আপন বলে যারে ভাবি apon bole jare vabi
- Get link
- X
- Other Apps
আপন বলে যারে ভাবি সেই তো আপন না
আপন আমার মা জননী অন্য কেহ না
আপন বলে যারে ভাবি সেই তো আপন না
আপন আমার মা জননী অন্য কেহ না
১) চোখ বুঝিয়া মরণ যেদিন হবে
একদিন দুইদিন পরে সবাই ভুলিয়া যাবে
চোখ বুঝিয়া মরণ যেদিন হবে
একদিন দুইদিন পরে সবাই ভুলিয়া যাবে
পাড়া পড়শী আপন স্বজন মনে রাখবেনা
পাড়া পড়শী আপন স্বজন মনে রাখবেনা
সবাই ভুলিলেও আমার মায়ে ভুলে না ।
সবাই ভুলিলেও আমার মায়ে ভুলে না ।
আপন বলে ভাবি যারে সেই তো আপন নয়
আপন আমার মা জননী অন্য কেহ নয়
২) নামাজ শেষে দু হাত তুলে মায়ে
আল্লাহকে জানায় মায়ে চোখের পানি ফেলে
নামাজ শেষে দু হাত তুলে মায়ে
আল্লাহকে জানায় মায়ে চোখের পানি ফেলে
আমার এ সন্তানকে মাওলা শাস্তি দিও না
আমার এ সন্তানকে মাওলা শাস্তি দিও না
সবাই ভুলিলেও আমার মায়ে ভুলে না ।
সবাই ভুলিলেও আমার মায়ে ভুলে না ।
আপন বলে যারে ভাবি সেই তো আপন নয়
আপন আমার মা জননী অন্য কেহ নয়
৩) কত কষ্ট করে আমার মায়ে
দশ মাস দশ দিন পেটে ধারণ করে
কত কষ্ট করে আমার মায়ে
দশ মাস দশ দিন পেটে ধারণ করে
প্রসব বেদনাও মায়ে মনে রাখে না
প্রসব বেদনা মায়ে মনে রাখে না
সবাই ভুলিলেও আমার মায়ের ভোলে না
সবাই ভুলিলেও আমার মায়ের ভোলে না
আপনা বলে যারে ভাবি সেই তো আপন না
আপন আমার মা জননী অন্য কেহ না।
আপন আমার মা জননী অন্য কেহ না।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment