আকাশের তারা গুলো যদি নিভে যায় লিরিক্স akasher tara gulu jodi nive jay lyrics
- Get link
- X
- Other Apps
আকাশের তারা গুলো যদি নিভে যায়
ঝিকিমিকি আর যদি নাইবা করে
আকাশের তারা গুলো যদি নিভে যায়
ঝিকিমিকি আর যদি না করে
তবে খুঁজবো কোথায় মাগো তোমায়
খুজবো কোথায় মাগো তোমায়
আলোহীন এই আধারে
আমি ভালোবাসি শুধু তোমারে ওও
আমি ভালোবাসি শুধু তোমারে
১) জীবনটা যখন হলো শুরু
তুমি শিখালে মোরে সঠিক দিশা
কে প্রভু কে রাসুল জানিনা যখন
তুমি তো তখন মিঠালে তৃষা
জীবনটা যখন হল শুরু
তুমি শিখালে মোরে সঠিক দিশা
কে প্রভু কে রাসূল জানিনা যখন
তুমি তো তখন মিটালে তৃষা
তাই যেওনা মাগো হারিয়ে আমায় ছেড়ে
আমি ভালোবাসি শুধু তোমারে ওও
আমি ভালোবাসি শুধু তোমারে
তোমার আদর তোমার সোহাগে
হাঁটি হাঁটি পা পা হয়েছি বড়
আমার সুখের তরে পেয়েছো বিষাদ
তবুও আঁচল দিয়ে আগলে ধরো
তোমার আদর তোমার সোহাগে
হাঁটি হাঁটি পা পা হয়েছি বড়
আমার সুখের তরে পেয়েছ বিষাদ
তবুও আঁচল দিয়ে আগলে ধরো
তাই যেওনা হারিয়ে মাগো আমায় ছেড়ে
আমি ভালোবাসি শুধু তোমারে ওও
আমি ভালোবাসি শুধু তোমারে
আকাশের তারা গুলো যদি নিভে যায়
ঝিকিমিকি আর যদি নাইবা করে
আকাশের তারা গুলো যদি নিভে যায়
ঝিকিমিকি আর যদি নাইবা করে
তবে খুঁজবো কোথায় মাগো তোমায়
আলোহীন এই আধারে
আমি ভালোবাসি শুধু তোমারে ওও
আমি ভালোবাসি শুধু তোমারে
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment