Posts

Showing posts with the label নাত

সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে লিরিক্স

  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  হাদিসে হারাম লিখে অন্যে দেখিলে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  হাদীছে হারাম লিখে অন্যে দেখিলে  শাফায়াত করবেন না নবী দাইয়ুছ হলে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  ১) সৃষ্টির সেরা জাতি হইয়া  তোমরা ঘুড়িও না পর্দা ছাড়া  সৃষ্টির সেরা জাতি হইয়া  তোমরা ঘুড়িও না পর্দা ছাড়া  কি জবাব দিবে তোমরা হিসাবের দিনে কি জবাব দিবে তোমরা হিসাবের দিনে।  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  ২) শোন নারী বিনয় করি  চলিওনা পর্দা ছাড়ি  শোন নারী বিনয় করি  চলিওনা পর্দা ছাড়ি  কী জবাব দিবে তোমরা হাশরের দিনে  কী জবাব দিবে তোমরা হাশরের দিনে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  ৩) অনেক কাটিং এর জামা পড়ে  ঠোঁটে-গালে আলতা মেখে  অনেক কাটিং এর জামা পড়ে  ঠোঁটে-গালে আলতা মেখে সিনেমা...

আমি লিখবো চিঠি দেব তোমায় লিরিক্স ami likhbo chiti debo tumay lyrics

  আমি লিখবো চিঠি, দেব তোমায়   পাখি, পৌঁছে দিও রওজায়। আমি লিখবো চিঠি, দেব তোমায়  পাখি, পৌঁছে দিও রওজায়। আমি থাকবো বসে এই আশায়,  চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকবো বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখবো চিঠি, দেব তোমায়  পাখি, পৌঁছে দিও রওজায় আমি লিখবো চিঠি, দেব তোমায়  পাখি, পৌঁছে দিও রওজায় ১) কবে আসবে মদিনার পয়গাম? গায়ে বাঁধবো হাজীদের এহরাম। কবে আসবে মদিনার পয়গাম? গায়ে বাঁধবো হাজীদের এহরাম।  আমি ঘুরবো মদিনার চারিপাশ,  দু'চোখে দেখবো সাবজে গুম্বাজ। আমি ঘুরবো মদিনার চারিপাশ,  দু'চোখে দেখবো সাবজে গুম্বাজ। আমি লিখবো চিঠি, দেব তোমায়  পাখি, পৌঁছে দিও রওজায়। আমি লিখবো চিঠি, দেব তোমায়  পাখি, পৌঁছে দিও রওজায়। ২) তৃষ্ণায় কাতর আমার এই মন,  তৃষ্ণা মেটাবে কূপে জমজম।  তৃষ্ণায় কাতর আমার এই মন,  তৃষ্ণা মেটাবে কূপে জমজম সে পানি মাখবো আমি সারা গায়,  পাখি, পৌঁছে দিও রওজায়।  সে পানি মাখবো আমি সারা গায়,  পাখি, পৌঁছে দিও রওজায়।  আমি লিখবো চিঠি, দেব তোমায়  পাখি, পৌঁছে দিও রওজায় আম...

ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী লিরিক্স Eid miladunnabi eid miladunnabi lyrics

Image
ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  খুশিতে দোলে আজকে সৃষ্টির সবি  খুশিতে দোলে আজ কে সৃষ্টির সবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ১) রহমতে আলা নুরে মুজাসসাম  সৃষ্টি তোমার নূরে আরশ ও ক্বলম রহমতে আলা নূরে মুজাসসাম  সৃষ্টি তোমার নূরে আরশ ও ক্বলম  ধরার বুকে এলে ওগো রবি  ধরার বুকে এলে ওগো রবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ২) আজকে ধরায় লাখো ফেরেশতায়  মারহাবা ইয়া রাসূল সুরে সুরে গায়  আজকে ধরায় লাখো ফেরেশতায়  মারহাবা ইয়া রাসূল সুরে সুরে গায় গুনগুন গান গায় ভ্রমরা সবি  গুনগুন গান গায় ভ্রমরা সবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ৩)  ধন্য মা আমেনা পেয়ে শাহে মদিনা  যাঁর প্রেমে এ নিখিল হলো যে দেওয়ানা  ধন্য মা আমেনা পেয়ে শাহে মদিনা  যাঁর প্রেমে এ নিখিল হলো যে দেওয়ানা  সব নবীদের মাঝে তব ছবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী   ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী...

