মা বাবার কথা মতো যেজন চলে না লিরিক্স ma babar Kotha Moto jezon Chile lyrics
- Get link
- X
- Other Apps
মা বাবার কথা মতো যেজন চলে না
মা বাবার কথা মতো যেজন চলে না
আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা
আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা ।
মা-বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে
মা-বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে
মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না
মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না
আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা
আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা ।
মা-বাবা অতি আপন,মা-বাবার কর যত্ন
তিন কথার সাথী পাইয়া ভুইলা যাইওনা ।
আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা
আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা ।
জান্নাতেরী ঠিকানা খুঁজে তুমি পাইলানা।
মা-বাবার পায়ের নীচে খুঁজে দেখনা ।
আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা
আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা ।
জান্নাত মায়ের পায়ের নীচে,বলছেন নবী হাদিসেতে
দয়াল নবীর কথা তোমার ভাল লাগে না
আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা
আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা ।
তোফাজ্জল ডাইকা বলে মা-বাবার দোয়া পেলে
দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না
আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা
আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা ।
মা বাবার কথা মতো যেজন চলে না
মা বাবার কথা মতো যেজন চলে না
আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা
আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা ।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment
আপনার মতামত শেয়ার করুন। দয়া করে শালীন ভাষা ব্যবহার করুন। অপ্রাসঙ্গিক বা স্প্যাম কমেন্ট অনুমোদিত হবে না।"
"Share your thoughts! Please use respectful language. Irrelevant or spam comments will not be approved."