Posts

সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে লিরিক্স

  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  হাদিসে হারাম লিখে অন্যে দেখিলে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  হাদীছে হারাম লিখে অন্যে দেখিলে  শাফায়াত করবেন না নবী দাইয়ুছ হলে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  ১) সৃষ্টির সেরা জাতি হইয়া  তোমরা ঘুড়িও না পর্দা ছাড়া  সৃষ্টির সেরা জাতি হইয়া  তোমরা ঘুড়িও না পর্দা ছাড়া  কি জবাব দিবে তোমরা হিসাবের দিনে কি জবাব দিবে তোমরা হিসাবের দিনে।  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  ২) শোন নারী বিনয় করি  চলিওনা পর্দা ছাড়ি  শোন নারী বিনয় করি  চলিওনা পর্দা ছাড়ি  কী জবাব দিবে তোমরা হাশরের দিনে  কী জবাব দিবে তোমরা হাশরের দিনে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  ৩) অনেক কাটিং এর জামা পড়ে  ঠোঁটে-গালে আলতা মেখে  অনেক কাটিং এর জামা পড়ে  ঠোঁটে-গালে আলতা মেখে সিনেমা...

রমজান এলো রমজান এলো লিরিক্স romjan alo romjan alo lyrics

  রমজান এলো, রমজান এলো এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো এলো মাহে রমজান।  ১) ঈমানের রঙ্গে রাঙ্গাও হে ভাই ঈমানের রঙ্গে রাঙ্গাও হে ভাই তোমার দিল বাগান।  রমজান এলো, রমজান এলো এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো এলো মাহে রমজান।  ২) ইবাদতের মাসে সবাই, পূণ্য করো সঞ্চয়  প্রভুর কাছে কেঁদে কেঁদে, করো প্রভুর মন জয়।  ইবাদতের মাসে সবাই, পূণ্য করো সঞ্চয়  প্রভুর কাছে কেঁদে কেঁদে, করো প্রভুর মন জয়।  তোমার তরে মহান প্রভু, তোমার তরে মহান প্রভু বেহেশতটাকে সাজান.........… রমজান এলো, রমজান এলো এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো এলো মাহে রমজান।  ৩) রোজা রাখো, পড় তারাবীহ, করো তিলাওয়াত জান্নাতেরি নূরে নূরে করো, তোমারই দিল আবাদ। মাফ চেয়ে নাও প্রভুর কাছে মাফ চেয়ে নাও প্রভুর কাছে শোন ক্ষমার আযান..................... রমজান এলো, রমজান এলো এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো এলো মাহে রমজান।  ৪) তওবা করো, তবেই পাবে, পাক ঈমানের স্বাদ   শেষ দশকের ইতেকাফে, খোঁজ কদরের রাত।  রমজানে যে পায় না ক্ষমা  রমজানে যে পায় না ক্ষমা সেই তো নাদান……...

মাহে রমজান এলো বছর ঘুরে লিরিক্স mahe romzan alo bosor gure lyrics

  মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দ্বারে দ্বারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দ্বারে দ্বারে। ১) রহমতেরই বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে  রহমতেরী বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দ্বারে দ্বারে । ২) পাপী-তাপী আয়রে ছুটে, খোদার রহম তোরা নেরে লুটে, পাপী-তাপী আয়রে ছুটে, খোদার রহম তোরা নেরে লুটে, পাহাড় সমান গুনার বোঝা, পাহাড় সমান গুনার বোঝা, দিবেন রহিম সকল ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দ্বারে দ্বারে। ৩) গুনাহ মাফের এইতো সু্যোগ, খোদার রহম পাবার এইতো সু্যোগ, গুনাহ মাফের এইতো সু্যোগ, খোদার রহম পাবার এইতো সু্যোগ, এই সুযোগে নাওগো তুমি, এই সুযোগে নাওগো তুমি, খোদার রঙ্গে জীবন রঙ্গিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দ্বারে দ্বারে । মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দ্বারে দ্বারে।

মেরাজে যান আল্লাহর হাবীব|মেরাজের গজল লিরিক্স

 মেরাজে যান আল্লাহর হাবীব নবী কামলিওয়ালা  মেরাজে যান আল্লাহর হাবীব নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ,  ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ।  ১) গুপ্ত তথ্য প্রকাশিতে, ডাকলেন মাওলা মেরাজেতে   গুপ্ত তথ্য প্রকাশিতে, ডাকলেন মাওলা মেরাজেতে গভীর রাতে বোরাক চলে, আরশে মোয়াল্লা  গভীর রাতে বোরাক চলে, আরশে মোয়াল্লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ। ২) সকল নবী ইন্তেজারে, মসজিদুল আকসায় নবীর তরে  সকল নবী ইন্তেজারে মসজিদুল আকসায় নবীর তরে রাসূল নবী মুক্তাদি হলেন, ইমাম কামলিওয়ালা রাসূল নবী মুক্তাদি হলেন, ইমাম কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ৩) সিদরাতুল মুনতাহা ছাড়ি, রফরফে হলেন সাওয়ারি সিদরাতুল মুনতাহা ছাড়ি, রফরফে হলেন সাওয়ারি লা মোকামে গেলেন চলি, নবী কামলিওয়ালা লা মোকামে গেলেন চলি, নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ৪) জিবরাঈল আমীন থেমে গেল,         বোরাক রফরফ থমকে গেল  জি...

