Posts

Showing posts with the label Categories

সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে লিরিক্স

  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  হাদিসে হারাম লিখে অন্যে দেখিলে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  হাদীছে হারাম লিখে অন্যে দেখিলে  শাফায়াত করবেন না নবী দাইয়ুছ হলে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  ১) সৃষ্টির সেরা জাতি হইয়া  তোমরা ঘুড়িও না পর্দা ছাড়া  সৃষ্টির সেরা জাতি হইয়া  তোমরা ঘুড়িও না পর্দা ছাড়া  কি জবাব দিবে তোমরা হিসাবের দিনে কি জবাব দিবে তোমরা হিসাবের দিনে।  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  ২) শোন নারী বিনয় করি  চলিওনা পর্দা ছাড়ি  শোন নারী বিনয় করি  চলিওনা পর্দা ছাড়ি  কী জবাব দিবে তোমরা হাশরের দিনে  কী জবাব দিবে তোমরা হাশরের দিনে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  ৩) অনেক কাটিং এর জামা পড়ে  ঠোঁটে-গালে আলতা মেখে  অনেক কাটিং এর জামা পড়ে  ঠোঁটে-গালে আলতা মেখে সিনেমা...

ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী লিরিক্স Eid miladunnabi eid miladunnabi lyrics

Image
ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  খুশিতে দোলে আজকে সৃষ্টির সবি  খুশিতে দোলে আজ কে সৃষ্টির সবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ১) রহমতে আলা নুরে মুজাসসাম  সৃষ্টি তোমার নূরে আরশ ও ক্বলম রহমতে আলা নূরে মুজাসসাম  সৃষ্টি তোমার নূরে আরশ ও ক্বলম  ধরার বুকে এলে ওগো রবি  ধরার বুকে এলে ওগো রবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ২) আজকে ধরায় লাখো ফেরেশতায়  মারহাবা ইয়া রাসূল সুরে সুরে গায়  আজকে ধরায় লাখো ফেরেশতায়  মারহাবা ইয়া রাসূল সুরে সুরে গায় গুনগুন গান গায় ভ্রমরা সবি  গুনগুন গান গায় ভ্রমরা সবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ৩)  ধন্য মা আমেনা পেয়ে শাহে মদিনা  যাঁর প্রেমে এ নিখিল হলো যে দেওয়ানা  ধন্য মা আমেনা পেয়ে শাহে মদিনা  যাঁর প্রেমে এ নিখিল হলো যে দেওয়ানা  সব নবীদের মাঝে তব ছবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী   ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী...

মা ফাতেমার নয়ন মণি ma fatemar noyon moni

  মা ফাতেমার নয়ন মণি হযরত আলীর জান  ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ।।  দয়াল নবীর জবানে, কারবালার বয়ানে।।  আওলাদে রাসুল শহীদ হবেন হাদিসে প্রমাণ।  ১) ঈদের দিনে নতুন পোশাক পরতো সকলে  হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে।।  দয়াল নবী করেন দোয়া, ওগো রাব্বানা  জান্নাত হতে কুদরতেরই পোশাক পাঠাওনা।।  লাল সবুজের সেই পোশাকে।। কারবালার শান।  ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। ২) লাল রঙের পোশাক হতে মাটি নিলেন হাতে  এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে।।  সীমার যখন করবে জবাই নিজেরও হাতে  মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে।।  হোসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ।  ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। ৩) নবীর আওলাদ নূহের কিস্তি নবীজির বয়ান  আবু জর গিফারীর হাদিসে প্রমাণ।।  জীবনে দিবে ঈমান পাবে সুন্নীদের পথে জান্নাতে তোর জায়গা হবে হুসাইনের সাথে।।  সুন্নি জনতা গ্রহণ করো অধমের আহ্বান। ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। 

২) ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। #নাত #naat

Image
                             ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ                  কাজী নজরুল ইসলাম   ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়                ধুলির ধরা বেহেশ্‌তে আজ               জয় করিল দিলোরে লাজ             আজকে খুশির ঢল নেমেছে                       ধূসরও সাহারায়।।  আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।                দেখ আমিনা মায়ের কোলে                 দোলে শিশু ইসলাম দোলে                  কচি মুখে শাহাদাতের                     বানী সে শোনায়।। ...