম  আল্লাহ আমার প্রভু           আমার নাহি নাহি ভয়।  আমার নবী মোহাম্মদ         যাঁহার তারিফ জগৎময়। আমার কিসের শংকা            কুরআন আমার ডঙ্কা,  ইসলাম আমার ধর্ম           মুসলিম আমার পরিচয়।  কালিমা আমার তাবিজ            তাওহীদ আমার মুর্শিদ,  ঈমান আমার বর্ম           হেলাল আমার খুরশিদ  আল্লাহু আকবার ধ্বনি             আমার জিহাদ বাণী  আখের মোকাম ফেরদৌস          খোদার আরশ যেথায় রয়।

১৩) প্রশংসা সবি কেবল তোমারি #হামদ #লিরিক্স

 ⚘ প্রশংসা সবি কেবল তোমারি⚘ প্রশংসা সবি কেবল তোমারি             রব্বুল আলামীন।  দয়াল ও মেহেরবান,                 করুণা অফুরান  আর কেহ নয়,                  তুমিই মালিক। শেষ বিচারের দিন।  ১) কেবল তোমারি করি ইবাদত     কেবল তোমারি চাহি নিয়ামাত        দাও দিশা দাও সরল পথের   সিরাতুল মুস্তাকিম। ২)  যাদের উপরে করেছ রহমত  পেয়েছে তোমার অশেষ মহাব্বাত   তাদের সে পথ দাও আমাদের  দাও গো তোমার দ্বীন। ৩) যাদের উপরে কেবল গজব  নাযিল করেছ দিয়েছো আজাব  তাদের এ ভাগ্য দিওনা মোদের  হে অসীম সীমাহীন।

১২) পাখিরা যায় উড়ে যায় আকাশের ঐ নীলিমায় - #হামদ #লিরিক্স

  পাখিরা যায় উড়ে যায়  আকাশের ঐ নীলিমায়  নদীরা যায় বয়ে যায়  সাগরের ওই মোহনায় । পাখ-পাখালি ওই সাগর নদী  তার গুণগান  গায়।  আল্লাহু আল্লাহ আল্লাহু  আল্লাহ ১) দূর আকাশের অসীম নীলে  শাপলা-শালুক ভরা দিলে  কার সুষমা কার মহিমা  লুকিয়ে আছে হায়।  ২) মাঠ ভরা ওই সবুজ মাথায়  বিজন ঘাটে বটের ছায়ায় কোন কারিগর কোন মনোহর   হাত বুলিয়ে যায়।  ৩) ওই পাহাড়ের নীরবতায়  ঝর্ণা ধারায় চপলতায়  হে রহমান আল্লাহ মহান  তোমায় দেখা যায়।

১১) #নীল+আসমান+সবুজ+পৃথিবী #হামদ #লিরিক্স

 #নীল+আসমান+সবুজ+পৃথিবী   নীল আসমান সবুজ পৃথিবী যাঁহার সৃষ্টি সব  সকল তারিফ তাঁহার জন্য, তুমি আমার রব   সৃজন করেছ চন্দ্র সূর্য, তোমার তো এ  নিখিল  আনতা রাব্বি, আন্তা হাসবি, আনতা লি নি'ঈমাল ওয়াকিল। ১)  তুমি দিয়েছো কত নিয়ামত               করিনা শোকর তাঁর তোমার দেওয়া সেই জীবনবিধান               ভেঙ্গে চলি বারবার। তবুও তোমার ক্ষমার আশায়              দোয়ায় হই শামিল। ২) ডুবে আছি আমি যত পাপাচারে                আর লোভ লালসার ভিড়ে  ভুলে গেছি সব নিষেধ বাণী             কী করে আসবো ফিরে।  ওমর খালিদ হামজার দলে                   এ নাম করো শামিল।  ৩) বিতাড়িত সেই ইবলিশ আমায়                     দেয়না সফল হতে  ওয়াসওয়াসা দিয়ে লালসায় ফেলে    ...

