কোরআন মধুরও বাণী Quran modhur bani
- Get link
- X
- Other Apps
কোরআন মধুরও বানী, আমি যখনই শুনি
আমার মন ভরে যায়
কোরআন মধুরও বানী, আমি যখনই শুনি
আমার মন ভরে যাই
শোনো মুমিন মুসলমান, পড়ে দেখনা কোরআন
কত শান্তি পাওয়া যায়
কোরআন মধুরও বানী
১) প্রতিটি হরফে দশ দশ নেকি আছে
আমলে জমা হয়
প্রতিটি হরফে দশ দশ নেকি আছে
্আমলে জমা হয়
পাপের খাতা হতে, পাপ যায় তোমার হতে
নেকিতে হয় বোঝায়
এ এমন বরকতয়, মেলে সবারী দাওয়ায়
শোনো মুমিন মুসলমান, পড়ে দেখনা কোরআন,কত শান্তি পাওয়া যায়
কোরআন মধুরও বাণী আমি যখনই শুনি, আমার মন ভরে যায়
কোরআন মধুরও বানী
২)কোরআন এমন গ্রন্থ, পৃথিবীর যত মন্ত্র
সবই যাবে মিলে
কোরআন এমন গ্ৰহ, পৃথিবীর যত যন্ত্ৰ
সবই যাবে মিলে
ইহকাল পরকাল, আকাশ হতে পাতাল
সবার চাবি খুলে
কোরআন বড় মধুময়
কলবে নূর জারী হয়
শোনো মুমিন মুসলমান, পড়ে দেখোনা কোরআন, কত শান্তি পাওয়া যায়
কোরআন মধুরও বানী
আমি যখনই শুনি, আমার মন ভরে যাই
কোরআন মধুরও বানী
৩) এস এম নজরুল বলে, কোরআন আমার ইমান কোরআন জীবন বিধান
এস এম নজরুল বলে, কোরআন আমার ইমান কোরআন জীবন বিধান
এই কোরআনের খেলাপি, যে চলবে সে পাপী, সে হবে নফরমান
বেবী নাজনীন বলে যায় কোরআন রাখনা সিনায়
কোরআন মধুর বানী আমি যখনই শুনি কোরআন মধুর বানী আমি যখনই শুনি আমার মন ভরে যাই
শোনো মুমিন, মুসলমান পড়ে দেখনা কোরআন, কত শান্তি পাওয়া যায়
কোরআন মধুরও বানী
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment