নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে লিরিক্স Nur nobir agomone khushir juar utece lyrics গজল
- Get link
- X
- Other Apps
নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে
নুর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে
নুর নবী আগমনে খুশির জোয়ার উঠেছে
কুল্লে আলম লুটে পড়ে,
কুল্লে আলম লুটে পড়ে ,যাঁহার চরম তলেতে।
নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে
নুর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে
১) আব্দুল্লাহর ঔ পেশানীতে যেই নূর ঝলমল করেছে
সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে
আব্দুল্লাহর ঔ পেশানীতে যেই নূর ঝলমল করেছে
সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে
সেই নূর খানা সিজদায় পড়ে
সেই নূর খানা সিজদায় পড়ে, উম্মত বলে কেঁদেছে।
নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে
নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে
২) আজকে খুশির ঢল নেমেছে নূর নবীর প্রেমেতে
দলবেঁধে আজ পাল তুলেছে নবীর প্রেমের বাগানে
আজকে খুশির ঢল নেমেছে নূর নবীর প্রেমেতে
দল বেঁধে আজ পাল তুলেছে নবীর প্রেমের বাগানে
মোদের জীবন বিলিয়ে দিব,
মোদের জীবন বিলিয়ে দিব,মায়ার নবীর প্রেমেতে।
নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে
নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে
৩) সালাত ও সালাম পড় সবাই বলছেন আল্লাহ কুরআনে
উম্মত বলে কাঁদেন নবী মিন রিয়াজুল জান্নাতে
সালাত ও সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কুরআনে উম্মত বলে কাঁদেন নবী মিন রিয়াজুল জান্নাতে
এই তাহেরি সদায় কাঁদে,
এই তাহেরি সদায় কাঁদে পাইতে দিদার ভবেতে
নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে
নুর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে
কু্ল্লে আলম লুটে পড়ে
কুল্লে আলম লুটে পড়ে যাঁহার চরম তলেতে
নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে
নুর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে
নুর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment