Posts

Showing posts with the label কারবালার গজল

ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী লিরিক্স Eid miladunnabi eid miladunnabi lyrics

Image
ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  খুশিতে দোলে আজকে সৃষ্টির সবি  খুশিতে দোলে আজ কে সৃষ্টির সবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ১) রহমতে আলা নুরে মুজাসসাম  সৃষ্টি তোমার নূরে আরশ ও ক্বলম রহমতে আলা নূরে মুজাসসাম  সৃষ্টি তোমার নূরে আরশ ও ক্বলম  ধরার বুকে এলে ওগো রবি  ধরার বুকে এলে ওগো রবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ২) আজকে ধরায় লাখো ফেরেশতায়  মারহাবা ইয়া রাসূল সুরে সুরে গায়  আজকে ধরায় লাখো ফেরেশতায়  মারহাবা ইয়া রাসূল সুরে সুরে গায় গুনগুন গান গায় ভ্রমরা সবি  গুনগুন গান গায় ভ্রমরা সবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ৩)  ধন্য মা আমেনা পেয়ে শাহে মদিনা  যাঁর প্রেমে এ নিখিল হলো যে দেওয়ানা  ধন্য মা আমেনা পেয়ে শাহে মদিনা  যাঁর প্রেমে এ নিখিল হলো যে দেওয়ানা  সব নবীদের মাঝে তব ছবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী   ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী...

মুঝে কুফা ওয়ালো mujhe kufa walo

Image
    মুঝে কুফাওয়ালো মুসাফির না সামঝো  মুঝে কুফা ওয়ালো মুসাফির না সামঝো      মে আয়া নেহি হো বুলায়া গায়া হো   মুঝে কুফাওয়ালো মুসাফির না সামঝো  মে আয়া নেহি হো বুলায়া গায়া হো   কি মেহমাঁ বানাকার সাতায়া গায়া হো  কি মেহমাঁ বানাকার সাতায়া গায়া হো  মে রোঁয়া নেহি হো রোলায়া গায়া হো খোদা জানে কেয়ছি হে ইয়ে মেজবানি  বাহাত্তর পিয়াসু কাহে বান্দে পানি  খোদা জানে কেয়ছি হে ইয়ে মেজবানি  বাহাত্তর  পিয়াসু কাহে বান্দে পানি মুক্বাদ্দার মে হে হাউজে কাউসার কা ফীনা  মুক্বাদ্দার মে হে হাউজে কাউসার কা ফীনা  মে পিয়াসা নেহি হো পিলায়া গায়া হো  মুঝে কুফাওয়ালো মুসাফির না সামঝো  মুঝে কুফা ওয়ালো মুসাফির না সামঝো  মে আয়া নেহি হো বুলায়া গায়া হো  ঝুখা থা জু সার বারগাহে খোদা মে  ও হি হে সার ক্বালাম হো গায়া কারবালা মে  ঝুখা থা জু সার বারগাহে খোদা মে  ও হি হে সার ক্বালাম হো গায়া কারবালা মে  শাহাদাত কি মানজিল কো পায়া হে মে নে  শাহাদাত কি মানজিল কো পায়া হে মে...

মোহাররমের দশ তারিখে কি ঘটাইলেন রাব্বানা

মহরমের দশ তারিখে  কি ঘটাইলেন রাব্বানা  কলিজা মোর ফাটিয়া জায়গো কহিতে তাঁর ঘটনা। ১) হাসান শহীদ জহরেতে হোসাইন শহীদ কারবালায় জয়নাল আবেদীন বন্দী হইলেন ইয়াজীদের জেলখানায়।  ২) মইরনা মইরনা জয়নাল তুমি জয়নাল মইরনা  তুমি জয়নাল মইরা গেলে নবীর বংশ থাকবেনা। ঐ ৩) একে একে সবাই গেল কেউত ফিরে এলোনা  আহারে প্রানের জয়নাল তোমায় যেতে দিবনা। ঐ ৪) দুল দুলে আসিয়া বলে আমার কোন দোষ নাই  তোমার হোসাইন জায়গো মারা কারবালাতে পানি নাই। ঐ  ৫) মা ফাতিমার কান্দন শুনে আরশ থেকে আল্লাহ কয়  ও জিবরাঈল যাওনা চলে বাতাশ কর মা ফাতেমার গায়।  ৬) মা ফাতিমায় কান্দিয়া বলে কেন বাতাশ করছ গায়  পুত্রের শোকে জ্বলছে আগুন বাতাশে কি প্রাণ জুড়ায়।

