Posts

Showing posts with the label নামাজ

ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী লিরিক্স Eid miladunnabi eid miladunnabi lyrics

Image
ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  খুশিতে দোলে আজকে সৃষ্টির সবি  খুশিতে দোলে আজ কে সৃষ্টির সবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ১) রহমতে আলা নুরে মুজাসসাম  সৃষ্টি তোমার নূরে আরশ ও ক্বলম রহমতে আলা নূরে মুজাসসাম  সৃষ্টি তোমার নূরে আরশ ও ক্বলম  ধরার বুকে এলে ওগো রবি  ধরার বুকে এলে ওগো রবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ২) আজকে ধরায় লাখো ফেরেশতায়  মারহাবা ইয়া রাসূল সুরে সুরে গায়  আজকে ধরায় লাখো ফেরেশতায়  মারহাবা ইয়া রাসূল সুরে সুরে গায় গুনগুন গান গায় ভ্রমরা সবি  গুনগুন গান গায় ভ্রমরা সবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ৩)  ধন্য মা আমেনা পেয়ে শাহে মদিনা  যাঁর প্রেমে এ নিখিল হলো যে দেওয়ানা  ধন্য মা আমেনা পেয়ে শাহে মদিনা  যাঁর প্রেমে এ নিখিল হলো যে দেওয়ানা  সব নবীদের মাঝে তব ছবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী   ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী...

১) নামাজকে বলো না কাজ আছে namazke bolo na kaz ace

 নামাজকে বলোনা কাজ আছে। নামাজকে বলোনা কাজ আছে  কাজকে বলো আমার নামাজ আছে।  নামাজ বিহীন পরপারে  কি জবাব দিবে তুমি প্রভুর কাছে  ফজর কাটে ঘুমের ঘরে,  যোহর কাজে কাজে  আসর কাটে খেলাধুলায়  মাগরিব মাঝে মাঝে  এশার সময় হয়ে গেলে  থাকো মিছে দুনিয়ার পিছে  নামাজকে বলো না কাজ আছে  কাজকে বলো আমার নামাজ আছে  প্রভুর হুকুম মানো রে ভাই  থাকো তুমি যেথায়   সময় গেলে পাবে না ফিরে  মরণ তোমায় লইবে ঘিরে  জেনে রেখো মরন তোমার অতি কাছে  নামাজকে বলো না কাজ আছে  কাজকে বলো আমার নামাজ আছে।