তুমি যষ্টি মুকুল, মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল
- Get link
- X
- Other Apps
তুমি যষ্টি মুকুল, মিষ্টি বকুল, বৃষ্টি ভেজা ফুল
তুমি আলোর মিনার, নূর মদিনার, জান্নাতী বুলবুল
তুমি রহমতে রসূল, তুমি জান্নাতী বুলবুল
তুমি বৃষ্টি ভেজা ফুল।
তুমি যষ্টি মুকুল, মিষ্টি বকুল, বৃষ্টি ভেজা ফুল
তুমি আলোর মিনার, নূর মদিনার, জান্নাতী বুলবুল।
১) (যখন অন্ধকারে ছেয়ে ছিল এই পৃথিবীর সব
ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতানো সৌরভ)।।
তুমি আমার নবী, প্রাণের রবি, প্রাণের আওয়াজ গুল
তুমি রহমতে রসূল, তুমি জান্নাতী বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল।
তুমি যষ্টি মুকুল, মিষ্টি বকুল, বৃষ্টি ভেজা ফুল
তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতী বুলবুল।
২) (তুমি আনলে বাহার, সূর্য নাহার বাসন্তী সাজে
তুমি সভ্যতারী জ্বালালে আলো ধরণী মাঝে)।
তুমি প্রেমের নবী, ধ্যানের ছবি সবার প্রেমা কুল
তুমি রহমতে রসূল, তুমি জান্নাতী বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল
তুমি যষ্টি মুকুল, মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল
তুমি আলোর মিনার, নূর মদিনার, জান্নাতী বুলবুল।
৩) (তুমি শ্রেষ্ঠ নবী, ফুল সুরবি, প্রভুর প্রেমাষ্পদ
পড়ে জ্বিন, পরী দরুদ তোমার প্রিয় মোহাম্মদ)।।
তুমি স্নেহের ছায়া, মায়ার কায়া, রহমতে রসূল
তুমি রহমতে রসূল, তুমি জান্নাতী বুলবুল, তুমি বৃষ্টি ভেজা ফুল।
তুমি যষ্টি মুকুল, মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল।
তুমি আলোর মিনার, নূর মদিনার, জান্নাতী বুলবুল।
৪) (তুমি পথ ভুলারে, পথ দেখাতে দিয়েছ দাওয়াত
আর দ্বীনের তরে অকাতরে সয়েছো আঘাত)।।
তোমায় কাছে পেতে ছোয়া পেতে হৃদয় টা ব্যাকুল।
তুমি রহমতে রসূল, তুমি জান্নাতী বুলবুল, তুমি বৃষ্টি ভেজা ফুল।
তুমি যষ্টি মুকুল, মিষ্টি বকুল, বৃষ্টি ভেজা ফুল
তুমি আলোর মিনার, নূর মদিনার, জান্নাতী বুলবুল।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment