বাবা মানে হাজার বিকেল Baba mane Hazar nikel lyrics লিরিক্স
- Get link
- X
- Other Apps
বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা
বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা
বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা
বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা
বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন
বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ
বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন
বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ
আমি যতই এলোমেলো ভুলের অভিধান
বাবা তুমি সময় মত সহজ সমাধান
জীবনের টানাপোড়েন কিছুই না জানি
আমার গানের স্বরলিপি তোমার মাঝেই খুঁজি
বাবার কাছে হই না কাল আমি কোনদিনই
বাবা ডাকে আদর করে আমায় সোনা মণি
বাবার কাছে হই না কাল আমি কোনদিনই
বাবা ডাকে আদর করে আমায় সোনা মণি
ও....ও................ওওও.........ও..
বাবা মানে অনেক চাওয়া, বাবা মানে অনেক পাওয়া বা
বা মানে ছোট্ট শূন্যতা, বাবা বানানে অনেক পূর্ণতা।
ছেলেবেলা হাতছানি দেয় আজও সকাল সাজে
আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে
চিরদিন থাকবে বলো তুমি আমার সাথে
মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে
বেলা শেষে তুমি আজও অনেক অভিমানী
কেউ না জানুক আমি জানি তোমার সোনা মণি
বেলা শেষে তুমি আজও অনেক অভিমানী
কেউ না জানুক আমি জানি তোমার সোনা মণি
বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা
বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা
বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা
বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা
বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন
বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ
বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা
বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা
বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা
বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment
আপনার মতামত শেয়ার করুন। দয়া করে শালীন ভাষা ব্যবহার করুন। অপ্রাসঙ্গিক বা স্প্যাম কমেন্ট অনুমোদিত হবে না।"
"Share your thoughts! Please use respectful language. Irrelevant or spam comments will not be approved."