তোরা দেখে যা আমিনা মায়ের কোলে লিরিক্স tura dekhe ja amina mayer khule lyrics

 তোরা দেখে যা আমিনা মায়ের কোলে  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।  মধু পূর্ণিমারী সেথা চাঁদ দোলে যেন উষার কোলে রাঙ্গা রবি দোলে।  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।  ১) কুল মাখলুকে আজি ধ্বনি ওঠে, কে এল ঐ, কলেমা শাহাদতের বাণী ঠোঁটে, কে এল ঐ,  খোদার জ্যোতিঃ পেশানিতে ফোটে, কে এল ঐ,  আকাশ গ্রহ তারা প-ড়ে লুটে-কে এল ঐ  পড়ে দরুদ ফেরেশ্তা, বেহেশতে সব দুয়ার খোলে  পড়ে দরুদ ফেরেশ্তা, বেহেশতে সব দুয়ার খোলে  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।  মানুষে মানুষের অধিকার দিল যে-জন,  ২) “এক আল্লাহ ছাড়া প্রভু নাই" - কহিল যে জন,  মানুষের লাগি চির-দীন বেশ ধরিল যে-জন,  বাদশা-ফকিরে এক শামিল করিল যে জন-  এল ধরায় দরা দিতে সেই সে নবী  ব্যাথিত মানবের ধ্যানের ছবি,  (আজি) মাতিল বিশ্ব-নিখিল মুক্তি-কলরোলে (আজি) মাতিল বিশ্ব-নিখিল মুক্তি-কলরোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে । 

লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না লিরিক্স

  লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না  হংকং বেইজিং টকিও  সিঙ্গাপুর চাইনা  লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না  হংকং বেইজিং টকিও সিঙ্গাপুর চাইনা  মন আমার যেতে চায় এই দুনিয়ার   মন আমার যেতে চায় এই দুনিয়ায় একটি জায়গায়  সেই জায়গাটির নাম হল সোনার মদিনা  সেই জায়গাটির নাম হল সোনার মদিনা  সোনার মদিনা আমার প্রানের মদিনা  সোনার মদিনা আমার প্রানের মদিনা   ১) নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়ার পাগল  যশ খ্যাতির বাড়াবাড়ি চলছে অনর্গল  নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়ার পাগল   যশ খ্যাতির বাড়াবাড়ি চলছে অনর্গল  নারী  গাড়ি যশ খ্যাতির নাইরে কামনা  নবীর রওজায় যাব আমি মনের বাসনা  নারী গাড়ি যশ খাতির নাইরে কামনা  নবীর রওজায় যাব আমি মনের বাসনা  সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা  সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা  সোনার মদিনা আমার প্রানের মদিনা  সোনার মদিনা আমার প্রানের মদিনা  লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না  হংকং বেইজিং টকিও সিঙ্গাপুর...

নিখিলের চির সুন্দর সৃষ্টি লিরিক্স Nikhiler chiro Sundar srishti lyrics

 নিখিলের চির সুন্দর সৃষ্টি -------- গোলাম মোস্তফা  নিখিলের চির সুন্দর সৃষ্টি  আমার মোহাম্মদ রাসুল  কুল মাখলুকাতের গুলবাগে  যেন একটি ফোটা ফুল।  * নূরের রবি যে আমার নবী  পূণ্য করুণা ও প্রেমের ছবি  মহিমা গায় তারি নিখিল কবি  কেউ নয় তার সমতুল।  * পিয়ারা নবী যেই এলো দুনিয়ায়  হাসিল নিখিল আলোক আভায়  পুলক লাগিল তরু ও লতায়  খুশিতে সবাই মশগুল  * আঁধার রাতের সে যে চাঁদের কিরণ  মরু সাহারার বুকে সুধা বরিষন   নিরব ধরার গুলবাগিচাতে  যেন  গান গেতে এলো বুলবুল ।।

