Posts

Showing posts from January, 2024

সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে লিরিক্স

  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  হাদিসে হারাম লিখে অন্যে দেখিলে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  হাদীছে হারাম লিখে অন্যে দেখিলে  শাফায়াত করবেন না নবী দাইয়ুছ হলে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  ১) সৃষ্টির সেরা জাতি হইয়া  তোমরা ঘুড়িও না পর্দা ছাড়া  সৃষ্টির সেরা জাতি হইয়া  তোমরা ঘুড়িও না পর্দা ছাড়া  কি জবাব দিবে তোমরা হিসাবের দিনে কি জবাব দিবে তোমরা হিসাবের দিনে।  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  ২) শোন নারী বিনয় করি  চলিওনা পর্দা ছাড়ি  শোন নারী বিনয় করি  চলিওনা পর্দা ছাড়ি  কী জবাব দিবে তোমরা হাশরের দিনে  কী জবাব দিবে তোমরা হাশরের দিনে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  ৩) অনেক কাটিং এর জামা পড়ে  ঠোঁটে-গালে আলতা মেখে  অনেক কাটিং এর জামা পড়ে  ঠোঁটে-গালে আলতা মেখে সিনেমা...

তোরা দেখে যা আমিনা মায়ের কোলে লিরিক্স tura dekhe ja amina mayer khule lyrics

 তোরা দেখে যা আমিনা মায়ের কোলে  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।  মধু পূর্ণিমারী সেথা চাঁদ দোলে যেন উষার কোলে রাঙ্গা রবি দোলে।  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।  ১) কুল মাখলুকে আজি ধ্বনি ওঠে, কে এল ঐ, কলেমা শাহাদতের বাণী ঠোঁটে, কে এল ঐ,  খোদার জ্যোতিঃ পেশানিতে ফোটে, কে এল ঐ,  আকাশ গ্রহ তারা প-ড়ে লুটে-কে এল ঐ  পড়ে দরুদ ফেরেশ্তা, বেহেশতে সব দুয়ার খোলে  পড়ে দরুদ ফেরেশ্তা, বেহেশতে সব দুয়ার খোলে  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।  মানুষে মানুষের অধিকার দিল যে-জন,  ২) “এক আল্লাহ ছাড়া প্রভু নাই" - কহিল যে জন,  মানুষের লাগি চির-দীন বেশ ধরিল যে-জন,  বাদশা-ফকিরে এক শামিল করিল যে জন-  এল ধরায় দরা দিতে সেই সে নবী  ব্যাথিত মানবের ধ্যানের ছবি,  (আজি) মাতিল বিশ্ব-নিখিল মুক্তি-কলরোলে (আজি) মাতিল বিশ্ব-নিখিল মুক্তি-কলরোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।