রক্ত লালে লাল হইল কারবালার ময়দান rokto lale Lal hoilo Karbalar moidan

 রক্তে লালে লাল হইল কারবালার ময়দান।। শহীদ হলেন ইমাম হোসাইন নবীর জানের জান।। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান।।  দুধের শিশু আলী আসগরে, পানি চাইল মায়ের ধারে।। পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রান।। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান ।। শহীদ হল ইমাম হোসাইন নবীর জানের জান।। এজিদ সেনা সিমার এসে হোসাইনের বুকে বসে।। ছুড়ি দিয়ে কাটবে গলা বাঁচবে না আর জান।। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান।। শহীদ হলেন ইমাম হোসাইন নবীর জানের জান।। শত তীরের আঘাত খাইয়া কান্দে হোসাইন মা বলিয়া।। নানা তুমি আছ কোথায় বাঁচে না আর প্রান।। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান।। শহীদ হলেন ইমাম হোসাইন নবীর জানের জান।। মা ফাতেমার নয়ন মনি কারবালাতে শহীদ যিনি।। শির কাটিয়া নেয় গো আমার ওহে নানা জান।। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান।। শহীদ হলেন ইমাম হোসাইন নবীর জানের জান।। হোসাইনের পাগল যারা এই মাহফিলে আসে তারা।। মাফ করিয়া দাওগো খোদা ওগো মেহেরবান ।। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান ।। শহীদ হলেন ইমাম হোসাইন নবীর জানেন জান।

কারবালার করুন কাহিনী কেমনে ভুলা যায় Karbala korun kahini kemne bhula jai

কারবালার করুন কাহিনী কেমনে ভুলা যায় মাওলানা মোঃ শামসুল ইসলাম ভান্ডারী রহমাতুল্লাহি আলাইহি ( বল) কারবালার করুণ কাহিনী কেমনে  ভুলা যায়  নবীর আওলাদ শহীদ করল।। নিষ্ঠুর এজিদরায়  কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়।। দুধের শিশু শহীদ করলো নিষ্ঠুর এজিদায় ।। কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়।। দয়াল নবী যে গলেতে চুমা দিত দিনে রাতে  সেই গলেতে বিষের চুরি শিমুরে চালায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়।। মা ফাতেমার কান্দার সুরে বিশ্ব ভূবন হায় হায় করে  কাঁদেন নবী  অকাতরে বসে রওজায়।। কারবালার করুন কাহিনী কেমনে ভুলা যায়।।  মুসলিম এর দুই ছেলে কাটাইলো সে দরজালে(দাজ্জালে) শোকেতে বানু বসে আসগরকে হারায়।। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়।। জগত ভরল কান্নার রোলে, সিজদাতে নবী বলে  পাপির মুক্তি দিও আল্লাহ রক্তের বদলায়।।  কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়।।  কারবালার শোকে কাঁদাইতে পারেনা যারে  সেই নবীজীর উম্মত বলে বড় নির্লজ্জায়।

হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় he hosain nobizir awlad

  হে হুসাইন নবীজির আওলাদ  সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায়  জানিনা কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়  যে সময় দিল সিমার, তোমার গলায় তলোয়ার চালায়  তুমি তো ওই নবীর আওলাদ যিনি দোজাহানের সরদার  বানাইল আল্লাহ  গোটা মাখলুক যারি উসিলায়  যে গলায় চুমু খেতেন  আল্লাহর হাবিব নবী মোস্তফায়   কিভাবে সেই গলাতে এজিদের দল তলোয়ার চালায়।  যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়  কিভাবে সেই মাথাকে নিল তারা তীরের আগায়।  ছয় মাসের দুধের শিশু আলী আজগর কাতর বিছানায়  কিভাবে সেই শিশুকে তীর মারিলো পানির বদলায়।

মা ফাতেমার নয়ন মণি ma fatemar noyon moni

  মা ফাতেমার নয়ন মণি হযরত আলীর জান  ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ।।  দয়াল নবীর জবানে, কারবালার বয়ানে।।  আওলাদে রাসুল শহীদ হবেন হাদিসে প্রমাণ।  ১) ঈদের দিনে নতুন পোশাক পরতো সকলে  হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে।।  দয়াল নবী করেন দোয়া, ওগো রাব্বানা  জান্নাত হতে কুদরতেরই পোশাক পাঠাওনা।।  লাল সবুজের সেই পোশাকে।। কারবালার শান।  ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। ২) লাল রঙের পোশাক হতে মাটি নিলেন হাতে  এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে।।  সীমার যখন করবে জবাই নিজেরও হাতে  মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে।।  হোসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ।  ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। ৩) নবীর আওলাদ নূহের কিস্তি নবীজির বয়ান  আবু জর গিফারীর হাদিসে প্রমাণ।।  জীবনে দিবে ঈমান পাবে সুন্নীদের পথে জান্নাতে তোর জায়গা হবে হুসাইনের সাথে।।  সুন্নি জনতা গ্রহণ করো অধমের আহ্বান। ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান।