আজ কেন পৃথিবীটা লাগে এতো সুন্দর ak keno pritibita lage ato sundor lyrics লিরিক্স
- Get link
- X
- Other Apps
আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর,
এ সে কোন রূপকার সাজালো এ চরাচর।
এ সে কোন রূপকার হাজারো এ চরাচর।
আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর,
এ সে কোন রূপকার সাজালো এ চরাচর।
এ সে কোন রূপকার হাজারো এ চরাচর।
১) চারদিকে নবরূপে করে ধরা ঝলমল,
সেই রূপ দেখে হয় আঁখিদ্বয় সুশীতল, আঁখিদ্বয় সুশীতল
চারদিকে নবরূপে করে ধরা ঝলমল,
সেই রূপ দেখে হয় আঁখিদ্বয় সুশীতল, আঁখিদ্বয় সুশীতল
কেটে গেছে কুৎসিত, নিশিতের অতি প্রহর,
কেটে গেছে কুৎসিত, নিশিতের অতি প্রহর
এসে কোন রূপকার সাজালো এ চরাচর?
আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর,
এ সে কোন রূপকার সাজালো এ চরাচর।
এ সে কোন রূপকার হাজারো এ চরাচর।
২) বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব,
সবখানে কেন এত আয়োজন উৎসব? আয়োজন উৎসব
বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব,
সবখানে কেন এত আয়োজন উৎসব? আয়োজন উৎসব
গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর।
এসে কোন রূপকার সাজালো এ চরাচর?
আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর,
এ সে কোন রূপকার সাজালো এ চরাচর।
এ সে কোন রূপকার হাজারো এ চরাচর।
৩) উল্লাস করে আজ সাহারার লোহাওয়ায়,
ফুরাতের জলরাশি কূলে কূলে উছলায়, কূলে কূলে উতলায়
উল্লাস করে আজ সাহারার লোহাওয়ায়,
ফুরাতের জলরাশি কূলে কূলে উছলায়, কূলে কূলে উতলায়
পর্বত চূড়া হতে নেমে আসে নির্ঝর।
এসে কোন রূপকার সাজালো এ চরাচর?
আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর,
এ সে কোন রূপকার সাজালো এ চরাচর।
এ সে কোন রূপকার হাজারো এ চরাচর।
৪) অগণিত ফেরেস্তেরা ছেড়ে সাত আসমান,
নেমে এসে পৃথিবীতে গাহে কার গুণগান? গাহে কার গুণগান
অগণিত ফেরেস্তেরা ছেড়ে সাত আসমান,
নেমে এসে পৃথিবীতে গাহে কার গুণগান? গাহে কার গুণগান
করে সবে জয়ধ্বনি আল্লাহু আকবর।
এসে কোন রূপকার সাজালো এ চরাচর?
আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর,
এ সে কোন রূপকার সাজালো এ চরাচর।
এ সে কোন রূপকার হাজারো এ চরাচর।
৫) মারহাবা মারহাবা সৃজনের আহমত,
এসেছেন অবনীতে নূরনবী হযরত, নূরনবী হযরত
মারহাবা মারহাবা সৃজনের আহমত,
এসেছেন অবনীতে নূরনবী হযরত, নূরনবী হযরত
আলোকিত তাই মাতা আমেনার কুঁড়েঘর,
সেই আলোয় অবগাহী পৃথিবীটা সুন্দর।
এসে কোন রূপকার সাজালো এ চরাচর।
আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর?
এসে কোন রূপকার সাজালো এ চরাচর
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment
আপনার মতামত শেয়ার করুন। দয়া করে শালীন ভাষা ব্যবহার করুন। অপ্রাসঙ্গিক বা স্প্যাম কমেন্ট অনুমোদিত হবে না।"
"Share your thoughts! Please use respectful language. Irrelevant or spam comments will not be approved."