মনের ঘরেতে রেখেছি moner ghorete rekkeci jare lyrics
- Get link
- X
- Other Apps
মনের ঘরেতে রেখেছি যারে লিরিক্স
(আমার) মনের ঘরেতে রেখেছি যারে
মনের ঘরেতে রেখেছি যারে
দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে
দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে
আমার প্রাণের নবীরে আমার মায়ার নবীরে
দুজাহানের বাদশা নবী কামলিওয়ারে
১) মোরা যদি ডানা ওয়ালা পাখি হইতাম
ঐ মদিনায় দেখার লাগি উড়ে যাইতাম
মোরা যদি ডানা ওয়ালা পাখি হইতাম
ঐ মদিনা দেখার লাগি উড়ে যাইতাম
হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে
দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে
দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে
২) আদি পিতা আদম যখন মসিবতে পড়ে
মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে
সাকারাতের বিছানাতে দেখা দিও রে
দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে
দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে
আমার মনের ঘরেতে রেখেছি যারে
মনের ঘরেতে রেখেছি যারে
দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে
দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে
আমার দয়াল নবীরে আমার মায়ার নবীরে
আমার দয়াল নবীরে আমার মায়ার নবীরে
দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে
দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment