মনে বড় আশা ছিল যাব মদিনায় mone boro asha cilo jabo modinay
- Get link
- X
- Other Apps
#গজল: মনে বড় আশা ছিল যাব মদিনায়
লিখক: আব্দুল আলীম
মনে বড় আশা ছিল যাবো মদিনায়
মনে বড় আশা ছিল যাব মদিনায়
সালাম আমি করব গিয়ে
সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়
মনে বড় আশা ছিল যাব মদিনায়
১) আরব সাগর পাড়ি দেবো নাই যে আমার তরী
পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি
আরব সাগর পাড়ি দেবো নাই যে আমার তরী
পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি
আমার আশা আছে সম্বলও নাই
আশা আছে সম্বলও নাই করি কি উপায়
মনে বড় আশা ছিল যাব মদিনায়
মনে বড় আশা ছিল যাব মদিনায়
সালাম আমি করব গিয়ে,
সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়
মনে বড় আশা ছিল যাবো মদিনায়
মনে বড় আশা ছিল যাবো মদিনায়
(২) কাফেলাতে কে যাও তুমি কে যাও বাইয়া তরী
আমায় যাও না ও ভাই সঙ্গে লইয়া খানিক কৃপা করি।
কাফেলাতে কে যাও তুমি কে যাও বাইয়া তরী
আমায় যাও না ও ভাই সঙ্গে লইয়া খানিক কৃপা করি।
আমায় যদি সঙ্গে না নাও
আমায় যদি সঙ্গে না নাও নবীর মদিনায়
আমার সালাম দিও ভাইরে মদিনার বাদশায়।
আমার হইয়া কাঁদিও ভাইরে নবীজির রওজায়
মনে বড় আশা ছিল যাব মদিনায়
মনে বড় আশা ছিল যাব মদিনায়
সালাম আমি করব গিয়ে
সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়
মনে বড় আশা ছিল যাব মদিনায়
মনে বড় আশা ছিল যাব মদিনায়
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment