মাহে রমজান এলো বছর ঘুরে লিরিক্স mahe romzan alo bosor gure lyrics
- Get link
- X
- Other Apps
মাহে রমজান এলো বছর ঘুরে,
মুমিন মুসলমানের দ্বারে দ্বারে।
মাহে রমজান এলো বছর ঘুরে,
মুমিন মুসলমানের দ্বারে দ্বারে।
১) রহমতেরই বাণী নিয়ে
মাগফিরাতের পয়গাম নিয়ে
রহমতেরী বাণী নিয়ে
মাগফিরাতের পয়গাম নিয়ে
এলো সবার মাঝে আবার ফিরে।
মাহে রমজান এলো বছর ঘুরে
মুমিন মুসলমানের দ্বারে দ্বারে ।
২) পাপী-তাপী আয়রে ছুটে,
খোদার রহম তোরা নেরে লুটে,
পাপী-তাপী আয়রে ছুটে,
খোদার রহম তোরা নেরে লুটে,
পাহাড় সমান গুনার বোঝা,
পাহাড় সমান গুনার বোঝা,
দিবেন রহিম সকল ক্ষমা করে।
মাহে রমজান এলো বছর ঘুরে
মুমিন মুসলমানের দ্বারে দ্বারে।
৩) গুনাহ মাফের এইতো সু্যোগ,
খোদার রহম পাবার এইতো সু্যোগ,
গুনাহ মাফের এইতো সু্যোগ,
খোদার রহম পাবার এইতো সু্যোগ,
এই সুযোগে নাওগো তুমি,
এই সুযোগে নাওগো তুমি,
খোদার রঙ্গে জীবন রঙ্গিন করে।
মাহে রমজান এলো বছর ঘুরে
মুমিন মুসলমানের দ্বারে দ্বারে ।
মাহে রমজান এলো বছর ঘুরে
মুমিন মুসলমানের দ্বারে দ্বারে।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment
আপনার মতামত শেয়ার করুন। দয়া করে শালীন ভাষা ব্যবহার করুন। অপ্রাসঙ্গিক বা স্প্যাম কমেন্ট অনুমোদিত হবে না।"
"Share your thoughts! Please use respectful language. Irrelevant or spam comments will not be approved."