Posts

সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে লিরিক্স

  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  হাদিসে হারাম লিখে অন্যে দেখিলে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  হাদীছে হারাম লিখে অন্যে দেখিলে  শাফায়াত করবেন না নবী দাইয়ুছ হলে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  ১) সৃষ্টির সেরা জাতি হইয়া  তোমরা ঘুড়িও না পর্দা ছাড়া  সৃষ্টির সেরা জাতি হইয়া  তোমরা ঘুড়িও না পর্দা ছাড়া  কি জবাব দিবে তোমরা হিসাবের দিনে কি জবাব দিবে তোমরা হিসাবের দিনে।  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  ২) শোন নারী বিনয় করি  চলিওনা পর্দা ছাড়ি  শোন নারী বিনয় করি  চলিওনা পর্দা ছাড়ি  কী জবাব দিবে তোমরা হাশরের দিনে  কী জবাব দিবে তোমরা হাশরের দিনে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  ৩) অনেক কাটিং এর জামা পড়ে  ঠোঁটে-গালে আলতা মেখে  অনেক কাটিং এর জামা পড়ে  ঠোঁটে-গালে আলতা মেখে সিনেমা...

মনে বড় আশা ছিল যাব মদিনায় mone boro asha cilo jabo modinay

#গজল: মনে বড় আশা ছিল যাব মদিনায়  লিখক: আব্দুল আলীম  মনে বড় আশা ছিল যাবো মদিনায়  মনে বড় আশা ছিল যাব মদিনায়  সালাম আমি করব গিয়ে  সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়  মনে বড় আশা ছিল যাব মদিনায় ১) আরব সাগর পাড়ি দেবো নাই যে আমার তরী  পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি  আরব সাগর পাড়ি দেবো নাই যে আমার তরী   পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি  আমার আশা আছে সম্বলও নাই   আশা আছে সম্বলও নাই করি কি উপায়  মনে বড় আশা ছিল যাব মদিনায়   মনে বড় আশা ছিল যাব মদিনায়  সালাম আমি করব গিয়ে,  সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়  মনে বড় আশা ছিল যাবো মদিনায়  মনে বড় আশা ছিল যাবো মদিনায়  (২) কাফেলাতে কে যাও তুমি কে যাও বাইয়া তরী  আমায় যাও না ও ভাই সঙ্গে লইয়া খানিক কৃপা করি।  কাফেলাতে কে যাও তুমি কে যাও বাইয়া তরী  আমায় যাও না ও ভাই সঙ্গে লইয়া খানিক কৃপা করি।  আমায় যদি সঙ্গে না নাও  আমায় যদি সঙ্গে না নাও নবীর মদিনায়  আমার সালাম দিও ভাইরে মদিনার বাদশায়।  আম...

মে সু জাউ ইয়া মোস্তফা কেহতে কেহতে

 চমৎকার নাত শরীফ 💌💌 মে সু জাউ ইয়া মোস্তফা صلي الله عليه و سلم কেহতে কেহতে  মে সু জাউ ইয়া মোস্তফা صلي الله عليه و سلم কেহতে কেহতে খুলে আঁখ সল্লে আ'লা কেহতে কেহতে  মে সু জাউ ইয়া মোস্তফা صلي الله عليه و سلم কেহতে কেহতে  মে সু জাউ ইয়া মোস্তফা صلي الله عليه و سلم কেহতে কেহতে খুলে আঁখ সল্লে আ'লা কেহতে কেহতে *হাবীবে খোদা কা নাজারা কারু মে, নাজারা কারু মে  হাবীবে খোদা কা নাজারা কারু মে, নাজারা কারু মে দিল ও জান উন পর নিসারা কারু মে, নিসারা কারু মে মে সু জাউ ইয়া মোস্তফা صلي الله عليه و سلم কেহতে কেহতে  মে সু জাউ ইয়া মোস্তফা صلي الله عليه و سلم কেহতে কেহতে খুলে আঁখ সল্লে আ'লা কেহতে কেহতে ★ মুজে আপনি রহমত সে তো আপনা কারলে, তো আপনা কারলে  মুজে আপনি রহমত সে তো আপনা কারলে, তো আপনা কারলে  সিওয়া তেরে সবসে, সিওয়া তেরে সবসে  কিনারা কারু মে, কিনারা কারু মে মে সু জাউ ইয়া মোস্তফা صلي الله عليه و سلم কেহতে কেহতে  মে সু জাউ ইয়া মোস্তফা صلي الله عليه و سلم কেহতে কেহতে খুলে আঁখ সল্লে আ'লা কেহতে কেহতে #খোদার আব আও কে দম হে লাবো পর, দম হে লাবো পর   খো...

দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন doyal nobir agomone anondito trivubon lyrics লিরিক্স

Image
নারায়ে তাকবীর আল্লাহু আকবার  নারায়ে রিসালাত ইয়া রাসুলুল্লাহ  নারায়ে তাকবীর আল্লাহু আকবার  নারায়ে রিসালাত ইয়া রাসুলুল্লাহ  দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন  দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন  উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ  উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ  দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন  উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ   ১) অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কুল  ভবের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসুল  অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কুল  ভবের মাঝে পেয়ে তারা মোহাম্মদ রাসুল নবী মুহাম্মদ রাসুল মারহাবা মারহাবা ধ্বনি জিকির হলো সারাক্ষণ  উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ   দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন  দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন  উল্লাসে মাতিয়া উঠেছে নবীর দুচরণ  উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ  ২) মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা      পূর্ব-পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা  মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা  পূর্ব-পশ্চিম কাবার ছাদে দ...

আমরা দুই ভাই বোন amra doi Vai-bon lyrics লিরিক্স

Image
  আমরা দুই ভাই বোন মা-বাবার দুই নয়ন  সুখে দুখে মিলেমিশে থাকবো আজীবন   আমরা দুই ভাই বোন মা-বাবার দুই নয়ন  সুখে দুখে মিলেমিশে থাকবো আজীবন  ভাইয়া তুমি অনেক ভালো থেকো  আপু তুমি আমায় আদরের রেখো  ভাইয়া তুমি অনেক ভালো থেকো  আপু তুমি আমায় আদরে রেখো ভাইয়া তুমি নয়ন মণি তুমি আমার আশা  তোমার জন্য আদর সোহাগ মিষ্টি ভালোবাসা  আপু তুমি আমলে হও মা ফাতিমার মত  দ্বীনের পথে আলো ছড়াও শিক্ষায় অবিরত  পাশাপাশি থাকবো মোরা হয়ে যে রতন  সুখে দুঃখে মিলেমিশে থাকবো আজীবন  আমরা দুই ভাই বোন মা-বাবার দুই নয়ন  সুখে দুখে মিলেমিশে থাকবো আজীবন  ভাইয়া তুমি অনেক ভালো থেকো  আপু তুমি আমায় আদরে রেখো  ভাইয়া তুমি অনেক ভালো থেকো  আপু তুমি আমায় আদরে রেখো  পড়াশোনা শিখে তুমি আলেম হও নামি   ইবনে সিনার মত হও অনেক বড় জ্ঞানী।  আপু তুমি এই জীবনে সদা ভালো থাকো  আপন কাজে গুণে তুমি আগামিকা আঁকো   বাবা মাকে করবো  নাকো কভু জ্বালাতন  সুখে দুখে মিলেমিশে থাকবো আজীবন  ভাইয়া তুমি অনে...

