Posts

Showing posts with the label হামদ

ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী লিরিক্স Eid miladunnabi eid miladunnabi lyrics

Image
ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  খুশিতে দোলে আজকে সৃষ্টির সবি  খুশিতে দোলে আজ কে সৃষ্টির সবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ১) রহমতে আলা নুরে মুজাসসাম  সৃষ্টি তোমার নূরে আরশ ও ক্বলম রহমতে আলা নূরে মুজাসসাম  সৃষ্টি তোমার নূরে আরশ ও ক্বলম  ধরার বুকে এলে ওগো রবি  ধরার বুকে এলে ওগো রবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ২) আজকে ধরায় লাখো ফেরেশতায়  মারহাবা ইয়া রাসূল সুরে সুরে গায়  আজকে ধরায় লাখো ফেরেশতায়  মারহাবা ইয়া রাসূল সুরে সুরে গায় গুনগুন গান গায় ভ্রমরা সবি  গুনগুন গান গায় ভ্রমরা সবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ৩)  ধন্য মা আমেনা পেয়ে শাহে মদিনা  যাঁর প্রেমে এ নিখিল হলো যে দেওয়ানা  ধন্য মা আমেনা পেয়ে শাহে মদিনা  যাঁর প্রেমে এ নিখিল হলো যে দেওয়ানা  সব নবীদের মাঝে তব ছবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী   ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী...

আমাকে দাও সে ঈমান amake dao se iman lyrics

১) আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান  আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান  যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে, গায় জীবনের গান। আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান  যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে, গায় জীবনের গান।  ২)  আল কুরআনের আহবানে হেরার পথে এসে  জীবন দেবার স্বপ্ন ছিল দ্বীনকে ভালবেসে  আমাকে দাও সে আবেগ, দাও সে ঈমান, প্রভু হে রহীম রহমান। ৩) কোনো এক শহীদ আমার সুনীল আকাশ জুড়ে  হাজার তারার জ্বালতো প্রদীপ স্মৃতির ব্যাথা জুড়ে  সে দিন যেমন পেরিয়ে গেছি সকল বাধা গুলো  সকাল সাঝে থাকতো লেগে পায়ে পথের ধুলো  সে দিন গুলো মুখর ছিল, মধুর ছিল সতেজ ও দ্বীপ্ত ছিল প্রান  আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান  যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গায় জীবনের গান

A Muslim anthem lyrics

 A MUSLIM ANTHEM. W.H. Abdullah Quilliam God bless the Muslim cause  Bless all who keep Thy laws  And do the right.  Uphold the Muslim band,  In this and every land;  Give them full strength to stand  Firm in the fight. Strengthen and help the weak,  And teach us all to speak,  Thy truth abound.  May love and liberty,  Truth and sweet purity,  With plenteous charity,  In us be found. Hear Thou the orphan's cry,  Assuage the widow's sigh,  The foolish chide.  Let vice no more abound,  But happiness be found  In every home and round  The world so wide.

আল্লাহ ওগো আল্লাহ Allah ogo Allah লিরিক্স

    আল্লাহ ওগো আল্লাহ  ক্ষমা করে দাও মাফ করে দাও       আল্লাহ ওগো আল্লাহ  ক্ষমা করে দাও মাফ করে দাও  ক্ষমা করে দাও মাফ করে দাও  যতদিন এই জীবন বীণা বাজিবে  সুপথে চালাও মাফ করে দাও।।     আল্লাহ ওগো আল্লাহ  ক্ষমা করে দাও মাফ করে দাও     ১) (তোমাকে না দেখিয়া         নবীকে না চিনিয়া        ঈমান এনেছি তবুও) ।। এ ওসিলায় রহম ও দয়া বিলাও ক্ষমা করে দাও মাফ করে দাও  ২) (কাউকে সরিনা       কাউকে ডরি না     তোমাকে শির দেই তবুও  এই উসিলায় বিপদে পার করে নাও    ক্ষমা করে দাও মাফ করে দাও  ৩) কারো কাছে হারি না       কারো অনুসারী না   তবু দ্বারে হাত পাতি তবুও  এ উসিলার চিরসুখী জান্নাতে দাও  ক্ষমা করে দাও মাফ করে দাও।  ৪)  (স্বার্থকে ত্যাগিয়া       বুকে মরে আগিয়া  মা বাবা গেল ঘরে চলিয়া) ।। এই উসিলায় মা-বাবাকে জান্নাতে নাও। ক্ষমা করে দাও ম...