ও মদিনার বুলবুলি লিরিক্স o modinar bulbuli lyrics

 ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি  ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি  যতন করে হৃদয়ে মাঝে,  যতন করে হৃদয়ে মাঝে একা একা নিরিবিলি  ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি  ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ১) সে ফুলেরই পাঁপড়িগুলো, ঝরে পড়ে না  মুগ্ধ করা শোভাস তাহার, কভু শেষ হয় না  সেই ফুলের ওই পাপড়িগুলো ঝরে পড়ে না  মুগ্ধ করা সুবাস তাহার, কভু শেষ হয় না সেই সুবাসে ব্যাকুল হয়ে সেই সুবাসে ব্যাকুল হয়ে গাই তোমারি গিতালী  ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি যতন করে হৃদয়ে মাঝে যতন করে হৃদয়ে মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ২) মনের কাবায় তোমার ছবি নিত্যদিনই আঁকি  তোমার নামে ছন্দ মালা আর কবিতা লিখি  মনের কাবায় তোমার ছবি নিত্যদিনই আঁকি তোমার নামে ছন্দ মালা আর কবিতা লিখি  কবি-অকবির সাথে গড়ে স্বাধের মিতালী  ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি  ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি  যতন করে ...

Bi Hamdi rabbii abdaul muniea

Image
  Bi Hamdi rabbii abdaul munira  Summas swalaatu wassalaamus siirah. বিহামদি রাব্বী আবদাউল মুনীরাহ  সুম্মাস ছ্বলাতু ওয়াসাল্লামুস্ সিরাহ।  'alaa nabiyismuhu Muhammadu,  abūhu ábū ábdullahi minhu mufradu.                       'আলা নাবিয়্যিস্‌মুহু মুহাম্মদু,                      আবূহু 'আব্দুল্লাহি মিন্‌হু মুফরাদু Wa jadduhu shaybatu ábdul mutthwalib  Min nasli ádnāna wa asluhul árab  ওয়া জাদ্দুহু শায়বাতু 'আব্দুল মুত্ত্বালিব  মিন্ নাসলি 'আদনানা ওয়া আসলুহুল 'আরাব Wa ummuhu bintun liwahbin āminah Azdāduhu baina quraishin kāenah ওয়া উম্মুহু বিন্‌তুন্ লিওয়াহ্‌বিন্ আমিনাহ  আজদাদুহু বাইনা ক্বুরাইশিন কা-ই-নাহ।               Maoliduhu filbaladil amīni               Áma qudūmil fīli littabýini             মাওলিদুহু ফিল্ বালাদিল্ আম...

দুঃখের দিনের দরদী মোর

 দুঃখের দিনের দরদী মোর  নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা  তুমি আসবে জানি এই আঁধার রাতে  জ্বলবে চেরাগ লা লা  দুঃখের দিনের দরদী মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা  ১) জাগবে যবে বক্ষে আমার  অপার তৃষ্ণা সাত সাহারার,  জাগবে যবে বক্ষে আমার অপার তৃষ্ণা সাত সাহারার,  জানি ধরবে তুলে কণ্ঠে আমার  জানি ধরবে তুলে কণ্ঠে আমার  কাওছারের পিয়ালা ।  নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। ২) মাঝ ধরিয়ায় উঠলো তুফান  তায় না আমি ডরি,  জানি আমার করে নিবে তোমার  শাফায়াতের তরী  মাঝ ধরিয়ায় উঠলো তুফান  তায় না আমি ডরি  জানি আমার করে নিবে তোমার  শাফায়াতের তরী  তোমায় বেঘুম নয়ন জানি কর  তোমায় বেঘুম নয়ন জানি কর  আমার নেগাহ বাণী। রাঙবে ধুসর দিনগুলি মোর  তোমার আঁখির জ্বলে ।

