OUR ISLAMIC SONGS is about the facts related to Islamic songs or Nasheed's lyrics with audio and video related posts in multiple languages especially Bangla, English, Arabic, Hindi, Urdu.
কোরআন মধুরও বানী, আমি যখনই শুনি আমার মন ভরে যায় কোরআন মধুরও বানী, আমি যখনই শুনি আমার মন ভরে যাই শোনো মুমিন মুসলমান, পড়ে দেখনা কোরআন কত শান্তি পাওয়া যায় কোরআন মধুরও বানী ১) প্রতিটি হরফে দশ দশ নেকি আছে আমলে জমা হয় প্রতিটি হরফে দশ দশ নেকি আছে ্আমলে জমা হয় পাপের খাতা হতে, পাপ যায় তোমার হতে নেকিতে হয় বোঝায় এ এমন বরকতয়, মেলে সবারী দাওয়ায় শোনো মুমিন মুসলমান, পড়ে দেখনা কোরআন,কত শান্তি পাওয়া যায় কোরআন মধুরও বাণী আমি যখনই শুনি, আমার মন ভরে যায় কোরআন মধুরও বানী ২)কোরআন এমন গ্রন্থ, পৃথিবীর যত মন্ত্র সবই যাবে মিলে কোরআন এমন গ্ৰহ, পৃথিবীর যত যন্ত্ৰ সবই যাবে মিলে ইহকাল পরকাল, আকাশ হতে পাতাল সবার চাবি খুলে কোরআন বড় মধুময় কলবে নূর জারী হয় শোনো মুমিন মুসলমান, পড়ে দেখোনা কোরআন, কত শান্তি পাওয়া যায় কোরআন মধুরও বানী আমি যখনই শুনি, আমার মন ভরে যাই কোরআন মধুরও বানী ৩) এস এম নজরুল বলে, কোরআন আমার ইমান কোরআন জীবন বিধান এস এম নজরুল বলে, কোরআন আমার ইমান কোরআন জীবন বিধান এই কোরআনের খেলাপি, যে চলবে সে পাপী, সে হবে নফরমান বেবী নাজনীন বলে যায় কোরআন রাখনা সিনায় কোরআন মধ...
সুন্দর পৃথিবী ছেড়ে, চলে যেতে চায় না এ মন।। তবু চলে যেতে হয় ।। ১) (ফুল, পাখি, ফসল আর বনেরও ছায়া জোসনার আলোতে আহা কি মায়া) (আমার এ মন ছুঁয়ে যায় জাগে কত বাসনা )।। রাঙ্গাব এ জীবন রঙ্গেরও মেলায়।। রাঙ্গানো শেষ না হতেই চাওয়া পাওয়া তবু চলে যেতে হয় ।। সুন্দর পৃথিবী ছেড়ে, চলে যেতে চায় না এ মন তবু চলে যেতে হয় ।। ২) (সুখেরও দোচালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া)।। সাজানো হল এ জীবন বেঁচে থাকা আশায় তখনই এসে গেল ওপাড়ের ডাক।। জীবনে সাধ না মিটতেই আশা সপ্ন তবু চলে যেতে হয়।। সুন্দর পৃথিবী ছেড়ে, চলে যেতে চায় না এ মন তবু চলে যেতে হয় ।।।।
Meri ulfat Madine se youn hi nahi Mere aaqa ka rouza Madine mein hai Mein Madine ki jaanib na kaise khinchu mera deen aur dunya madine mein hai মেরি উলফত মাদিনে সে ইয়ু হি নাহি মেরে আকা কা রওজা মাদিনে মে হ্যায় মে মদিনে কি জানিব না কয়ছে খিঁচু মেরা দ্বীন অর দুনিয়া মদিনে মে হ্যায় arsh e azam se jis ki barri shaan hai roza e mustafa jis ki pehchaan hai jis ka humpalla koi muhalla nahi Eik aisa muhalla Madine mein hai আরশ ই আজম সে জিস কি বারি শান হ্যায় রোজা ই মোস্তফা জিস কি পেহচান হ্যায় জিস কা হাম্পাল্লা কোয়ি মুহাল্লা নাহি ইক এয়সা মুহাল্লা মদিনে মে হ্যায় phir mujhe maut ka koi khatra na ho maut kya zindagi ki bhi parwa na ho kaash sarkar eik baar mujh se kahein ab tera marna jeena Madine mein hai ফির মুঝে মাউত কা কোয়ি খাতরা না হো মৌত কিয়া জিন্দেগি কি ভি পরওয়া না হো কাশ সরকার এক বার মুজ সে কাহেঁ আব তেরা মারনা জীনা মদিনে মেঁ হ্যায় Sarware do jahaa se dua hai meri Han bado chashmey tar ilteja hai meri Un ki fe...
#গজল: মনে বড় আশা ছিল যাব মদিনায় লিখক: আব্দুল আলীম মনে বড় আশা ছিল যাবো মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় ১) আরব সাগর পাড়ি দেবো নাই যে আমার তরী পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি আরব সাগর পাড়ি দেবো নাই যে আমার তরী পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি আমার আশা আছে সম্বলও নাই আশা আছে সম্বলও নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাবো মদিনায় মনে বড় আশা ছিল যাবো মদিনায় (২) কাফেলাতে কে যাও তুমি কে যাও বাইয়া তরী আমায় যাও না ও ভাই সঙ্গে লইয়া খানিক কৃপা করি। কাফেলাতে কে যাও তুমি কে যাও বাইয়া তরী আমায় যাও না ও ভাই সঙ্গে লইয়া খানিক কৃপা করি। আমায় যদি সঙ্গে না নাও আমায় যদি সঙ্গে না নাও নবীর মদিনায় আমার সালাম দিও ভাইরে মদিনার বাদশায়। আম...
আল্লাহ তুমি দয়ার সাগর খন্দকার হারুনুর রশিদ আল্লাহ তুমি দয়ার সাগর রাহমানুর রাহিম তোমার দয়ায় পূর্ণ আমার, সারা নিশি দিন। ১) তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, আসবে যে সুদিন। ২) তুমি পারো করতে মোচন, অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তিদাতা, মালিক এ জগতের। তোমার কাছে চাই যে পানাহ, আমরা প্রতিদিন।
মন আমার বাঁধা মানে না যেতে চাই সোনার মদিনা মন আমার বাঁধা মানে না যেতে চাই সোনার মদিনা সেই মদিনা যাব আমি মন আর তো সহে না √ আবেগ মাখা সুর দিয়ে মন ডাকি প্রতিদিনে রোজ হাশরে নেই শাফায়াত নবী তুমি বিনে আবেগ মাখা সুর দিয়ে ডাকি প্রতিদিনে রোজ হাশরে নেই শাফায়াত তুমি নবী বিনে সেই দিনেতে রেখো মনে ভুলে যেও না। √ তোমার নামেই কবিতা, লিখি যে গান কত তোমার প্রেমের অশ্রু ফোঁটা ঝরে অবিরত তোমার নামেই কবিতা, লিখি যে গান কত তোমার প্রেমের অশ্রু ফুটা ঝরে অবিরত নিত্যদিনে তোমার ওই নাম জপি মদিনা ✓ জীবন বাজি রাখতে পারি, নবী তোমার তরে তোমারি নাম নূর মোহাম্মদ আঁকি হৃদয় জুড়ে জীবন বাজি রাখতে পারি, নবী তোমার তরে তোমারি নাম নূর মোহাম্মদ আঁকি হৃদয় জুড়ে পুষ্প কাননের মত, ঝরে যেও না
তোরা দেখে যা আমিনা মায়ের কোলে তোরা দেখে যা আমেনা মায়ের কোলে । মধু পূর্ণিমারী সেথা চাঁদ দোলে যেন উষার কোলে রাঙ্গা রবি দোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে । তোরা দেখে যা আমেনা মায়ের কোলে । ১) কুল মাখলুকে আজি ধ্বনি ওঠে, কে এল ঐ, কলেমা শাহাদতের বাণী ঠোঁটে, কে এল ঐ, খোদার জ্যোতিঃ পেশানিতে ফোটে, কে এল ঐ, আকাশ গ্রহ তারা প-ড়ে লুটে-কে এল ঐ পড়ে দরুদ ফেরেশ্তা, বেহেশতে সব দুয়ার খোলে পড়ে দরুদ ফেরেশ্তা, বেহেশতে সব দুয়ার খোলে তোরা দেখে যা আমেনা মায়ের কোলে তোরা দেখে যা আমেনা মায়ের কোলে । মানুষে মানুষের অধিকার দিল যে-জন, ২) “এক আল্লাহ ছাড়া প্রভু নাই" - কহিল যে জন, মানুষের লাগি চির-দীন বেশ ধরিল যে-জন, বাদশা-ফকিরে এক শামিল করিল যে জন- এল ধরায় দরা দিতে সেই সে নবী ব্যাথিত মানবের ধ্যানের ছবি, (আজি) মাতিল বিশ্ব-নিখিল মুক্তি-কলরোলে (আজি) মাতিল বিশ্ব-নিখিল মুক্তি-কলরোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে । তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।
Comments
Post a Comment
আপনার মতামত শেয়ার করুন। দয়া করে শালীন ভাষা ব্যবহার করুন। অপ্রাসঙ্গিক বা স্প্যাম কমেন্ট অনুমোদিত হবে না।"
"Share your thoughts! Please use respectful language. Irrelevant or spam comments will not be approved."