১২) হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে hridoy majhe mala gati lyrics

কথা ও সুর: তৌহিদ জামিল  ( হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে  তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে  হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে  তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে ) (তুমি যে প্রিয় নবী, তুমি যে ধ্যানের ছবি তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষণে   তুমি যে প্রিয় নবী, তুমি যে ধ্যানের ছবি তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষণে  ১) প্রেম বিরহের ঢেউ জাগে আজ ব্যথার সায়রে সর্বহারার কাব্য লিখি জড়দাক্ষরে   প্রেম বিরহের ঢেউ জাগে আজ ব্যথার সায়রে সর্বহারার কাব্য লিখি জড়দাক্ষরে   নাহি গো সুখের রবি,যা কিছু আঁধার সবি  শ্রাবণ মেঘের মতো কাঁদি তোমার স্মরণে   নাহি গো সুখের রবি,যা কিছু আঁধার সবি  শ্রাবণ মেঘের মতো কাঁদি তোমার স্মরণে  হৃদয়ে মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে  তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে  হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে  তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে ২) তোমার আশায় যায় কেটে যায় দিবস রজনী  তোমায় নিয়ে এই হৃদয়ে স্বপ্ন যে বুনি  তোমার আশায় যায় কেটে যায় দিবস রজনী  তোমায় ন...

১১) আছি গো ডুবে আমি পাপেরই সাগরে acı go dube Ami paperoi sagore

 ( আছিগো ডুবে আমি পাপেরই সাগরে  না জানি কি হবে ওপারে হাশরে )।। মুসিবতে না পাই যদি করুণা তোমার    কবরে হাশরে কি হবে আমার ।। (আছিগো ডুবে  আমি পাপেরই  সাগরে     না জানি কি হবে ওপারে হাশরে )।।  তোমারই সুপারিশ বিনে।। কেমনে হব পার      কবরে হাশরে কি হবে আমার।। (তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ        বলেছ সে পথে মিলবে রহমত )‌।। কেন যে ভুল পথে আমি।। করলাম জীবন পার।         কবরে হাশরে কি হবে আমার।।

২৩) মেহেরবান তুমি মেহেরবান

 ‍ মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান।। আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর। ক্ষমা করো ওগো প্রভু তওবা করি বারে বারে। ইয়া রাহিমুর রহমান ইয়া কারিমু মেহেরবান।। মেহেরবান তুমি মেহেরবান।। ১) জেনে না জেনে,  হাজার পাপের সাগরে, ডুব দিয়েছি,পথ হারিয়ে ভুলে। বুঝে না বুঝে,  হাজার পাপের সাগরে, ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাঁঝে।। জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমুর রহমান ইয়া কারিমু মেহেরবান।। মেহেরবান তুমি মেহেরবান।। ২) (পাহাড় সমান পাপের বোঝা  মাথায় নিয়ে,  চলতে পারিনা,  ক্ষমা কর রহম দিয়ে)।। (বান্দা তোমার আমি,  তুমি অন্তর্যামী) ।। তোমার কাছে ফিরি  বারে বার। ইয়া রাহিমুর রহমান ইয়া কারিমু মেহেরবান।। মেহেরবান তুমি মেহেরবান।।

২২) সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এ মন

  সুন্দর পৃথিবী ছেড়ে, চলে যেতে চায় না এ মন।। তবু চলে যেতে হয় ।। ১) (ফুল, পাখি, ফসল আর বনেরও ছায়া জোসনার আলোতে আহা কি মায়া) (আমার এ মন ছুঁয়ে যায় জাগে কত বাসনা )।। রাঙ্গাব এ জীবন রঙ্গেরও মেলায়।। রাঙ্গানো শেষ না হতেই চাওয়া পাওয়া  তবু চলে যেতে হয় ।। সুন্দর পৃথিবী ছেড়ে, চলে যেতে চায় না এ মন তবু চলে যেতে হয় ।। ২) (সুখেরও দোচালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া)।। সাজানো হল এ জীবন বেঁচে থাকা আশায় তখনই এসে গেল ওপাড়ের ডাক।। জীবনে সাধ না মিটতেই আশা সপ্ন তবু চলে যেতে হয়।। সুন্দর পৃথিবী ছেড়ে, চলে যেতে চায় না এ মন তবু চলে যেতে হয় ।।।।

