Posts

Showing posts from July, 2022

ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী লিরিক্স Eid miladunnabi eid miladunnabi lyrics

Image
ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  খুশিতে দোলে আজকে সৃষ্টির সবি  খুশিতে দোলে আজ কে সৃষ্টির সবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ১) রহমতে আলা নুরে মুজাসসাম  সৃষ্টি তোমার নূরে আরশ ও ক্বলম রহমতে আলা নূরে মুজাসসাম  সৃষ্টি তোমার নূরে আরশ ও ক্বলম  ধরার বুকে এলে ওগো রবি  ধরার বুকে এলে ওগো রবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ২) আজকে ধরায় লাখো ফেরেশতায়  মারহাবা ইয়া রাসূল সুরে সুরে গায়  আজকে ধরায় লাখো ফেরেশতায়  মারহাবা ইয়া রাসূল সুরে সুরে গায় গুনগুন গান গায় ভ্রমরা সবি  গুনগুন গান গায় ভ্রমরা সবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ৩)  ধন্য মা আমেনা পেয়ে শাহে মদিনা  যাঁর প্রেমে এ নিখিল হলো যে দেওয়ানা  ধন্য মা আমেনা পেয়ে শাহে মদিনা  যাঁর প্রেমে এ নিখিল হলো যে দেওয়ানা  সব নবীদের মাঝে তব ছবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী   ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী...

মোহাররমের দশ তারিখে কি ঘটাইলেন রাব্বানা

মহরমের দশ তারিখে  কি ঘটাইলেন রাব্বানা  কলিজা মোর ফাটিয়া জায়গো কহিতে তাঁর ঘটনা। ১) হাসান শহীদ জহরেতে হোসাইন শহীদ কারবালায় জয়নাল আবেদীন বন্দী হইলেন ইয়াজীদের জেলখানায়।  ২) মইরনা মইরনা জয়নাল তুমি জয়নাল মইরনা  তুমি জয়নাল মইরা গেলে নবীর বংশ থাকবেনা। ঐ ৩) একে একে সবাই গেল কেউত ফিরে এলোনা  আহারে প্রানের জয়নাল তোমায় যেতে দিবনা। ঐ ৪) দুল দুলে আসিয়া বলে আমার কোন দোষ নাই  তোমার হোসাইন জায়গো মারা কারবালাতে পানি নাই। ঐ  ৫) মা ফাতিমার কান্দন শুনে আরশ থেকে আল্লাহ কয়  ও জিবরাঈল যাওনা চলে বাতাশ কর মা ফাতেমার গায়।  ৬) মা ফাতিমায় কান্দিয়া বলে কেন বাতাশ করছ গায়  পুত্রের শোকে জ্বলছে আগুন বাতাশে কি প্রাণ জুড়ায়।

রক্ত লালে লাল হইল কারবালার ময়দান rokto lale Lal hoilo Karbalar moidan

 রক্তে লালে লাল হইল কারবালার ময়দান।। শহীদ হলেন ইমাম হোসাইন নবীর জানের জান।। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান।।  দুধের শিশু আলী আসগরে, পানি চাইল মায়ের ধারে।। পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রান।। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান ।। শহীদ হল ইমাম হোসাইন নবীর জানের জান।। এজিদ সেনা সিমার এসে হোসাইনের বুকে বসে।। ছুড়ি দিয়ে কাটবে গলা বাঁচবে না আর জান।। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান।। শহীদ হলেন ইমাম হোসাইন নবীর জানের জান।। শত তীরের আঘাত খাইয়া কান্দে হোসাইন মা বলিয়া।। নানা তুমি আছ কোথায় বাঁচে না আর প্রান।। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান।। শহীদ হলেন ইমাম হোসাইন নবীর জানের জান।। মা ফাতেমার নয়ন মনি কারবালাতে শহীদ যিনি।। শির কাটিয়া নেয় গো আমার ওহে নানা জান।। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান।। শহীদ হলেন ইমাম হোসাইন নবীর জানের জান।। হোসাইনের পাগল যারা এই মাহফিলে আসে তারা।। মাফ করিয়া দাওগো খোদা ওগো মেহেরবান ।। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান ।। শহীদ হলেন ইমাম হোসাইন নবীর জানেন জান।

কারবালার করুন কাহিনী কেমনে ভুলা যায় Karbala korun kahini kemne bhula jai

কারবালার করুন কাহিনী কেমনে ভুলা যায় মাওলানা মোঃ শামসুল ইসলাম ভান্ডারী রহমাতুল্লাহি আলাইহি ( বল) কারবালার করুণ কাহিনী কেমনে  ভুলা যায়  নবীর আওলাদ শহীদ করল।। নিষ্ঠুর এজিদরায়  কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়।। দুধের শিশু শহীদ করলো নিষ্ঠুর এজিদায় ।। কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়।। দয়াল নবী যে গলেতে চুমা দিত দিনে রাতে  সেই গলেতে বিষের চুরি শিমুরে চালায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়।। মা ফাতেমার কান্দার সুরে বিশ্ব ভূবন হায় হায় করে  কাঁদেন নবী  অকাতরে বসে রওজায়।। কারবালার করুন কাহিনী কেমনে ভুলা যায়।।  মুসলিম এর দুই ছেলে কাটাইলো সে দরজালে(দাজ্জালে) শোকেতে বানু বসে আসগরকে হারায়।। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়।। জগত ভরল কান্নার রোলে, সিজদাতে নবী বলে  পাপির মুক্তি দিও আল্লাহ রক্তের বদলায়।।  কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়।।  কারবালার শোকে কাঁদাইতে পারেনা যারে  সেই নবীজীর উম্মত বলে বড় নির্লজ্জায়।

হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় he hosain nobizir awlad

  হে হুসাইন নবীজির আওলাদ  সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায়  জানিনা কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়  যে সময় দিল সিমার, তোমার গলায় তলোয়ার চালায়  তুমি তো ওই নবীর আওলাদ যিনি দোজাহানের সরদার  বানাইল আল্লাহ  গোটা মাখলুক যারি উসিলায়  যে গলায় চুমু খেতেন  আল্লাহর হাবিব নবী মোস্তফায়   কিভাবে সেই গলাতে এজিদের দল তলোয়ার চালায়।  যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়  কিভাবে সেই মাথাকে নিল তারা তীরের আগায়।  ছয় মাসের দুধের শিশু আলী আজগর কাতর বিছানায়  কিভাবে সেই শিশুকে তীর মারিলো পানির বদলায়।

মা ফাতেমার নয়ন মণি ma fatemar noyon moni

  মা ফাতেমার নয়ন মণি হযরত আলীর জান  ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ।।  দয়াল নবীর জবানে, কারবালার বয়ানে।।  আওলাদে রাসুল শহীদ হবেন হাদিসে প্রমাণ।  ১) ঈদের দিনে নতুন পোশাক পরতো সকলে  হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে।।  দয়াল নবী করেন দোয়া, ওগো রাব্বানা  জান্নাত হতে কুদরতেরই পোশাক পাঠাওনা।।  লাল সবুজের সেই পোশাকে।। কারবালার শান।  ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। ২) লাল রঙের পোশাক হতে মাটি নিলেন হাতে  এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে।।  সীমার যখন করবে জবাই নিজেরও হাতে  মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে।।  হোসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ।  ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। ৩) নবীর আওলাদ নূহের কিস্তি নবীজির বয়ান  আবু জর গিফারীর হাদিসে প্রমাণ।।  জীবনে দিবে ঈমান পাবে সুন্নীদের পথে জান্নাতে তোর জায়গা হবে হুসাইনের সাথে।।  সুন্নি জনতা গ্রহণ করো অধমের আহ্বান। ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। 

১) নামাজকে বলো না কাজ আছে namazke bolo na kaz ace

 নামাজকে বলোনা কাজ আছে। নামাজকে বলোনা কাজ আছে  কাজকে বলো আমার নামাজ আছে।  নামাজ বিহীন পরপারে  কি জবাব দিবে তুমি প্রভুর কাছে  ফজর কাটে ঘুমের ঘরে,  যোহর কাজে কাজে  আসর কাটে খেলাধুলায়  মাগরিব মাঝে মাঝে  এশার সময় হয়ে গেলে  থাকো মিছে দুনিয়ার পিছে  নামাজকে বলো না কাজ আছে  কাজকে বলো আমার নামাজ আছে  প্রভুর হুকুম মানো রে ভাই  থাকো তুমি যেথায়   সময় গেলে পাবে না ফিরে  মরণ তোমায় লইবে ঘিরে  জেনে রেখো মরন তোমার অতি কাছে  নামাজকে বলো না কাজ আছে  কাজকে বলো আমার নামাজ আছে।

