ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী লিরিক্স Eid miladunnabi eid miladunnabi lyrics

Image
ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  খুশিতে দোলে আজকে সৃষ্টির সবি  খুশিতে দোলে আজ কে সৃষ্টির সবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ১) রহমতে আলা নুরে মুজাসসাম  সৃষ্টি তোমার নূরে আরশ ও ক্বলম রহমতে আলা নূরে মুজাসসাম  সৃষ্টি তোমার নূরে আরশ ও ক্বলম  ধরার বুকে এলে ওগো রবি  ধরার বুকে এলে ওগো রবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ২) আজকে ধরায় লাখো ফেরেশতায়  মারহাবা ইয়া রাসূল সুরে সুরে গায়  আজকে ধরায় লাখো ফেরেশতায়  মারহাবা ইয়া রাসূল সুরে সুরে গায় গুনগুন গান গায় ভ্রমরা সবি  গুনগুন গান গায় ভ্রমরা সবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ৩)  ধন্য মা আমেনা পেয়ে শাহে মদিনা  যাঁর প্রেমে এ নিখিল হলো যে দেওয়ানা  ধন্য মা আমেনা পেয়ে শাহে মদিনা  যাঁর প্রেমে এ নিখিল হলো যে দেওয়ানা  সব নবীদের মাঝে তব ছবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী   ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী...

আজ কেন পৃথিবীটা লাগে এতো সুন্দর ak keno pritibita lage ato sundor lyrics লিরিক্স



 আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর,

এ সে কোন রূপকার সাজালো এ চরাচর।

এ সে কোন রূপকার হাজারো এ চরাচর।

আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর,

এ সে কোন রূপকার সাজালো এ চরাচর।

এ সে কোন রূপকার হাজারো এ চরাচর।

১) চারদিকে নবরূপে করে ধরা ঝলমল,

সেই রূপ দেখে হয় আঁখিদ্বয় সুশীতল, আঁখিদ্বয় সুশীতল 

চারদিকে নবরূপে করে ধরা ঝলমল,

সেই রূপ দেখে হয় আঁখিদ্বয় সুশীতল, আঁখিদ্বয় সুশীতল 

কেটে গেছে কুৎসিত, নিশিতের অতি প্রহর,

কেটে গেছে কুৎসিত, নিশিতের অতি প্রহর

এসে কোন রূপকার সাজালো এ চরাচর?

আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর,

এ সে কোন রূপকার সাজালো এ চরাচর।

এ সে কোন রূপকার হাজারো এ চরাচর।

২) বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব,

সবখানে কেন এত আয়োজন উৎসব? আয়োজন উৎসব 

বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব,

সবখানে কেন এত আয়োজন উৎসব? আয়োজন উৎসব 

গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর।

এসে কোন রূপকার সাজালো এ চরাচর? 

আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর,

এ সে কোন রূপকার সাজালো এ চরাচর।

এ সে কোন রূপকার হাজারো এ চরাচর।

৩) উল্লাস করে আজ সাহারার লোহাওয়ায়,

ফুরাতের জলরাশি কূলে কূলে উছলায়, কূলে কূলে উতলায়

উল্লাস করে আজ সাহারার লোহাওয়ায়,

ফুরাতের জলরাশি কূলে কূলে উছলায়, কূলে কূলে উতলায় 

পর্বত চূড়া হতে নেমে আসে নির্ঝর।

এসে কোন রূপকার সাজালো এ চরাচর? 

আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর,

এ সে কোন রূপকার সাজালো এ চরাচর।

এ সে কোন রূপকার হাজারো এ চরাচর।

৪) অগণিত ফেরেস্তেরা ছেড়ে সাত আসমান,

নেমে এসে পৃথিবীতে গাহে কার গুণগান? গাহে কার গুণগান

অগণিত ফেরেস্তেরা ছেড়ে সাত আসমান,

নেমে এসে পৃথিবীতে গাহে কার গুণগান? গাহে কার গুণগান 

করে সবে জয়ধ্বনি আল্লাহু আকবর। 

এসে কোন রূপকার সাজালো এ চরাচর? 

আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর,

এ সে কোন রূপকার সাজালো এ চরাচর।

এ সে কোন রূপকার হাজারো এ চরাচর।

৫) মারহাবা মারহাবা সৃজনের আহমত,

এসেছেন অবনীতে নূরনবী হযরত, নূরনবী হযরত 

মারহাবা মারহাবা সৃজনের আহমত,

এসেছেন অবনীতে নূরনবী হযরত, নূরনবী হযরত 

আলোকিত তাই মাতা আমেনার কুঁড়েঘর,

সেই আলোয় অবগাহী পৃথিবীটা সুন্দর।

এসে কোন রূপকার সাজালো এ চরাচর।

আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর?

এসে কোন রূপকার সাজালো এ চরাচর

Comments

Popular posts

২২) সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এ মন

মেরাজে যান আল্লাহর হাবীব|মেরাজের গজল লিরিক্স

কোরআন মধুরও বাণী Quran modhur bani

মনে বড় আশা ছিল যাব মদিনায় mone boro asha cilo jabo modinay

তোরা দেখে যা আমিনা মায়ের কোলে লিরিক্স tura dekhe ja amina mayer khule lyrics

দুঃখের দিনের দরদী মোর

৮) আল্লাহ তুমি দয়ার সাগর - #হামদ #লিরিক্স

লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না লিরিক্স

ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী লিরিক্স Eid miladunnabi eid miladunnabi lyrics

একদিন আমার নাম হবে লাশ লিরিক্স akdin Amar nam hobe lash lyrics