Posts

Showing posts with the label মা-বাবা

সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে লিরিক্স

  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  হাদিসে হারাম লিখে অন্যে দেখিলে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  হাদীছে হারাম লিখে অন্যে দেখিলে  শাফায়াত করবেন না নবী দাইয়ুছ হলে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  ১) সৃষ্টির সেরা জাতি হইয়া  তোমরা ঘুড়িও না পর্দা ছাড়া  সৃষ্টির সেরা জাতি হইয়া  তোমরা ঘুড়িও না পর্দা ছাড়া  কি জবাব দিবে তোমরা হিসাবের দিনে কি জবাব দিবে তোমরা হিসাবের দিনে।  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  ২) শোন নারী বিনয় করি  চলিওনা পর্দা ছাড়ি  শোন নারী বিনয় করি  চলিওনা পর্দা ছাড়ি  কী জবাব দিবে তোমরা হাশরের দিনে  কী জবাব দিবে তোমরা হাশরের দিনে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  ৩) অনেক কাটিং এর জামা পড়ে  ঠোঁটে-গালে আলতা মেখে  অনেক কাটিং এর জামা পড়ে  ঠোঁটে-গালে আলতা মেখে সিনেমা...

মা বাবার কথা মতো যেজন চলে না লিরিক্স ma babar Kotha Moto jezon Chile lyrics

 মা বাবার কথা মতো যেজন চলে না  মা বাবার কথা মতো যেজন চলে না  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা । মা-বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে  মা-বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না  মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা । মা-বাবা অতি আপন,মা-বাবার কর যত্ন তিন কথার সাথী পাইয়া ভুইলা যাইওনা । আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা ।  জান্নাতেরী ঠিকানা খুঁজে তুমি পাইলানা।  মা-বাবার পায়ের নীচে খুঁজে দেখনা ।  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা । জান্নাত মায়ের পায়ের নীচে,বলছেন নবী হাদিসেতে  দয়াল নবীর কথা তোমার ভাল লাগে না  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা । তোফাজ্জল ডাইকা বলে মা-বাবার দোয়া পেলে দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা । মা বাবা...

আকাশের তারা গুলো যদি নিভে যায় লিরিক্স akasher tara gulu jodi nive jay lyrics

Image
  আকাশের তারা গুলো যদি নিভে যায়  ঝিকিমিকি আর যদি নাইবা করে  আকাশের তারা গুলো যদি নিভে যায়  ঝিকিমিকি আর যদি না করে  তবে খুঁজবো কোথায় মাগো তোমায়  খুজবো কোথায় মাগো তোমায়  আলোহীন এই আধারে  আমি ভালোবাসি শুধু তোমারে ওও  আমি ভালোবাসি শুধু তোমারে  ১) জীবনটা যখন হলো শুরু  তুমি শিখালে মোরে সঠিক দিশা  কে প্রভু কে রাসুল জানিনা যখন  তুমি তো তখন মিঠালে তৃষা  জীবনটা যখন হল শুরু  তুমি শিখালে মোরে সঠিক দিশা  কে প্রভু কে রাসূল জানিনা যখন  তুমি তো তখন মিটালে তৃষা  তাই যেওনা মাগো হারিয়ে আমায় ছেড়ে  আমি ভালোবাসি শুধু তোমারে ওও  আমি ভালোবাসি শুধু তোমারে তোমার আদর তোমার সোহাগে  হাঁটি হাঁটি পা পা হয়েছি বড়  আমার সুখের তরে পেয়েছো বিষাদ  তবুও আঁচল দিয়ে আগলে ধরো  তোমার আদর তোমার সোহাগে  হাঁটি হাঁটি পা পা হয়েছি বড়  আমার সুখের তরে পেয়েছ বিষাদ  তবুও আঁচল দিয়ে আগলে ধরো  তাই যেওনা হারিয়ে মাগো আমায় ছেড়ে  আমি ভালোবাসি শুধু তোমারে ওও  আমি ভালোবাসি শুধু তোম...

