মাগো তোমার চাঁদ মাখা মুখ লিরিক্স mago Tomar chandmakha mukh lyrics
- Get link
- X
- Other Apps
মাগো তোমার চাঁদ মাখা মুখ
দেখা হয় না কতদিন
দেখা হয় না কতদিন
মাগো তোমার চাঁদ মাখা মুখ
দেখা হয় না কতদিন
দেখা হয় না কতদিন
১) ঘরটা আমার খাঁ খাঁ করে
অশ্রু ঝরে দুচোখ ভরে
ঘরটা আমার খাঁ খাঁ করে
অশ্রু ঝরে দুচোখ ভরে
বুকে কষ্ট সীমাহীন
মাগো তোমার চাঁদ মাখা মুখ
দেখা হয় না কতদিন
দেখা হয় না কতদিন
মাগো তোমার চাঁদ মাখা মুখ
দেখা হয় না কতদিন
দেখা হয় না কতদিন
২) তুমি চলে গিয়ে আমার
হলো এমন ক্ষতি
এলোমেলো হয়ে গেল
এই জীবনের গতি
মাগো এই জীবনের গতি
তুমি চলে গিয়ে আমার
হল এমন ক্ষতি
এলোমেলো হয়ে গেল
এই জীবনের গতি
মাগো, এই জীবনের গতি
এখন বন্দি শুধু.......... এখন বন্দি শুধু
মনের ফ্রেমে স্মৃতির কফিন
দেখা হয় না কতদিন
মাগো তোমার চাঁদ মাখা মুখ
দেখা হয় না কতদিন
দেখা হয় না কতদিন
মাগো তোমার চাঁদ মাখা মুখ
দেখা হয় না কতদিন
দেখা হয় না কতদিন
৩) ছিলে তুমি চলার পথে
সবচেয়ে প্রিয় সাথী
হৃদয় জুড়ে ছিলে মাগো
হয়ে আলোর জ্যোতি
মাগো হয়ে আলোর জ্যোতি
ছিলে তুমি চলার পথে
সবচেয়ে প্রিয় সাথী
হৃদয় জুড়ে ছিলে মাগো
হয়ে আলোর জ্যোতি
মাগো হয়ে আলোর জ্যোতি
এখন সঙ্গী হল........... এখন সঙ্গী হল
আমার দেখো আঁধার গহীন
দেখা হয়না কতদিন
মাগো তোমার চাঁদা মাখা মুখ
দেখা হয় না কতদিন
দেখা হয় না কতদিন
মাগো তোমার চাঁদ মাখা মুখ
দেখা হয় না কতদিন
দেখা হয়না কতদিন
ঘরটা আমার খাঁ খাঁ করে
অশ্রু ঝরে দুচোখ ভরে
ঘরটা আমার খাঁ খাঁ করে
অশ্রু ঝরে দুচোখ ভরে
বুকে কষ্ট সীমাহীন
মাগো তোমার চাঁদ মাখা মুখ
দেখা হয় না কতদিন
দেখা হয় না কতদিন
মাগো তোমার চাঁদ মাখা মুখ
দেখা হয় না কতদিন
দেখা হয় না কতদিন
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment