Posts

Showing posts from January, 2024

ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী লিরিক্স Eid miladunnabi eid miladunnabi lyrics

Image
ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  খুশিতে দোলে আজকে সৃষ্টির সবি  খুশিতে দোলে আজ কে সৃষ্টির সবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ১) রহমতে আলা নুরে মুজাসসাম  সৃষ্টি তোমার নূরে আরশ ও ক্বলম রহমতে আলা নূরে মুজাসসাম  সৃষ্টি তোমার নূরে আরশ ও ক্বলম  ধরার বুকে এলে ওগো রবি  ধরার বুকে এলে ওগো রবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ২) আজকে ধরায় লাখো ফেরেশতায়  মারহাবা ইয়া রাসূল সুরে সুরে গায়  আজকে ধরায় লাখো ফেরেশতায়  মারহাবা ইয়া রাসূল সুরে সুরে গায় গুনগুন গান গায় ভ্রমরা সবি  গুনগুন গান গায় ভ্রমরা সবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ৩)  ধন্য মা আমেনা পেয়ে শাহে মদিনা  যাঁর প্রেমে এ নিখিল হলো যে দেওয়ানা  ধন্য মা আমেনা পেয়ে শাহে মদিনা  যাঁর প্রেমে এ নিখিল হলো যে দেওয়ানা  সব নবীদের মাঝে তব ছবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী   ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী...

তোরা দেখে যা আমিনা মায়ের কোলে লিরিক্স tura dekhe ja amina mayer khule lyrics

 তোরা দেখে যা আমিনা মায়ের কোলে  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।  মধু পূর্ণিমারী সেথা চাঁদ দোলে যেন উষার কোলে রাঙ্গা রবি দোলে।  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।  ১) কুল মাখলুকে আজি ধ্বনি ওঠে, কে এল ঐ, কলেমা শাহাদতের বাণী ঠোঁটে, কে এল ঐ,  খোদার জ্যোতিঃ পেশানিতে ফোটে, কে এল ঐ,  আকাশ গ্রহ তারা প-ড়ে লুটে-কে এল ঐ  পড়ে দরুদ ফেরেশ্তা, বেহেশতে সব দুয়ার খোলে  পড়ে দরুদ ফেরেশ্তা, বেহেশতে সব দুয়ার খোলে  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।  মানুষে মানুষের অধিকার দিল যে-জন,  ২) “এক আল্লাহ ছাড়া প্রভু নাই" - কহিল যে জন,  মানুষের লাগি চির-দীন বেশ ধরিল যে-জন,  বাদশা-ফকিরে এক শামিল করিল যে জন-  এল ধরায় দরা দিতে সেই সে নবী  ব্যাথিত মানবের ধ্যানের ছবি,  (আজি) মাতিল বিশ্ব-নিখিল মুক্তি-কলরোলে (আজি) মাতিল বিশ্ব-নিখিল মুক্তি-কলরোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।