১০) করুনার আঁধার তুমি - #হামদ #লিরিক্স

 #করোনার_আঁধার_তুমি করুনার আঁধার তুমি দয়ার সাগর তুমি                         তুমি ওগো চির মহীয়ান,   না চাহিতে তুমি দিয়েছো ঢেলে                           দিয়েছো কত অনুদান।  ওগো রহিম রহমান। ১)  চাঁদ সে তারা গ্রহ রবি               খুঁটি বিহীন ঔ আসমান  বিনা সুতায় যেন গাঁথা মালা                শূন্যে মেঘেরা ভাসমান  নিপুণ তোমার কারুকাজ দেখে দেখে                   জুড়ায় আমার প্রাণ । ওগো রহিম রহমান। ২) পাহাড় থেকে নামে ঝর্ণাধারা            তোমার প্রেমেতে যেন মাতোয়ারা  কল কলরবে নদী ছুটে চলে যায়              ছুটে চলে যায় সাগর মোহনায়  আমি ব্যাকুল হয়ে শুনি গো প্রভু             কোকিলের  কুহু কুহ...

৯) আমি যদি কোনদিন পথ ভুলে যাই - #হামদ #লিরিক্স

  আমি যদি কোনদিন পথ ভুলে যাই,               হাতছানি দিয়ে কাছে নিও  মমতার বন্ধনে আমায় বেধে                  সব ভুল ক্ষমা করে দিও। ১) জেনে না জেনে আমি কত করি অপরাধ      কখনো করো না তুমি বাদ প্রতিবাদ  তোমার দোয়ার সীমা নাই নাই নাই  সেই দয়া' পেতে আজ কাঁদি আমিও। ২) ভুল ছাড়া জীবনে আর কে আছে  ভুল করে ফিরে আসি তোমার কাছে  তোমার দেয়া সে আলোকিত পথ  সেই পথে খুঁজে পাই আসল কি মত  আজ শুধু ফরিয়াদ তোমার কাছে                সেই পথে চলবার শক্তি দিও।

৮) আল্লাহ তুমি দয়ার সাগর - #হামদ #লিরিক্স

আল্লাহ তুমি দয়ার সাগর  খন্দকার হারুনুর রশিদ  আল্লাহ তুমি দয়ার সাগর রাহমানুর রাহিম  তোমার দয়ায় পূর্ণ আমার, সারা নিশি দিন। ১) তুমি মিটাও সকল চাওয়া                          দুদিন আগে পরে  তোমার কাছে সকল পাওয়া,                           সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই,                             আসবে যে সুদিন। ২) তুমি পারো করতে মোচন,                        অভাব দুঃখী লোকের  তুমি পরম মুক্তিদাতা,                          মালিক এ জগতের।  তোমার কাছে চাই যে পানাহ,                              আমরা প্রতিদিন। 

৭) আল্লাহ তুমি অপরূপ - হামদ #লিরিক্স

 আল্লাহ তুমি অপরূপ       ওয়াদুদ শরীফ আল্লাহ তুমি অপরূপ           না জানি কত সুন্দর  তোমায় আমি সঁপেছি প্রাণ          সঁপেছি এই অন্তর।  ১) তোমার আলো ছড়িয়ে পড়ে,              সুন্দর এই পৃথিবীতে । চাঁদ সুরুজ জেগে উঠে,              তোমার ডাকে সাড়া দিতে । তুমি আছো বুকের গভীর, গহীন ভিতর । ২) এই দুনিয়ার মালিক তুমি                    তুমি মেহেরবান। বৃক্ষলতা, সাগর, নদী                   সবই তোমার দান।  তোমার পথে চলি যেন                  সারাটি জীবন ভর।