Allah made everything lyrics

Image
  Hey little fish in the bottom of the ocean Moving along in a really cool motion Did you ever wonder where you came from Who is the lord of all creation The little fish said “That’s my Lord” The little fish said “That’s my Lord” The little fish said “That’s my Lord” “Allah the Creator of us all” Hey little bird so way up high Light up the sky with your color design Tell me who made you and I Me to walk and you to fly The little bird said “That’s my Lord” The little bird said “That’s my Lord” The little bird said “That’s my Lord” “Allah the Creator of us all” Allahu Akbar Our Creator There’s no one greater Than Allah So why do we stand tall Too proud to recognize What’s right before our eyes Signs from our Lord Hey alligator laying so still Who’s your maker, by who’s will Do you crawl and do you swim Who controls everything The alligator said “That’s my Lord” The alligator said “That’s my Lord” The alligator said “That’s my Lord” “Allah the Creator of us all” Hey king of the jungle...

আজ কেন পৃথিবীটা লাগে এতো সুন্দর ak keno pritibita lage ato sundor lyrics লিরিক্স

Image
  আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এ সে কোন রূপকার সাজালো এ চরাচর। এ সে কোন রূপকার হাজারো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এ সে কোন রূপকার সাজালো এ চরাচর। এ সে কোন রূপকার হাজারো এ চরাচর। ১) চারদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আঁখিদ্বয় সুশীতল, আঁখিদ্বয় সুশীতল  চারদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আঁখিদ্বয় সুশীতল, আঁখিদ্বয় সুশীতল  কেটে গেছে কুৎসিত, নিশিতের অতি প্রহর, কেটে গেছে কুৎসিত, নিশিতের অতি প্রহর এসে কোন রূপকার সাজালো এ চরাচর? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এ সে কোন রূপকার সাজালো এ চরাচর। এ সে কোন রূপকার হাজারো এ চরাচর। ২) বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব? আয়োজন উৎসব  বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব? আয়োজন উৎসব  গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর। এসে কোন রূপকার সাজালো এ চরাচর?  আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এ সে কোন রূপকার সাজালো এ চরাচর। এ সে কোন রূপকার হাজারো এ চরাচর। ৩) উল্লাস করে আজ সাহারার লোহাওয়ায়, ফুরাতের জলরাশি কূলে কূলে উছলায়, কূলে কূলে উতলায় উল্লাস করে আজ সাহারার ল...

এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উছিলায় ai prithibi srishti tumar lyrics লিরিক্স

 এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উছিলায়  ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়  ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়  এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উছিলায়  ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়  ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়  ১) আকাশ, জমিন, পাহাড়, চন্দ্র, তারা  সবি তোমার নূরের ইশারা  আকাশ, জমিন, পাহাড়, চন্দ্র, তারা  সবি তোমার নূরের ইশারা  তোমার নামে পড়লে দুরুদ হৃদয় যে জুড়ায়  তোমার নামে পড়লে দুরুদ হৃদয় যে জুড়ায়  ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়  ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়  এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উছিলায়  এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উছিলায়  ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়  ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ২) কি নুর খোদা পাঠিয়ে দিলেন ধরায়  যাঁহার রৌশনিতে  আঁধার লুকায়  কি নুর খোদা পাঠিয়ে দিলেন ধরায়  যাঁহার রৌশনিতে  আঁধার লুকায়   তোমার উসিলায় শান্তি নামে অশান্ত ধরায়  তোমার উসিলায় শান্তি নামে অশান্ত ধরায়  ও মদিনার কামলিওয়ালা সালা...