মাগো তোমার চাঁদ মাখা মুখ লিরিক্স mago Tomar chandmakha mukh lyrics

মাগো তোমার চাঁদ মাখা মুখ  দেখা হয় না কতদিন  দেখা হয় না কতদিন  মাগো তোমার চাঁদ মাখা মুখ  দেখা হয় না কতদিন  দেখা হয় না কতদিন  ১) ঘরটা আমার খাঁ খাঁ করে  অশ্রু ঝরে দুচোখ ভরে  ঘরটা আমার খাঁ খাঁ করে  অশ্রু ঝরে দুচোখ ভরে   বুকে কষ্ট সীমাহীন  মাগো তোমার চাঁদ মাখা মুখ  দেখা হয় না কতদিন  দেখা হয় না কতদিন  মাগো তোমার চাঁদ মাখা মুখ  দেখা হয় না কতদিন  দেখা হয় না কতদিন   ২) তুমি চলে গিয়ে আমার       হলো এমন ক্ষতি      এলোমেলো হয়ে গেল  এই জীবনের গতি  মাগো এই জীবনের গতি  তুমি চলে গিয়ে আমার  হল এমন ক্ষতি  এলোমেলো হয়ে গেল  এই জীবনের গতি  মাগো, এই জীবনের গতি  এখন বন্দি শুধু.......... এখন বন্দি শুধু  মনের ফ্রেমে স্মৃতির কফিন  দেখা হয় না কতদিন  মাগো তোমার চাঁদ মাখা মুখ  দেখা হয় না কতদিন  দেখা হয় না কতদিন  মাগো তোমার চাঁদ মাখা মুখ  দেখা হয় না কতদিন  দেখা হয় না কতদিন  ৩) ছিলে তুমি চ...

আপন বলে যারে ভাবি apon bole jare vabi

  আপন বলে যারে ভাবি  সেই তো আপন না    আপন আমার মা জননী অন্য কেহ না  আপন বলে যারে ভাবি  সেই তো আপন না      আপন আমার মা জননী অন্য কেহ না  ১) চোখ বুঝিয়া মরণ যেদিন হবে  একদিন দুইদিন পরে সবাই ভুলিয়া যাবে       চোখ বুঝিয়া মরণ যেদিন হবে  একদিন দুইদিন পরে সবাই ভুলিয়া যাবে  পাড়া পড়শী আপন স্বজন  মনে রাখবেনা  পাড়া পড়শী আপন স্বজন  মনে রাখবেনা  সবাই ভুলিলেও আমার মায়ে ভুলে না । সবাই ভুলিলেও আমার মায়ে ভুলে না । আপন বলে ভাবি যারে সেই তো আপন নয়  আপন আমার মা জননী অন্য কেহ নয়  ২) নামাজ শেষে  দু হাত তুলে মায়ে  আল্লাহকে জানায় মায়ে চোখের পানি ফেলে  নামাজ শেষে দু হাত তুলে মায়ে  আল্লাহকে জানায় মায়ে চোখের পানি ফেলে  আমার এ সন্তানকে মাওলা শাস্তি দিও না  আমার এ সন্তানকে মাওলা শাস্তি দিও না সবাই ভুলিলেও আমার মায়ে ভুলে না । সবাই ভুলিলেও আমার মায়ে ভুলে না । আপন বলে যারে ভাবি  সেই তো আপন নয়  আপন আমার মা জননী অন্য কেহ নয়  ৩) কত কষ্ট করে আ...

আঁধার রাতের চাঁদ যে তুমি লিরিক্স adhar rater chad je tumi

Image
আঁধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো  তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো  আঁধার রাতের চাঁদে যে তুমি তুমি ভোরের আলো  তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো  ওগো মা.... ওগো মা.... ওগো মা....  যাদু মাখা মুখটি তোমার দেখলে ভরে মন  আদর করে ডাক যখন ওরে খোকা শোন  যাদু মাখা মুখটি তোমার দেখলে ভরে মন  আদর করে ডাক যখন ওরে খোকা শোন  বল যদি ছাড়ব সবি তোমায় ছাড়বো না  আর কারো কোলেতে মাগো এ প্রাণ জুড়ায় না  ওগো মা.... ওগো মা..... ওগো মা.......  তোমার মত এত আদর কেউ তো করে না  সবার থেকেও প্রিয় তুমি, তুমি আমার মা  তোমার মত এত আদর কেউ তো করে না  সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা চলে যদি যাও কখনো রেখে যেও না   মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচবো না  ওগো মা... ওগো মা.... ওগো মা  আঁধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো  তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো  আঁধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো  তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ওগো মা...... ওগো মা........ ওগো মা.......