ও নদীরে তুই ভাঙ্গলি আমার ঘর o nodire tui vangli amar ghor

 গজল :  ও নদীরে তুই ভাঙ্গলি আমার ঘর ও নদীরে তুই ভাঙ্গলি আমার ঘর  তোর কিনারে থাকতাম,  তুই করলি আমায় পর ।। সকালে দুপুর সাঝে, তুর কিনারে বসে ।। করতাম কত গুণগান তোর  ভাঙলি আমার ঘর, তুই করলি আমায় পর ।। ১) তোর কিনারে মাটি দিয়ে বাধা ছিল ঘর  ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর ।। ভাবলিনা তুই আমার কথা হায়  অশ্রু এসে দুচোখ ভরে যায় ।। আমি তো ভাবি নি তোকে পর  ভাঙলি আমার ঘর, তুই করলি আমায় পর  ও নদীরে তুই ভাঙ্গলি আমার ঘর  তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর ।। ২) আপন বলে ভেবেছিলাম, আসুক যত ঝড়  তোর কিনারে থাকবে ভালো, আমার ছোট ঘর।।  কিন্তু এমন করলি কেন বল  আমার সাথে করলি বড় ছল।। আমিতো ভাবিনি তোকে পর  ভাঙ্গলি আমার ঘর, তুই করলি আমায় পর ।। ও নদীরে তুই ভাঙ্গে আমার ঘর  তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর।

১৯) আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে Allah Allah bolo mukhe mukhe

  আল্লাহ আল্লাহ বল মুখে মুখে   আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে  তাওহিদী বাণী রাখো বুকে বুকে    তোমায় গড়ো তুমি ঈমানী চেতনায়  আবার ফিরে এসো ইনসাফী সাধনায়  অন্তরে ঈমান রাখো সুখে দুখে  আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে।  পৃথিবীর পথে ছুটে চল তুমি  সজীব করে দাও শুকনো ভূমি  জান্নাত রাখো তুমি জীবনের সীমানায়  সিরাতের পথে চলে যাও তুমি ঠিকানায়  বাধা সব তুমি পারো দিতে রুখে  আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে  তাওহিদী বাণী রাখো বুকে বুকে। আল্লাহ আল্লাহ বলে যাও দ্বিধাহীন  আল্লাহর হুকুমে থাকো সারা দিন  আসমানে হুকুমাত করতে কায়েম ধরায়  আবার তোমার হাত মগ্ন হোক সাধনায়  আসবে বিজয় রাখো সাহস বুকে।  আল্লাহ আল্লাহ বল মুখে মুখে  তাওহিদী বাণী রাখো বুকে বুকে ।

৯) মুসিবতে না পাই যদি musibote na Pai Jodi #naat #নাত

  মুসিবতে না পাই যদি  ইকবাল হোসেন কাদেরী  মুসিবতে না পাই যদি ।। করুণা তোমার  কবরে হাসরে কি হবে আমার।। আছি গো ডুবে আমি পাপের ঐ সাগরে  না জানি কি হবে ওপারে হাশরে ।। তোমারই সুপারিশ বিনে।। কেমনে হবো পার  কবরে হাশরে কি হবে আমার।। তুমি তো দিয়েছো দেখি আলোর পথ  বলেছ সে পথে মিলবে রহমত ।। কেন যে ভুল পথে আমি ।। করলাম জীবন পার  কবরের হাশরে কি হবে আমার।।

৮) লোকে আমায় পাগল বলে #নাত

লোকে আমায় পাগল বলে  মোহাম্মদ ইকবাল  লোকে আমায় পাগল বলে  আমার দুঃখ লাগে না  আমাকে পাগল করেছে  আরবের ঐ মাদিনা  ওই মদিনায় আছেন আমার জান মোহাম্মদ রাসুল  সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল  ভুলে ভরা জীবন হোক কিছুই যায় আসে না। আমাকে পাগল করেছে আরবের ঐ মাদিনা। দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খায়  আমি শুধু নবীর সালাম দুরুদ পড়ে মজা পাই  যার প্রেমেতে কুলকায়েনাত হয়ে গেল দিওয়ানা। দেখলে একবার চোখ ফিরে না গুম্বদে খাজরা   ঐ মদিনার প্রেমে আমি ইকবাল পাগলপারা  মদিনার নবী না দেখে মরেও শান্তি পাব না।  আমাকে পাগল করেছে আরবের ঐ মাদিনা ।

৭) মোহাম্মদ নাম জপেছিলি #নাত

 মোহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে  তাই কিরে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে। ওরে এমন মধুর লাগে  মোহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে। ১) ওরে গোলাপ! নিরিবিলি!          নবীর কদম ছুঁয়েছিলি   তাঁর কদমের খুশবু আজো           তোর আতরে জাগে। মোহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে। ২) মোর নবীরে লুকিয়ে দেখে  তাঁর পেশানির জ্যোতি মেখে  ওরে ও চাঁদ, রাঙ্‌লি কি তুই গভীর অনুরাগে।  ৩) ওরে ভ্রমর! তুই কি প্রথম?          চুমেছিলি তাঁহার কদম।  আজি গুনগুনিয়ে সেই খুশি কি                জানাস রে গুলবাগে। মোহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে।

৬) তোরা দেখে যা আমিনা মায়ের কোলে #নাত

  তোরা দেখে যা আমিনা মায়ের কোলে  মধু-পূর্ণিমারি সেথা চাঁদও ধুলে  যেন উষার কোলে রাঙ্গা রবি দুলে। ১) কুল মাখলুকে আজ ধ্বনি ওঠে, কে এলো ঐ  কলেমা শাহাদাতের বানী ঠোঁটে, কে এলো ঐ খোদার জ্যোতি:  পেশানিতে ফোটে, কে এলো ঐ আকাশ গ্রহ তারা পড়ে লুটে, কে এলো ঐ  পড়ে দরুদ ফেরেশতা বেহেশতে সব  দুয়ার খোলে।  ২) মানুষে মানুষের অধিকার দিল যে-জন  "এক আল্লাহ ছাড়া প্রভু নাই" কহিল যে-জন  মানুষের লাগি চিরদিন বেশ ধরিল যে জন বাদশা ফকিরের এক শামিল করিল যে জন এলো ধরায় ধরা দিতে সেই সে নবী ব্যথিত মানুষের ধ্যানের ছবি আজি মাতিল বিশ্ব-নিখিল মুক্তি-কলরবে।

৫) জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। #নাত #naat

জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো  দু নয়নে রাসুল পাক দেখলে কেমন হতো।  ১) আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান  যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান  দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। ২) দ্বীনি কত আলোচনায় থাকতাম আমি অধম  সামনে রাসুল পাক হতো পাশে সাহাবাগণ  আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো। ৩) দ্বীনি পথে কত সাহাবা পেল শহীদি মরণ  তাদের মাঝে হতাম যদি আমিও একজন নবীর হাত মোবারকের কাফন দাফন হলে কেমন হতো। ৪) কেমন ছিল সে দৃশ্য মোবারক দেখছেন সব সাহাবী  খেলছে শিশু হাসান হোসাইন সাথে দয়াল নবী নবী পাক জবানে ডাকছে হাসান শুনলে কেমন হতো নবীর কাঁধ মোবারকে নাতি হুসাইন দেখলে কেমন হতো।