২১) তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন

 তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন।। যদিও তুমি দিয়েছো পুরোটা জমিন।। তবু আমি তোমার হব তোমার অধীন।। তুমি ছাড়া হারাবে আকাশ টা রঙিন তুমি ছাড়া... তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন।। ১) (সকাল সন্ধ্যা, অসুখে আমার কলবে নামে যাতনা হাজার)।। জিকির শিফা হয় মন থেকে ফেলে দেয় মন থেকে সকল কামনার পাহাড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাজুদা ইল্লাল্লাহ, লা মাসুদা ইল্লাল্লাহ লা মাহফু ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গাইরুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গাইরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসুলুল্লাহ তুমি ছাড়া... তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন।। ২) (জিকির শান্তি, কাটায় ভ্রান্তি জিকির ক্ষমা নেই যে উপমা)।। জিকির কে মন কর আপন তাসকিয়া তে জীবন-যাপন লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাজুদা ইল্লাল্লাহ, লা মাসুদা ইল্লাল্লাহ লা মাহফু ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গাইরুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গাইরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসুলুল্লাহ তুমি ছাড়া... তুমি ছাড়া মাবুদ আমি ঠিকান...

২০) আল্লাহ তুমি দয়ার সাগর রাহমানুর রাহিম Allah Tumi doyar Sagor

  আল্লাহ তুমি দয়ার সাগর রাহমানুর রাহিম  তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন।। (তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে  তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে)।। তোমার পথে চললে সবাই আসবে যে সেদিন  তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন।। (তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের  তুমি পরম মুক্তিদাতা মালিক এ জগতের )।।  তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন ।। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন।।

১৯) আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে Allah Allah bolo mukhe mukhe

  আল্লাহ আল্লাহ বল মুখে মুখে   আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে  তাওহিদী বাণী রাখো বুকে বুকে    তোমায় গড়ো তুমি ঈমানী চেতনায়  আবার ফিরে এসো ইনসাফী সাধনায়  অন্তরে ঈমান রাখো সুখে দুখে  আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে।  পৃথিবীর পথে ছুটে চল তুমি  সজীব করে দাও শুকনো ভূমি  জান্নাত রাখো তুমি জীবনের সীমানায়  সিরাতের পথে চলে যাও তুমি ঠিকানায়  বাধা সব তুমি পারো দিতে রুখে  আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে  তাওহিদী বাণী রাখো বুকে বুকে। আল্লাহ আল্লাহ বলে যাও দ্বিধাহীন  আল্লাহর হুকুমে থাকো সারা দিন  আসমানে হুকুমাত করতে কায়েম ধরায়  আবার তোমার হাত মগ্ন হোক সাধনায়  আসবে বিজয় রাখো সাহস বুকে।  আল্লাহ আল্লাহ বল মুখে মুখে  তাওহিদী বাণী রাখো বুকে বুকে ।

১৭) আল্লাহকে যারা বেসেছে ভাল। #হামদ #লিরিক্স #lyrics

আল্লাহকে যারা বেসেছে ভাল    আল্লাহকে যারা বেসেছে ভাল দুঃখ কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে কোরানের বাণী  হতাশা কি আর তাদের থাকতে পারে? সামনে বাড়াল পা যারা আজ নতুন পৃথিবী গড়তে জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে… জীবনের সব পিছুটান তাই হেরে যায় বারে বারে! মায়ের আদর বোনের হাসি সংসার সুখ প্রিয়ারী মুখ সব ছেড়ে চলে অজানার পথে শত বেদনার স্মৃতি বয়ে যায় মুখে যোদ্ধার হাসি। জীবন বাজী রেখে যে তারা মরন দিয়েও সুখ আনবে আনবে ভাঙ্গা মসনদে রাশেদার সেরা যুগ…… শহীদি মিছিল চলে সম্মুখে রুখবে কে আজ তারে! দুঃখ কি আর তাদের থাকতে পারে! হতাশা কি আর তাদের থাকতে পারে।