সালাত ও সালাম গো আমার লিরিক্স salat o salam go Amar lyrics

 ✔সালাত ও সালাম গো আমার দরুদ ও সালাম গো আমার কইরো নবীর রওজায় তোমরা যদি যাওগো মদিনায়  ১) মদিনা শরীফের মাটি, চোখে মুখে বুকে মাখিও এমন পবিত্র মাটি আমার নবীর রওজায়  ২) মদিনা শরীফের মাঝে রিয়াজুল জান্নাত আছে ও  সেই স্থানে পড়লে নামাজ পাপীরে গুনাহ থাকে না  ৩) মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটি মিম্বর আছেও সেই মিম্বরে খুতবা দিতে আমার নবী মোস্তফায়  ৪)  উড়ে যাওরে ময়না পাখি কইও আমার সালাম খানিও  উদাসীরে কইরা পাগল ঘুমাইয়া আছেন মদিনায় ৫)মদিনে শরীফকি মেটি রুখফে মালো ধীরে ধীরে এ্যায়ছি মিট্‌টি কাহি নেহি হে আউর কাহিনা পায়ি 

ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় লিরিক্স icche have amader here modinay lyrics

 💝 ইচ্ছে জাগে আমাদের যেতে যদিনায়   💞 ইচ্ছে জাগে চুমো খেতে সোনালী রওজায়  🏵️ ইচ্ছে জাগে চুমো খেতে নূরানী পর্দায় 🌹 ১) সারা বছর আশেকগণ, জিয়ারত করে জিলহজ্বে হাজীরা হজ্ব পালন করে। সারা বছর আশেকগণ, জিয়ারত করে জিলহজ্বে হাজীরা হজ্ব পালন করে তাদেরই সঙ্গী হতে আমার মন চায় ইচ্ছে জাগে চুমো খেতে সোনালী রওজায় ইচ্ছে জাগে চুমো খেতে নূরানী পর্দায় ২) নবীর দীদার যাদের নসীব হয়েছে, নিশ্চিত জান্নাতী তারা হয়েছে।  নবীর দীদার যাদের নসীব হয়েছে, নিশ্চিত জান্নাতী তারা হয়েছে। পরকালে তাদের নেই কোন ভয়।  ইচ্ছে জাগে চুমো খেতে সোনালী রওজায়   ইচ্ছে জাগে চুমো খেতে নূরানী পর্দায় ৩) আমি তো অধম যেতে পারি নাই, কাবারই কাবা সোনার মদিনায়  আমি তো অধম যেতে পারি নাই, কাবারই কাবা সোনার মদিনায় তাইতো কাঁদি আমি যেতে যদিনায়। ইচ্ছে জাগে চুমো খেতে সোনালী রওজায় ইচ্ছে জাগে চুমো খেতে নূরানী পর্দায় ৪) রওজার পাশে আমি নামাজ পড়িব নবিজীকে আমি সালাম জানাব রওজার পাশে আমি নামাজ পড়িব নবিজীকে আমি সালাম জানাব সে আশায় কেঁদে আমি বুকটি ভাসাই।  ইচ্ছে জাগে চুমো খেতে সোনালী রওজায়  ইচ...

কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ লিরিক্স kar lagia kandore Mon lyrics

 কার লাগিয়া কান্দ  মুহাম্মদ সেলিম রিয়াদ কার লাগিয়া কান্দ রে মন কার লাগিয়া বান্দ  কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ  কেউতো তোমার আপন হবে না না না  যে জন হবে আপনা সেইতো মদিনা  মদিনা মদীনা মদীনা মদীনা  মদিনা মদীনা মদীনা মদীনা  যে জন হবে আপনা সেই তো মদিনা  ১) এই দুনিয়ার আপন জনা  আজকে আছে কালকে নাই  দয়ার নবী প্রানের নবী আপন সদায়  এই দুনিয়ার আপন জনা  আজকে আছে কালকে নাই দয়ার নবী প্রানের নবী আপন সদায় এমন আপনা তিনি যার নাই উপমা । যে জন হবে আপনা সেই তো মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা   ২) কবর হাশর পুল সিরাতে  কোন আপন পাবে না  যে জন পাবে সে জন হবে শাহে মদীনা  কবর হাশর পুল সিরাতে  কোন আপন পাবে না  যে জন পাবে সে জন হবে শাহে মদীনা  উম্মতের কষ্ট নবী সইতে পারেনা।  যে জন হবে আপনা সেই তো মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা  ৩) নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই সারা জীবন কেঁদে ছিলেন উম্মতের মায়ায়  নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই সারা জীবন কেঁদে ছিলেন উম্মতের মায়...