৪) সোনার মদিনা আমার প্রানের মদিনা। #নাত #naat

  সোনার মদিনা আমার প্রানের মদিনা  সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা।  ভুলিনি, ভুলবো না, ভুলতে পারিনা  আমি ভুলিনি, ভুলবো না, ভুলতে পারিনা  সব ভুলিবো কিন্তু তোমায় ভুলতে পারিনা। ১) ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ       বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ  নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিবো কিন্তু তোমায় ভুলতে পারিনা । ২) আরশ ও মুয়াল্লার চেয়ে বড় তুমি হও  খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও  আরশ ও মুয়াল্লার চেয়ে বড় তুমি হও  সৃষ্টি জগতের মাঝে শ্রেষ্ঠ ভূমি হও  তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা।  সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা। ৩) জান্নাতি বাগান তোমায় নবী বলেছেন  খাক শিফা অধিকারী তোমায় করেছেন  জান্নাতি তোরবাত তোমায় নবী বলেছেন  খাক আতশবাত অধিকারী তোমায় করেছেন।  তোমার বুকে প্রবাহিত নূরেরি ঝর্ণা।  সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা। ৪) তোমার বুকে আমার নবীর কদম পড়েছে  তোমার বুকে জিবরাঈল আমীন সদায় এসেছেন  অধম বলে কেমন করে যাব মদিনা।  সব ভুলিব কিন্তু তোমায় ...

৩) সোনার মদিনা বহুদূরে #নাত #লিরিক্স #lyrics

  সোনার মদিনা বহুদূরে কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা আছেরে মদিনা মদিনা বলে জিকির করেরে  1) যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না তার অন্তর জুড়ে মদিনা আছেরে মদিনা মদিনা বলে জিকির করেরে 2) ওগো নবী কবুল কর মোদের ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নুরানী হাত আমার অন্তর ও গভীরে মদিনা আছেরে সেই মদিনায় কবে যাব মন মানে নারে। সোনার মদিনা বহুদূরে কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে।

২) ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। #নাত #naat

Image
                             ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ                  কাজী নজরুল ইসলাম   ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়                ধুলির ধরা বেহেশ্‌তে আজ               জয় করিল দিলোরে লাজ             আজকে খুশির ঢল নেমেছে                       ধূসরও সাহারায়।।  আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।                দেখ আমিনা মায়ের কোলে                 দোলে শিশু ইসলাম দোলে                  কচি মুখে শাহাদাতের                     বানী সে শোনায়।। ...

১) উপমা তোমার কেউ দেখেনি কখন। #নাত

  উপমা তোমার কেউ দেখেনি কখন = = = = = = = = = = = উপমা তোমার কেউ দেখেনি কখন, তোমারই মত কেউ হয়নি সৃজন, সম্রাট-মুকুট তব শিরে তো শোভে, দোজাহানে তুমিই তো এমনি রাজন ।। ঐ ১) সাগর উচ্ছাসে আর ঢেউ বে-সামাল, অসহায় আমি, ঝড় কী যে ভয়াল! মাঝ দরিয়ায় আমি হাওয়া যে মাতাল, মম কান্ডারী তরী পার করো হে এখন ।।ঐ ২) তৃষ্ণার্ত আমি তব দান যে অপার, পূত কেশদামে মেঘ আছে তো দয়ার, ঝরে রিমঝিম রিমঝিম ধারা করুণার, দুটি বিন্দু এদিকে হোক না পতন ।। ঐ ৩) হে সূর্য দেখেছ রাত্রি আমার, মদিনায় গিয়ে নিবেদিত এ ব্যাপার, তব কিরণ জ্যোতি কাটে ভবের আঁধার, মম রাত্রি কাটেনা বিরহ মগন ।। ঐ ৪) হতচিত্ত মম, জ্বালা অবিরত; মন ও প্রাণ জ্বলে তায় তিক্ত ক্ষত, পথ এমনি বিপথে খুঁজব কত, তুমি ছাড়া বিজনে কে আছে স্বজন ।।ঐ ৫) নিবেদিত এ প্রাণ, বাড়ে প্রেমের অনল  প্রেম শিখা হৃদয়ে, এমনি ধকল, মম তনুমন ধন সঁপে দিয়েছি সকল, প্রিয় নবী ছাড়া নাহি বাঁচে এ জীবন। উপমা তোমার কেউ দেখেনি কখন, তোমারই মত কেউ হয়নি সৃজন, সম্রাট-মুকুট তব শিরে তো শোভে, দোজাহানে তুমিই তো এমনি রাজন ।। ঐ