OUR ISLAMIC SONGS is about the facts related to Islamic songs or Nasheed's lyrics with audio and video related posts in multiple languages especially Bangla, English, Arabic, Hindi, Urdu.
সুন্দর পৃথিবী ছেড়ে, চলে যেতে চায় না এ মন।। তবু চলে যেতে হয় ।। ১) (ফুল, পাখি, ফসল আর বনেরও ছায়া জোসনার আলোতে আহা কি মায়া) (আমার এ মন ছুঁয়ে যায় জাগে কত বাসনা )।। রাঙ্গাব এ জীবন রঙ্গেরও মেলায়।। রাঙ্গানো শেষ না হতেই চাওয়া পাওয়া তবু চলে যেতে হয় ।। সুন্দর পৃথিবী ছেড়ে, চলে যেতে চায় না এ মন তবু চলে যেতে হয় ।। ২) (সুখেরও দোচালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া)।। সাজানো হল এ জীবন বেঁচে থাকা আশায় তখনই এসে গেল ওপাড়ের ডাক।। জীবনে সাধ না মিটতেই আশা সপ্ন তবু চলে যেতে হয়।। সুন্দর পৃথিবী ছেড়ে, চলে যেতে চায় না এ মন তবু চলে যেতে হয় ।।।।
কোরআন মধুরও বানী, আমি যখনই শুনি আমার মন ভরে যায় কোরআন মধুরও বানী, আমি যখনই শুনি আমার মন ভরে যাই শোনো মুমিন মুসলমান, পড়ে দেখনা কোরআন কত শান্তি পাওয়া যায় কোরআন মধুরও বানী ১) প্রতিটি হরফে দশ দশ নেকি আছে আমলে জমা হয় প্রতিটি হরফে দশ দশ নেকি আছে ্আমলে জমা হয় পাপের খাতা হতে, পাপ যায় তোমার হতে নেকিতে হয় বোঝায় এ এমন বরকতয়, মেলে সবারী দাওয়ায় শোনো মুমিন মুসলমান, পড়ে দেখনা কোরআন,কত শান্তি পাওয়া যায় কোরআন মধুরও বাণী আমি যখনই শুনি, আমার মন ভরে যায় কোরআন মধুরও বানী ২)কোরআন এমন গ্রন্থ, পৃথিবীর যত মন্ত্র সবই যাবে মিলে কোরআন এমন গ্ৰহ, পৃথিবীর যত যন্ত্ৰ সবই যাবে মিলে ইহকাল পরকাল, আকাশ হতে পাতাল সবার চাবি খুলে কোরআন বড় মধুময় কলবে নূর জারী হয় শোনো মুমিন মুসলমান, পড়ে দেখোনা কোরআন, কত শান্তি পাওয়া যায় কোরআন মধুরও বানী আমি যখনই শুনি, আমার মন ভরে যাই কোরআন মধুরও বানী ৩) এস এম নজরুল বলে, কোরআন আমার ইমান কোরআন জীবন বিধান এস এম নজরুল বলে, কোরআন আমার ইমান কোরআন জীবন বিধান এই কোরআনের খেলাপি, যে চলবে সে পাপী, সে হবে নফরমান বেবী নাজনীন বলে যায় কোরআন রাখনা সিনায় কোরআন মধ...
#গজল: মনে বড় আশা ছিল যাব মদিনায় লিখক: আব্দুল আলীম মনে বড় আশা ছিল যাবো মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় ১) আরব সাগর পাড়ি দেবো নাই যে আমার তরী পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি আরব সাগর পাড়ি দেবো নাই যে আমার তরী পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি আমার আশা আছে সম্বলও নাই আশা আছে সম্বলও নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাবো মদিনায় মনে বড় আশা ছিল যাবো মদিনায় (২) কাফেলাতে কে যাও তুমি কে যাও বাইয়া তরী আমায় যাও না ও ভাই সঙ্গে লইয়া খানিক কৃপা করি। কাফেলাতে কে যাও তুমি কে যাও বাইয়া তরী আমায় যাও না ও ভাই সঙ্গে লইয়া খানিক কৃপা করি। আমায় যদি সঙ্গে না নাও আমায় যদি সঙ্গে না নাও নবীর মদিনায় আমার সালাম দিও ভাইরে মদিনার বাদশায়। আম...
তোরা দেখে যা আমিনা মায়ের কোলে তোরা দেখে যা আমেনা মায়ের কোলে । মধু পূর্ণিমারী সেথা চাঁদ দোলে যেন উষার কোলে রাঙ্গা রবি দোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে । তোরা দেখে যা আমেনা মায়ের কোলে । ১) কুল মাখলুকে আজি ধ্বনি ওঠে, কে এল ঐ, কলেমা শাহাদতের বাণী ঠোঁটে, কে এল ঐ, খোদার জ্যোতিঃ পেশানিতে ফোটে, কে এল ঐ, আকাশ গ্রহ তারা প-ড়ে লুটে-কে এল ঐ পড়ে দরুদ ফেরেশ্তা, বেহেশতে সব দুয়ার খোলে পড়ে দরুদ ফেরেশ্তা, বেহেশতে সব দুয়ার খোলে তোরা দেখে যা আমেনা মায়ের কোলে তোরা দেখে যা আমেনা মায়ের কোলে । মানুষে মানুষের অধিকার দিল যে-জন, ২) “এক আল্লাহ ছাড়া প্রভু নাই" - কহিল যে জন, মানুষের লাগি চির-দীন বেশ ধরিল যে-জন, বাদশা-ফকিরে এক শামিল করিল যে জন- এল ধরায় দরা দিতে সেই সে নবী ব্যাথিত মানবের ধ্যানের ছবি, (আজি) মাতিল বিশ্ব-নিখিল মুক্তি-কলরোলে (আজি) মাতিল বিশ্ব-নিখিল মুক্তি-কলরোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে । তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।
আল্লাহ তুমি দয়ার সাগর খন্দকার হারুনুর রশিদ আল্লাহ তুমি দয়ার সাগর রাহমানুর রাহিম তোমার দয়ায় পূর্ণ আমার, সারা নিশি দিন। ১) তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, আসবে যে সুদিন। ২) তুমি পারো করতে মোচন, অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তিদাতা, মালিক এ জগতের। তোমার কাছে চাই যে পানাহ, আমরা প্রতিদিন।
লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না হংকং বেইজিং টকিও সিঙ্গাপুর চাইনা লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না হংকং বেইজিং টকিও সিঙ্গাপুর চাইনা মন আমার যেতে চায় এই দুনিয়ার মন আমার যেতে চায় এই দুনিয়ায় একটি জায়গায় সেই জায়গাটির নাম হল সোনার মদিনা সেই জায়গাটির নাম হল সোনার মদিনা সোনার মদিনা আমার প্রানের মদিনা সোনার মদিনা আমার প্রানের মদিনা ১) নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়ার পাগল যশ খ্যাতির বাড়াবাড়ি চলছে অনর্গল নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়ার পাগল যশ খ্যাতির বাড়াবাড়ি চলছে অনর্গল নারী গাড়ি যশ খ্যাতির নাইরে কামনা নবীর রওজায় যাব আমি মনের বাসনা নারী গাড়ি যশ খাতির নাইরে কামনা নবীর রওজায় যাব আমি মনের বাসনা সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা সোনার মদিনা আমার প্রানের মদিনা সোনার মদিনা আমার প্রানের মদিনা লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না হংকং বেইজিং টকিও সিঙ্গাপুর...
একদিন আমার নাম হবে লাশ Akdin Amar nam hobe lash (4 times) একদিন আমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ সাদা কাফন পড়বে দেহ, রবেনা আর আপন কেহ Sada kafon porbe deho, robena ar apon keho(2 times) সাদা কাফন পড়বে দেহ, রবেনা আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস । Bondho hobere nish shash একদিন আমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ Akdin Amar nam hobe lash (2 times) ১) মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, Moszide alan hobe, ake ake janbe sobe সকলে আসবে আমার বাড়ি। Sokole asbe Amer bari শেষ দেখা দেখবে সজন,দেখে আমায় ভিজবে নয়ন, SheS dhekha dekhbe sojon, dhekhe amay vizbe noyon শেষ হবে মিছে জমিদারি। SheS hobe miche jomidari বড়ই পাতা গরম পানি,আনবে কেউ আতরদানি বড়ই পাতা গরম পানি,আনবে কেউ আতরদানি Boroi pata gorom Pani , anbe Kew atordani (2 times) কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাঁশ। Kew giye katbe jharer bash একদিন আমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লা...
Comments
Post a Comment