৬) হে খোদা দয়াময় রাহমানুর রাহিম -হামদ

হে খোদা দয়াময়, রহমান রহিম গোলাম মোস্তফা 

৫) খোদার দয়া

খোদার দয়া  ✓ কবি ফররুখ আহমদ  তোমার দয়া আছে খোদা জানি সকল দিকে  তোমার দয়া দাও ছড়িয়ে মাশরিকে মাগরিবে।। ১) স্রস্টা তুমি সৃষ্টি করো, মহান কৃপা দৃষ্টি করো  দাও সাজিয়ে আলোর ফুলে, আকাশ পৃথিবীকে।। ২) মহিমা আর শক্তি তোমার, কেউ জানে না কত  তোমার দয়ায় প্রকাশ দেখি আমরা অবিরত।। ৩) প্রভু তুমি লালন করো, স্নেহের নীড়ে পালন করো,  ফুল পাখি আর কীটপতঙ্গ সকল প্রাণিকে।।

জানিনা কত সুন্দর তুমি আল্লাহ

 দুনিয়া সুন্দর মানুষ সুন্দর,  আসমান সুন্দর জমিন সুন্দর        সুন্দরে সুন্দরে পাল্লা  জানিনা কত সুন্দর তুমি আল্লাহ। ১) ঝর্না ছুটে চলে এঁকেবেঁকে          পৃথিবীর পথে কত ছবি এঁকে,  নদীর কলতানে, সাগরের গর্জনে             ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। ২) বাগানে ফুটে ফুল রাশি রাশি  রাতেরই তারা ভরা চাঁদের হাসি, গুনগুন গানে ঢেকে, মৌমাছি মধু চাকে                 ফুলে ফুলে করে হল্লা। ৩) দখিনা বাতাস গায়ে পরশ বুলিয়ে তার টানে পাল তুলে নৌকা চলে  তোমারি নামে মনে, ভাটিয়ালি সুরের তানে         দাঁড় টেনে যায় মাঝি মাল্লা।

হামদে ইলাহী

        হামদে ইলাহী  - কাজী নজরুল ইসলাম  শোনো শোনো ইয়া ইলাহী           আমার মোনাজাত। তোমারই নাম জপে যেন              হৃদয় দিবস রাত। ১) যেন কানে শুনি সদা           তোমারই কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু              কুরআনের আয়াত।  ২) দুঃখে যেন জপি আমি     কলমা তোমার দিবস-যামী  (তোমার) মসজিদেরই ঝাড়ু বর্দার           হোক আমার এ হাত।  ৩) সুখে তুমি দুঃখে তুমি,        চোখে তুমি বুকে তুমি,  এই পিয়াসী প্রানের, খোদা               তুমি আব হায়াত।

আল্লাহু, আল্লাহু তুমি জাল্লে জালালু

Image
 আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু  শেষ করাতো যায় না গেয়ে তোমার গুণগান।  তুমি ক্বাদের ও গাফফার, তুমি জলিল ও জাব্বার  অনন্ত অসীম তুমি রহিম রহমান। ১) তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া  ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া  তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা  তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান । ২) শিশু মুসা নবীরে যখন দুশমনরই ডরে  সিন্দুকে ভরিয়া দিলে ভাসায়ে সাগরে।  প্রাণে ছিল যাহার ভয়, সেথায় পেল সে আশ্রয়  সেই দুশমনের হাতে তাঁহার বাচাইলে প্রাণ । ৩) যখন ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া,  ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আজম দিয়া।  দমে দমেতে হরদম, পড়ে সে ইসমে আজম, সে মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ।

এই সুন্দর ফুল, সুন্দর ফল

 এই সুন্দর ফুল, সুন্দর ফল মিঠা নদীর পানি      (খোদা) তোমার মেহেরবানী।। এই শস্য-শ্যামল ফসল ভরা মাটির ডালিখানি        (খোদা) তোমার মেহেরবানী।। এ         তুমি কতই দিলে রতন        ভাই-বেরাদার পুত্র-স্বজন,  ক্ষুধা পেলে অন্ন জোগাও মানি চাই না মানি।। ঐ  খোদা! তোমার হুকুম তরক করি আমি প্রতি পায়, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়।         শ্রেষ্ঠ নবি দিলে মোরে         তরিয়ে নিতে রোজ-হাশরে           পথ না ভুলি তাইতো দিলে            পাক-কোরানের বাণী।। ঐ        - কাজী নজরুল ইসলাম