দোজাহানে কি যে হবে আমার পরিচয় #লিরিক্স #গজল do jahane ki je hobe Amar porichoy #lyrics

 আমার পরিচয় আল্লামা সলিম উদ্দীন হায়দার  দোজাহানে কি যে হবে  দোজাহানে কি যে হবে আমার পরিচয়  প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়  প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়।  ১) নবীর গোলাম পরিচয় দেন যখন ছফিনা  বনের সিংহ পথ দেখালে নেই কোন ভাবনা  নবীর গোলাম পরিচয় দেন যখন ছফিনা  বনের সিংহ পথ দেখালে নেই কোন ভাবনা ।  ইহপর জগত যাহার জন্য বিজয় হয়।  প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়  প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। ২) শাহেন শাহার চেয়ে শ্রেষ্ঠ নবীর গোলামি  ফেরেস্তাদের চেয়ে উত্তম,হয় সে আদমি  শাহেন শাহার চেয়ে শ্রেষ্ঠ নবীর গোলামি  ফেরেস্তাদের চেয়ে উত্তম,হয় সে আদমি  যাঁর সম্মানে সব ফেরেস্তা সিজদায় রত হয়।  প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়  প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। ৩) ভাগ্য যদি প্রচ্ছন্ন হয়, নবীর গোলামি  নূর নবীজির গোলাম হওয়া রাজার চেয়ে দামি  ভাগ্য যদি প্রচ্ছন্ন হয়, নবীর গোলামি  নূর নবীজির গোলাম হওয়া রাজার চেয়ে দামি  সলিম বলে এই দুনিয়ার সম্প...

মনের ঘরেতে রেখেছি moner ghorete rekkeci jare lyrics

Image
 মনের ঘরেতে রেখেছি যারে লিরিক্স (আমার) মনের ঘরেতে রেখেছি যারে  মনের ঘরেতে রেখেছি যারে  দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে  দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে  আমার প্রাণের নবীরে আমার মায়ার নবীরে  দুজাহানের বাদশা নবী কামলিওয়ারে  ১) মোরা যদি ডানা ওয়ালা পাখি হইতাম  ঐ মদিনায় দেখার লাগি উড়ে যাইতাম  মোরা যদি ডানা ওয়ালা পাখি হইতাম  ঐ মদিনা দেখার লাগি উড়ে যাইতাম  হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে  দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে  দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে ২) আদি পিতা আদম যখন মসিবতে পড়ে  মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে  সাকারাতের বিছানাতে দেখা দিও রে  দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে  দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে  আমার মনের ঘরেতে রেখেছি যারে  মনের ঘরেতে রেখেছি যারে  দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে  আমার দয়াল নবীরে আমার মায়ার নবীরে আমার দয়াল নবীরে আমার মায়ার নবীরে দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে  দোজাহানের বাদশা নবী...