১৬) প্রথমে আল্লাহ্ আল্লাহ্ #হামদ #লিরিক্স #lyrics

  প্রথমে আল্লাহ্ আল্লাহ্  প্রথমে আল্লাহ্ আল্লাহ্, শেষেও আল্লাহ্ আল্লাহ্, আকাশে আল্লাহ্ আল্লাহ্, জমিনে আল্লাহ্ আল্লাহ্। ২বার নিখিল জাহান গাই গুণোগান প্রাণ খুলে গাই আমরাও বারি তায়ালা.. হামদে বারি তায়ালা। ৪বার আল্লাহ....আল্লাহ..... আল্লাহ....আল্লাহ..... আল্লাহ....আল্লাহ.....আল্লাহ....। ১) দিবসে আলোয় ভাসাও.. রাতে প্রেম মায়ায় ডুবাও.. হাসি গান কান্না.... তোমারি........। ফুলেরি পাঁপড়ি ছুঁয়ে পরে মন সেজদায় নুয়ে.. যত দান সবতো... তোমারি.......। ২বার নিখিল জাহান গাই গুণগান প্রাণ খুলে গাই আমরাও বারি তায়ালা.. হামদে বারি তায়ালা...। ৪বার আল্লাহ....আল্লাহ..... আল্লাহ....আল্লাহ..... আল্লাহ....আল্লাহ...আল্লাহ....। ২) তুমি ধন সম্মান বাড়াও.. আমিরকে ফকির বানাও.. ক্ষমতা সবতো... তোমারি.... রিজিকে দুহাত ভরাও.. দুঃখি কে তুমি হাসাও.. করুণা সবতো তোমারি...। ২বার নিখিল জাহান গাই গুণগান প্রাণ খুলে গাই আমরাও বারি তায়ালা.. হামদে বারি তায়ালা....। ৪বার হামদে বারি তায়ালা....। আল্লাহ....আল্লাহ..... আল্লাহ....আল্লাহ..... আল্লাহ....আল্লাহ...আল্লাহ....।

১৫) ঐ চাঁদের আলো আজ লাগেনা ভালো #হামদ #লিরিক্স #lyrics

ঐ চাঁদের আলো আজ লাগেনা ভালো  ঐ চাঁদের আলো আজ লাগেনা ভালো কেন জানিনা  তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানিনা, আল্লাহ.......  ১) পৃথিবীর এতো রূপ রঙ্গ,         সেও তো হয়ে যাবে ভঙ্গ  তোমার রহম আর তোমার করম ছাড়া  তাইতো আজ আর কাঁদি না।  তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানিনা।  ২) নদীর কলতান পাখির কুহুগান                চিরদিন সে নাহি রবে  সাধের এ জীবন মুছে দেবে মরণ,                  এ জীবনে কি হবে? তোমার করুণা ছাড়া            জীবন আমার দিশেহারা  তাঁরি রূপে আর তাঁরি মোহে  তাইতো আজ আর ভাবি না। তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানিনা।

১৫) নিখিলের বিশ্বের স্রষ্টা তুমি - #হামদ #লিরিক্স #lyrics

  নিখিলের বিশ্বের স্রষ্টা তুমি  নিখিলের বিশ্বের স্রষ্টা তুমি  তামাম দুনিয়ার মালিক তুমি।  তাইতো তোমারি গুণগান গাই  তোমার করুণা দেখে যেথায় থাকাই।  তুমিতো মহা মহিয়ান  করুনার সাগর তুমি  ১) তোমারই সৃষ্টি জিন ইনসান  চাঁদ-তারা-সূর্য জমিন আসমান।  সকলে তোমার কাছে তাসবিহ পড়ে  সকলের খালিক তুমি। ২) নদীরও ঢেউ যেন ডাকে তোমায়   উড়ন্ত পাখিরও গান গেয়ে যায়। তোমাকে পেয়েছে যে সেই ধন্য  ধন্য সেই ভূমি।

১৩) প্রশংসা সবি কেবল তোমারি #হামদ #লিরিক্স

 ⚘ প্রশংসা সবি কেবল তোমারি⚘ প্রশংসা সবি কেবল তোমারি             রব্বুল আলামীন।  দয়াল ও মেহেরবান,                 করুণা অফুরান  আর কেহ নয়,                  তুমিই মালিক। শেষ বিচারের দিন।  ১) কেবল তোমারি করি ইবাদত     কেবল তোমারি চাহি নিয়ামাত        দাও দিশা দাও সরল পথের   সিরাতুল মুস্তাকিম। ২)  যাদের উপরে করেছ রহমত  পেয়েছে তোমার অশেষ মহাব্বাত   তাদের সে পথ দাও আমাদের  দাও গো তোমার দ্বীন। ৩) যাদের উপরে কেবল গজব  নাযিল করেছ দিয়েছো আজাব  তাদের এ ভাগ্য দিওনা মোদের  হে অসীম সীমাহীন।

১২) পাখিরা যায় উড়ে যায় আকাশের ঐ নীলিমায় - #হামদ #লিরিক্স

  পাখিরা যায় উড়ে যায়  আকাশের ঐ নীলিমায়  নদীরা যায় বয়ে যায়  সাগরের ওই মোহনায় । পাখ-পাখালি ওই সাগর নদী  তার গুণগান  গায়।  আল্লাহু আল্লাহ আল্লাহু  আল্লাহ ১) দূর আকাশের অসীম নীলে  শাপলা-শালুক ভরা দিলে  কার সুষমা কার মহিমা  লুকিয়ে আছে হায়।  ২) মাঠ ভরা ওই সবুজ মাথায়  বিজন ঘাটে বটের ছায়ায় কোন কারিগর কোন মনোহর   হাত বুলিয়ে যায়।  ৩) ওই পাহাড়ের নীরবতায়  ঝর্ণা ধারায় চপলতায়  হে রহমান আল্লাহ মহান  তোমায় দেখা যায়।