পরের জায়গা পরের জমি porer jayga porer jomi

Image
  পরের জায়গা পরের জমিন  ঘর বানাইয়া আমি রই  আমিতো সেই ঘরের মালিক নই  পরের জায়গা পরের জমিন  ঘর বানাইয়া আমি রই  আমিতো সেই ঘরের মালিক নই  আমি তো সেই ঘরের মালিক নই।  ১) সেই ঘর খানা যার জমিদারি  আমি পাইনা তাহার হুকুমজারি   পাইনা জমিদারের দেখা  আমি পাইনা জমিদারের দেখা  মনের দুঃখ কারে কই  আমি তো সেই ঘরের মালিক নই।  আমি তো সেই ঘরের মালিক নই।  পরের জায়গা পরের জমিন  ঘর বানাইয়া আমি রই  আমি তো সেই ঘরের মালিক নই  আমি তো সেই ঘরের মালিক নই ২) জমিদারের ইচ্ছা মত দেই না জমি চাষ  তাইতো ফসল ফলে না রে দুঃখ বারো মাস  জমিদারের ইচ্ছামত দেইনা জমি চাষ  তাইতো ফসল ফলে না রে দুঃখ বারো মাস  আমি খাজনা পাতি সবই দিলাম  তবুও জমিন আমার হয় যে নিলাম  আমি খাজনা পাতি সবই দিলাম  তবুও জমিন আমার হয় যে নিলাম  আমি চলি যে সবার মন জোগাইয়া  চলি সবার মন জোগাইয়া  দাখিলায় মেলে না সই  আমি তো সেই ঘরের মালিক নই  পরের জায়গা পরের জমিন  ঘর বানাইয়া আমি রই  আমিতো সেই ঘর...

ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে oi khutihin Nil akash vubon maze lyrics লিরিক্স

কথা ও সুর: শামীম মজুমদার  ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে  তুমি কুদরতি ইশারায় রেখেছো,  এই শ্যামল পৃথিবীর চিত্র খানি  তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ  ওগো আল্লাহ, শুকর কর তোমার  আমারে যে মুসলিম করেছ  ওগো আল্লাহ, শোকর তোমার  আমারে যে মুসলিম করেছ  এই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে  তুমি কুদরতি ইশারায় রেখেছো  এই শ্যামল পৃথিবীর চিত্র খানি,  তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো  ওগো আল্লাহ, শুকর তোমার  আমারে যে মুসলিম করেছ  ওগো আল্লাহ, শুকর তোমার  আমারে যে মুসলিম করেছ  ১) তুমি সাগরের বুকে দিলে কান্না  তুমি পাহাড়ের বুকে দিলে ঝরণা।  ও হো হো...তুমি সাগরের বুকে দিলে কান্না  তুমি পাহাড়ের বুকে দিলে ঝরণা।  আজ নিশি রাতের ওই দূর নীলিমায়  আজ নিশি রাতের ওই দূর নীলিমায়  তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছ । ওগো আল্লাহ, শুকর তোমার  আমারে যে মুসলিম করেছ  ওগো আল্লাহ শুকর তোমার  আমারে যে মুসলিম করেছ  এই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে  তুমি কুদরতি ইশারায় রেখেছো, এই শ্যামল পৃথিবীর চিত্র খান...

বাবা মানে হাজার বিকেল Baba mane Hazar nikel lyrics লিরিক্স

  বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা  বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা  বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন  বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ  বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন  বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ  আমি যতই এলোমেলো ভুলের অভিধান  বাবা তুমি সময় মত সহজ সমাধান  জীবনের টানাপোড়েন কিছুই না জানি  আমার গানের স্বরলিপি তোমার মাঝেই খুঁজি  বাবার কাছে হই না কাল আমি কোনদিনই  বাবা ডাকে আদর করে আমায় সোনা মণি  বাবার কাছে হই না কাল আমি কোনদিনই  বাবা ডাকে আদর করে আমায় সোনা মণি  ও....ও................ওওও.........ও.. বাবা মানে অনেক চাওয়া, বাবা মানে অনেক পাওয়া বা বা মানে ছোট্ট শূন্যতা, বাবা বানানে অনেক পূর্ণতা।  ছেলেবেলা হাতছানি দেয় আজও সকাল সাজে  আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে  চিরদিন থাকবে বলো তুমি আমার সাথে  মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে  বেলা শেষে তুমি আজও অনেক অভিমানী  কেউ না জানুক আমি জানি তো...