Julus koro julus koro lyrics জুলুস করো জুলুস করো নবী এসেছে লিরিক্স

Image
 Rabiul AWAL naat julus koro  মারহাবা ইয়া মোস্তফা মারহাবা ইয়া মোস্তফা  মারহাবা ইয়া মোস্তফা মারহাবা ইয়া মোস্তফা  আহলান সাহালান মারহাবা আহলান  সাহলান ওওও আহলান সাহলান মারহাবা আহলান সাহলান ওওও জুলুস করো জুলুস করো নবী এসেছে  আল্লাহর হাবিব নবী ধরায় এসেছে  জুলুস করো জুলুস করো নবী এসেছে  আল্লাহর হাবিব নবী ধরায় এসেছে তিনি নূরেরি অতুল আশেকের বুলবুল তিনি নূরেরি অতুল আশেকের বুলবুল মূর্দা কলব জিন্দা হলো তাহাতে মিশে  জুলুস করো জুলুস করো নবী এসেছে  আল্লাহর হাবিব নবী ধরায় এসেছে  জুলুস করো জুলুস করো নবী এসেছে  আল্লাহর হাবিব নবী ধরায় এসেছে ১) চাঁদ সূর্য গ্রহ তারা যাঁহার তাবেদার  নূর নবীজির গোলাম হলাম আমরা গুনাহগার  চাঁদ সূর্য গ্রহ তারা যাঁহার তাবেদার  নূর নবীজির গোলাম হলাম আমরা গুনাহগার  কবর হাশর পুলসিরাতে ভয় বল কিসের  বুক পাঁজরে দয়াল নবীর প্রেম আছে মিশে  জুলুস করো জুলুস করো নবী এসেছে  আল্লাহর হাবিব নবী ধরায় এসেছে  জুলুস করো জুলুস করো নবী এসেছে  আল্লাহর হাবিব নবী ধরায় এসেছে  ২) আল্লা...

মনে বড় আশা ছিল যাব মদিনায় mone boro asha cilo jabo modinay

#গজল: মনে বড় আশা ছিল যাব মদিনায়  লিখক: আব্দুল আলীম  মনে বড় আশা ছিল যাবো মদিনায়  মনে বড় আশা ছিল যাব মদিনায়  সালাম আমি করব গিয়ে  সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়  মনে বড় আশা ছিল যাব মদিনায় ১) আরব সাগর পাড়ি দেবো নাই যে আমার তরী  পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি  আরব সাগর পাড়ি দেবো নাই যে আমার তরী   পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি  আমার আশা আছে সম্বলও নাই   আশা আছে সম্বলও নাই করি কি উপায়  মনে বড় আশা ছিল যাব মদিনায়   মনে বড় আশা ছিল যাব মদিনায়  সালাম আমি করব গিয়ে,  সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়  মনে বড় আশা ছিল যাবো মদিনায়  মনে বড় আশা ছিল যাবো মদিনায়  (২) কাফেলাতে কে যাও তুমি কে যাও বাইয়া তরী  আমায় যাও না ও ভাই সঙ্গে লইয়া খানিক কৃপা করি।  কাফেলাতে কে যাও তুমি কে যাও বাইয়া তরী  আমায় যাও না ও ভাই সঙ্গে লইয়া খানিক কৃপা করি।  আমায় যদি সঙ্গে না নাও  আমায় যদি সঙ্গে না নাও নবীর মদিনায়  আমার সালাম দিও ভাইরে মদিনার বাদশায়।  আম...

দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন doyal nobir agomone anondito trivubon lyrics লিরিক্স

Image
নারায়ে তাকবীর আল্লাহু আকবার  নারায়ে রিসালাত ইয়া রাসুলুল্লাহ  নারায়ে তাকবীর আল্লাহু আকবার  নারায়ে রিসালাত ইয়া রাসুলুল্লাহ  দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন  দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন  উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ  উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ  দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন  উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ   ১) অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কুল  ভবের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসুল  অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কুল  ভবের মাঝে পেয়ে তারা মোহাম্মদ রাসুল নবী মুহাম্মদ রাসুল মারহাবা মারহাবা ধ্বনি জিকির হলো সারাক্ষণ  উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ   দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন  দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন  উল্লাসে মাতিয়া উঠেছে নবীর দুচরণ  উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ  ২) মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা      পূর্ব-পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা  মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা  পূর্ব-পশ্চিম কাবার ছাদে দ...

তুমি যষ্টি মুকুল, মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল

  তুমি যষ্টি মুকুল, মিষ্টি বকুল, বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার, নূর মদিনার, জান্নাতী বুলবুল তুমি রহমতে রসূল, তুমি জান্নাতী বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল। তুমি যষ্টি মুকুল, মিষ্টি বকুল, বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার, নূর মদিনার, জান্নাতী বুলবুল। ১) (যখন অন্ধকারে ছেয়ে ছিল এই পৃথিবীর সব ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতানো সৌরভ)।। তুমি আমার নবী, প্রাণের রবি, প্রাণের আওয়াজ গুল তুমি রহমতে রসূল, তুমি জান্নাতী বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল। তুমি যষ্টি মুকুল, মিষ্টি বকুল, বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতী বুলবুল। ২) (তুমি আনলে বাহার, সূর্য নাহার বাসন্তী সাজে তুমি সভ্যতারী জ্বালালে আলো ধরণী মাঝে)।‌ তুমি প্রেমের নবী, ধ্যানের ছবি সবার প্রেমা কুল তুমি রহমতে রসূল, তুমি জান্নাতী বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি যষ্টি মুকুল, মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার, নূর মদিনার, জান্নাতী বুলবুল। ৩) (তুমি শ্রেষ্ঠ নবী, ফুল সুরবি, প্রভুর প্রেমাষ্পদ পড়ে জ্বিন, পরী দরুদ তোমার প্রিয় মোহাম্মদ)।। তুমি স্নেহের ছায়া, মায়ার কায়া, রহমতে রসূল তুমি রহমতে রসূল, তুমি জান্নাতী বুলবুল, তুমি...

১০) হাজার ব্যথা বেদনার পরে hazaro betha bedonar pore

 হাজারও ব্যাথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দ্বীনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদীনায় মক্কা ছেড়ে হে রাসূল.... তোমাকে ভুলি আমি কেমন করে ।। (খেয়ে না খেয়ে দ্বীন প্রচারের কাজে, নিজেকে দিয়েছো বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনলো না এ আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে।। পাথরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে, সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল.... তোমাকে ভুলি আমি কেমন করে।। (হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল-কোরআন)।। ভাঙ্গল সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়াতলে খালিদ উমর আলী আবু বকর ইসলামী ঝাণ্ডা নিল যে তুলে।। আল-আমিন তুমি ছিলে যে সদা, সকল মানুষের তরে হে রাসূল.... তোমাকে ভুলি আমি কেমন করে ।। হাজারও ব্যাথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দ্বীনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদীনায় মক্কা ছেড়ে হে রাসূল.... তোমাকে ভুলি আমি কেমন করে।।।

৯) মুসিবতে না পাই যদি musibote na Pai Jodi #naat #নাত

  মুসিবতে না পাই যদি  ইকবাল হোসেন কাদেরী  মুসিবতে না পাই যদি ।। করুণা তোমার  কবরে হাসরে কি হবে আমার।। আছি গো ডুবে আমি পাপের ঐ সাগরে  না জানি কি হবে ওপারে হাশরে ।। তোমারই সুপারিশ বিনে।। কেমনে হবো পার  কবরে হাশরে কি হবে আমার।। তুমি তো দিয়েছো দেখি আলোর পথ  বলেছ সে পথে মিলবে রহমত ।। কেন যে ভুল পথে আমি ।। করলাম জীবন পার  কবরের হাশরে কি হবে আমার।।

৮) লোকে আমায় পাগল বলে #নাত

লোকে আমায় পাগল বলে  মোহাম্মদ ইকবাল  লোকে আমায় পাগল বলে  আমার দুঃখ লাগে না  আমাকে পাগল করেছে  আরবের ঐ মাদিনা  ওই মদিনায় আছেন আমার জান মোহাম্মদ রাসুল  সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল  ভুলে ভরা জীবন হোক কিছুই যায় আসে না। আমাকে পাগল করেছে আরবের ঐ মাদিনা। দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খায়  আমি শুধু নবীর সালাম দুরুদ পড়ে মজা পাই  যার প্রেমেতে কুলকায়েনাত হয়ে গেল দিওয়ানা। দেখলে একবার চোখ ফিরে না গুম্বদে খাজরা   ঐ মদিনার প্রেমে আমি ইকবাল পাগলপারা  মদিনার নবী না দেখে মরেও শান্তি পাব না।  আমাকে পাগল করেছে আরবের ঐ মাদিনা ।