১১) #নীল+আসমান+সবুজ+পৃথিবী #হামদ #লিরিক্স

 #নীল+আসমান+সবুজ+পৃথিবী   নীল আসমান সবুজ পৃথিবী যাঁহার সৃষ্টি সব  সকল তারিফ তাঁহার জন্য, তুমি আমার রব   সৃজন করেছ চন্দ্র সূর্য, তোমার তো এ  নিখিল  আনতা রাব্বি, আন্তা হাসবি, আনতা লি নি'ঈমাল ওয়াকিল। ১)  তুমি দিয়েছো কত নিয়ামত               করিনা শোকর তাঁর তোমার দেওয়া সেই জীবনবিধান               ভেঙ্গে চলি বারবার। তবুও তোমার ক্ষমার আশায়              দোয়ায় হই শামিল। ২) ডুবে আছি আমি যত পাপাচারে                আর লোভ লালসার ভিড়ে  ভুলে গেছি সব নিষেধ বাণী             কী করে আসবো ফিরে।  ওমর খালিদ হামজার দলে                   এ নাম করো শামিল।  ৩) বিতাড়িত সেই ইবলিশ আমায়                     দেয়না সফল হতে  ওয়াসওয়াসা দিয়ে লালসায় ফেলে    ...

১০) করুনার আঁধার তুমি - #হামদ #লিরিক্স

 #করোনার_আঁধার_তুমি করুনার আঁধার তুমি দয়ার সাগর তুমি                         তুমি ওগো চির মহীয়ান,   না চাহিতে তুমি দিয়েছো ঢেলে                           দিয়েছো কত অনুদান।  ওগো রহিম রহমান। ১)  চাঁদ সে তারা গ্রহ রবি               খুঁটি বিহীন ঔ আসমান  বিনা সুতায় যেন গাঁথা মালা                শূন্যে মেঘেরা ভাসমান  নিপুণ তোমার কারুকাজ দেখে দেখে                   জুড়ায় আমার প্রাণ । ওগো রহিম রহমান। ২) পাহাড় থেকে নামে ঝর্ণাধারা            তোমার প্রেমেতে যেন মাতোয়ারা  কল কলরবে নদী ছুটে চলে যায়              ছুটে চলে যায় সাগর মোহনায়  আমি ব্যাকুল হয়ে শুনি গো প্রভু             কোকিলের  কুহু কুহ...

৯) আমি যদি কোনদিন পথ ভুলে যাই - #হামদ #লিরিক্স

  আমি যদি কোনদিন পথ ভুলে যাই,               হাতছানি দিয়ে কাছে নিও  মমতার বন্ধনে আমায় বেধে                  সব ভুল ক্ষমা করে দিও। ১) জেনে না জেনে আমি কত করি অপরাধ      কখনো করো না তুমি বাদ প্রতিবাদ  তোমার দোয়ার সীমা নাই নাই নাই  সেই দয়া' পেতে আজ কাঁদি আমিও। ২) ভুল ছাড়া জীবনে আর কে আছে  ভুল করে ফিরে আসি তোমার কাছে  তোমার দেয়া সে আলোকিত পথ  সেই পথে খুঁজে পাই আসল কি মত  আজ শুধু ফরিয়াদ তোমার কাছে                সেই পথে চলবার শক্তি দিও।

৭) আল্লাহ তুমি অপরূপ - হামদ #লিরিক্স

 আল্লাহ তুমি অপরূপ       ওয়াদুদ শরীফ আল্লাহ তুমি অপরূপ           না জানি কত সুন্দর  তোমায় আমি সঁপেছি প্রাণ          সঁপেছি এই অন্তর।  ১) তোমার আলো ছড়িয়ে পড়ে,              সুন্দর এই পৃথিবীতে । চাঁদ সুরুজ জেগে উঠে,              তোমার ডাকে সাড়া দিতে । তুমি আছো বুকের গভীর, গহীন ভিতর । ২) এই দুনিয়ার মালিক তুমি                    তুমি মেহেরবান। বৃক্ষলতা, সাগর, নদী                   সবই তোমার দান।  তোমার পথে চলি যেন                  সারাটি জীবন ভর।