মা ফাতেমার নয়ন মণি ma fatemar noyon moni
- Get link
- X
- Other Apps
মা ফাতেমার নয়ন মণি হযরত আলীর জান
ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ।।
দয়াল নবীর জবানে, কারবালার বয়ানে।।
আওলাদে রাসুল শহীদ হবেন হাদিসে প্রমাণ।
১) ঈদের দিনে নতুন পোশাক পরতো সকলে
হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে।।
দয়াল নবী করেন দোয়া, ওগো রাব্বানা
জান্নাত হতে কুদরতেরই পোশাক পাঠাওনা।।
লাল সবুজের সেই পোশাকে।। কারবালার শান।
ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান।
২) লাল রঙের পোশাক হতে মাটি নিলেন হাতে
এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে।।
সীমার যখন করবে জবাই নিজেরও হাতে
মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে।।
হোসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ।
ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান।
৩) নবীর আওলাদ নূহের কিস্তি নবীজির বয়ান
আবু জর গিফারীর হাদিসে প্রমাণ।।
জীবনে দিবে ঈমান পাবে সুন্নীদের পথে
জান্নাতে তোর জায়গা হবে হুসাইনের সাথে।।
সুন্নি জনতা গ্রহণ করো অধমের আহ্বান।
ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment