ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় লিরিক্স icche have amader here modinay lyrics
- Get link
- X
- Other Apps
💝 ইচ্ছে জাগে আমাদের যেতে যদিনায়
💞 ইচ্ছে জাগে চুমো খেতে সোনালী রওজায়
🏵️ ইচ্ছে জাগে চুমো খেতে নূরানী পর্দায় 🌹
১) সারা বছর আশেকগণ, জিয়ারত করে
জিলহজ্বে হাজীরা হজ্ব পালন করে।
সারা বছর আশেকগণ, জিয়ারত করে
জিলহজ্বে হাজীরা হজ্ব পালন করে
তাদেরই সঙ্গী হতে আমার মন চায়
ইচ্ছে জাগে চুমো খেতে সোনালী রওজায়
ইচ্ছে জাগে চুমো খেতে নূরানী পর্দায়
২) নবীর দীদার যাদের নসীব হয়েছে,
নিশ্চিত জান্নাতী তারা হয়েছে।
নবীর দীদার যাদের নসীব হয়েছে,
নিশ্চিত জান্নাতী তারা হয়েছে।
পরকালে তাদের নেই কোন ভয়।
ইচ্ছে জাগে চুমো খেতে সোনালী রওজায়
ইচ্ছে জাগে চুমো খেতে নূরানী পর্দায়
৩) আমি তো অধম যেতে পারি নাই,
কাবারই কাবা সোনার মদিনায়
আমি তো অধম যেতে পারি নাই,
কাবারই কাবা সোনার মদিনায়
তাইতো কাঁদি আমি যেতে যদিনায়।
ইচ্ছে জাগে চুমো খেতে সোনালী রওজায়
ইচ্ছে জাগে চুমো খেতে নূরানী পর্দায়
৪) রওজার পাশে আমি নামাজ পড়িব
নবিজীকে আমি সালাম জানাব
রওজার পাশে আমি নামাজ পড়িব
নবিজীকে আমি সালাম জানাব
সে আশায় কেঁদে আমি বুকটি ভাসাই।
ইচ্ছে জাগে চুমো খেতে সোনালী রওজায়
ইচ্ছে জাগে চুমো খেতে নূরানী পর্দায়
ইচ্ছে জাগে আমাদের যেতে যদিনায়
ইচ্ছে জাগে চুমো খেতে সোনালী রওজায়
ইচ্ছে জাগে চুমো খেতে নূরানী পর্দায়।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment