সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে লিরিক্স
সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে
সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে
হাদিসে হারাম লিখে অন্যে দেখিলে
সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে
সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে
হাদীছে হারাম লিখে অন্যে দেখিলে
শাফায়াত করবেন না নবী দাইয়ুছ হলে
সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে
সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে
১) সৃষ্টির সেরা জাতি হইয়া
তোমরা ঘুড়িও না পর্দা ছাড়া
সৃষ্টির সেরা জাতি হইয়া
তোমরা ঘুড়িও না পর্দা ছাড়া
কি জবাব দিবে তোমরা হিসাবের দিনে
কি জবাব দিবে তোমরা হিসাবের দিনে।
সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে
সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে
২) শোন নারী বিনয় করি
চলিওনা পর্দা ছাড়ি
শোন নারী বিনয় করি
চলিওনা পর্দা ছাড়ি
কী জবাব দিবে তোমরা হাশরের দিনে
কী জবাব দিবে তোমরা হাশরের দিনে
সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে
সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে
৩) অনেক কাটিং এর জামা পড়ে
ঠোঁটে-গালে আলতা মেখে
অনেক কাটিং এর জামা পড়ে
ঠোঁটে-গালে আলতা মেখে
সিনেমাতে যায় গো চলে দাউয়ুছের দলে
সিনেমাতে যায় গো চলে দাউয়ুছের দলে
সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে
সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে
৪) ঐ আজকালের মহিলা গণে
স্বামীদেরকে ঘরে রেখে
ঐ আজকালের মহিলা গণে
স্বামীদেরকে ঘরে রেখে
ভাল লাগেনা তাদের পার্কে না গেলে
ভাল লাগেনা তাদের পার্কে না গেলে
সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে
সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে
৫) আজকাল কার নারীগনে
স্বামীর সাথে রেখে ওঠে
অসৎকাজে নিষেধ দিলে কথা না রাখে ।
সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে
সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে
হাদীছে হারাম লিখে অন্যে দেখিলে ।
সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে
সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে
Comments
Post a Comment
আপনার মতামত শেয়ার করুন। দয়া করে শালীন ভাষা ব্যবহার করুন। অপ্রাসঙ্গিক বা স্প্যাম কমেন্ট অনুমোদিত হবে না।"
"Share your thoughts! Please use respectful language. Irrelevant or spam comments will not be approved."