দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন doyal nobir agomone anondito trivubon lyrics লিরিক্স
- Get link
- X
- Other Apps
নারায়ে তাকবীর আল্লাহু আকবার
নারায়ে রিসালাত ইয়া রাসুলুল্লাহ
নারায়ে তাকবীর আল্লাহু আকবার
নারায়ে রিসালাত ইয়া রাসুলুল্লাহ
দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন
দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন
উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ
উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ
দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন
উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ
১) অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কুল
ভবের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসুল
অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কুল
ভবের মাঝে পেয়ে তারা মোহাম্মদ রাসুল নবী মুহাম্মদ রাসুল মারহাবা মারহাবা ধ্বনি জিকির হলো সারাক্ষণ
উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ
দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন
দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন
উল্লাসে মাতিয়া উঠেছে নবীর দুচরণ
উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ
২) মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা
পূর্ব-পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা
মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা
পূর্ব-পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা
আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুই নয়ন
উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ
দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন
দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন
উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ
৩) জান্নাত হতে হাওয়া, আসিয়া, মরিয়ম, হাজেরা
মিলাদুন্নবী করতে পালন আসিল তারা
সবাই মিলে গায় গুণগান করিয়া নবীর স্মরণ
উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ
দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন
দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন
উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ
উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ
৪) সাল্লে আলা সুর ধরিয়া সৃষ্টির সবি
অসাধারণ মিলাদ কই তার আজিজ রজবী
এই বর্ণনা শেষ হবে না দিলেও সারা জীবন
উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ
নারায়ে তাকবীর আল্লাহু আকবার
নারায়ে রিসালাত ইয়া রাসুলুল্লাহ
নারায়ে তাকবীর আল্লাহু আকবার
নারায়ে রিসালাত ইয়া রাসুলুল্লাহ
দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন
দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন
উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ
উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ
উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment