আমি নবীজির পাগল Ami nobijir pagol lyrics
- Get link
- X
- Other Apps
আমি মদিনার পাগল
শামশু ভান্ডারী
আমি নবীজির পাগল আমি মদিনার পাগল
নবীজির পাগল আমি মদিনার পাগল
মদিনারই ধুলো বালি মোর
মদিনারই ধুলোবালি মোর নয়নের কাজল
নবীজির পাগল আমি মদিনার পাগল
নবীজির পাগল আমি মদিনার পাগল।
১) আমার যিকির নবী নবী
দু চোখে মদিনার ছবি
আমার যিকির নবী নবী
দু চোখে মদিনার ছবি
নবীর প্রেমে দিতে রাজি
নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল । (ঐ)
নবীজির পাগল আমি মদিনার পাগল
নবীজির পাগল আমি মদিনার পাগল
২) শুনিলে মদিনার কথা,
ভুলতে পারি সকল ব্যথা
শুনিলে মদিনার কথা,
ভুলতে পারি সকল ব্যথা
বুকের ভিতর ভেসে উঠে
বুকের ভিতর ভেসে উঠে মন আনন্দের ঢল । (ঐ)
নবীজির পাগল আমি মদিনার পাগল
নবীজির পাগল আমি মদিনার পাগল
৩) আমার সকল রোগের ঔষধ
দয়াল নবীর সালাম দরুদ
আমার সকল রোগের ঔষধ
দয়াল নবীর সালাম দরুদ
ভক্তি চিত্তে পড়ি যখন
ভক্তি চিত্তে পড়ি যখন'হই সুস্থ সবল । (ঐ)
নবীজির পাগল আমি মদিনার পাগল
নবীজির পাগল আমি মদিনার পাগল
৪) নবীর আওলাদ যখন দেখি
মনে বড় আশা রাখি
নবীর আওলাদ যখন দেখি
মনে বড় আশা রাখি
চরণ দু'টি ধৌত করি
চরণ দু'টি ধৌত করি দিয়ে চোখের জল । (ঐ)
নবীজির পাগল আমি মদিনার পাগল
নবীজির পাগল আমি মদিনার পাগল
৫)পাগল শামশু দিনে রাতে
থাকি নবীর প্রেম ভাবেতে
পাগল শামশু দিনে রাতে
থাকি নবীর প্রেম ভাবেতে
নবীর প্রেমই রাখলাম বুকে
নবীর প্রেমই রাখলাম বুকে মরণের সম্বল। (ঐ)
নবীজির পাগল আমি মদিনার পাগল
নবীজির পাগল আমি মদিনার পাগল
মদিনারই ধুলো বালি মোর
মদিনারই ধুলোবালি মোর নয়নের কাজল
নবীজির পাগল আমি মদিনার পাগল
নবীজির পাগল আমি মদিনার পাগল।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment