Posts

Showing posts from September, 2023

সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে লিরিক্স

  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  হাদিসে হারাম লিখে অন্যে দেখিলে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  হাদীছে হারাম লিখে অন্যে দেখিলে  শাফায়াত করবেন না নবী দাইয়ুছ হলে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  ১) সৃষ্টির সেরা জাতি হইয়া  তোমরা ঘুড়িও না পর্দা ছাড়া  সৃষ্টির সেরা জাতি হইয়া  তোমরা ঘুড়িও না পর্দা ছাড়া  কি জবাব দিবে তোমরা হিসাবের দিনে কি জবাব দিবে তোমরা হিসাবের দিনে।  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  ২) শোন নারী বিনয় করি  চলিওনা পর্দা ছাড়ি  শোন নারী বিনয় করি  চলিওনা পর্দা ছাড়ি  কী জবাব দিবে তোমরা হাশরের দিনে  কী জবাব দিবে তোমরা হাশরের দিনে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  ৩) অনেক কাটিং এর জামা পড়ে  ঠোঁটে-গালে আলতা মেখে  অনেক কাটিং এর জামা পড়ে  ঠোঁটে-গালে আলতা মেখে সিনেমা...

নবী মোর পরশ মনি লিরিক্স nobi porosh moni lyrics

  নবী মোর পরশ মনি  নবী মোর সোনার খনি,  নবী নাম জপে যে জন  সেই তো দোজাহানের ধনী  নবী মোর নূরে খোদা  তার তরে সকল পয়দা  আদমের কলবেতে  তাঁরই নূরের রওশানি  ওই নামে সুর ধরিয়া  পাখি যায় গান করিয়া  যে নামে আকুল হয়ে  ফুল ফুটে সোনার বরণি  চাঁদ সূরোজ গ্রহ তারা  তারই নূরের ইশারা  নইলে যে অন্ধকারে  ডুবি তো এই ধরণী  ওই নামে মধু মাখা  যে নামে জাদু রাখা  ওই নামে মজনু হলো  মাওলা আমার কাদের গনি  নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে  কাণ্ডারী হইয়া নবী  পার করিবেন সেই তরনী