ও মদিনার বুলবুলি লিরিক্স o modinar bulbuli lyrics

 ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি  ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি  যতন করে হৃদয়ে মাঝে,  যতন করে হৃদয়ে মাঝে একা একা নিরিবিলি  ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি  ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ১) সে ফুলেরই পাঁপড়িগুলো, ঝরে পড়ে না  মুগ্ধ করা শোভাস তাহার, কভু শেষ হয় না  সেই ফুলের ওই পাপড়িগুলো ঝরে পড়ে না  মুগ্ধ করা সুবাস তাহার, কভু শেষ হয় না সেই সুবাসে ব্যাকুল হয়ে সেই সুবাসে ব্যাকুল হয়ে গাই তোমারি গিতালী  ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি যতন করে হৃদয়ে মাঝে যতন করে হৃদয়ে মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ২) মনের কাবায় তোমার ছবি নিত্যদিনই আঁকি  তোমার নামে ছন্দ মালা আর কবিতা লিখি  মনের কাবায় তোমার ছবি নিত্যদিনই আঁকি তোমার নামে ছন্দ মালা আর কবিতা লিখি  কবি-অকবির সাথে গড়ে স্বাধের মিতালী  ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি  ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি  যতন করে ...

Bi Hamdi rabbii abdaul muniea

Image
  Bi Hamdi rabbii abdaul munira  Summas swalaatu wassalaamus siirah. বিহামদি রাব্বী আবদাউল মুনীরাহ  সুম্মাস ছ্বলাতু ওয়াসাল্লামুস্ সিরাহ।  'alaa nabiyismuhu Muhammadu,  abūhu ábū ábdullahi minhu mufradu.                       'আলা নাবিয়্যিস্‌মুহু মুহাম্মদু,                      আবূহু 'আব্দুল্লাহি মিন্‌হু মুফরাদু Wa jadduhu shaybatu ábdul mutthwalib  Min nasli ádnāna wa asluhul árab  ওয়া জাদ্দুহু শায়বাতু 'আব্দুল মুত্ত্বালিব  মিন্ নাসলি 'আদনানা ওয়া আসলুহুল 'আরাব Wa ummuhu bintun liwahbin āminah Azdāduhu baina quraishin kāenah ওয়া উম্মুহু বিন্‌তুন্ লিওয়াহ্‌বিন্ আমিনাহ  আজদাদুহু বাইনা ক্বুরাইশিন কা-ই-নাহ।               Maoliduhu filbaladil amīni               Áma qudūmil fīli littabýini             মাওলিদুহু ফিল্ বালাদিল্ আম...

দুঃখের দিনের দরদী মোর

 দুঃখের দিনের দরদী মোর  নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা  তুমি আসবে জানি এই আঁধার রাতে  জ্বলবে চেরাগ লা লা  দুঃখের দিনের দরদী মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা  ১) জাগবে যবে বক্ষে আমার  অপার তৃষ্ণা সাত সাহারার,  জাগবে যবে বক্ষে আমার অপার তৃষ্ণা সাত সাহারার,  জানি ধরবে তুলে কণ্ঠে আমার  জানি ধরবে তুলে কণ্ঠে আমার  কাওছারের পিয়ালা ।  নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। ২) মাঝ ধরিয়ায় উঠলো তুফান  তায় না আমি ডরি,  জানি আমার করে নিবে তোমার  শাফায়াতের তরী  মাঝ ধরিয়ায় উঠলো তুফান  তায় না আমি ডরি  জানি আমার করে নিবে তোমার  শাফায়াতের তরী  তোমায় বেঘুম নয়ন জানি কর  তোমায় বেঘুম নয়ন জানি কর  আমার নেগাহ বাণী। রাঙবে ধুসর দিনগুলি মোর  তোমার আঁখির জ্বলে ।

মা বাবার কথা মতো যেজন চলে না লিরিক্স ma babar Kotha Moto jezon Chile lyrics

 মা বাবার কথা মতো যেজন চলে না  মা বাবার কথা মতো যেজন চলে না  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা । মা-বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে  মা-বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না  মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা । মা-বাবা অতি আপন,মা-বাবার কর যত্ন তিন কথার সাথী পাইয়া ভুইলা যাইওনা । আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা ।  জান্নাতেরী ঠিকানা খুঁজে তুমি পাইলানা।  মা-বাবার পায়ের নীচে খুঁজে দেখনা ।  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা । জান্নাত মায়ের পায়ের নীচে,বলছেন নবী হাদিসেতে  দয়াল নবীর কথা তোমার ভাল লাগে না  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা । তোফাজ্জল ডাইকা বলে মা-বাবার দোয়া পেলে দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা । মা বাবা...

সালাত ও সালাম গো আমার লিরিক্স salat o salam go Amar lyrics

 ✔সালাত ও সালাম গো আমার দরুদ ও সালাম গো আমার কইরো নবীর রওজায় তোমরা যদি যাওগো মদিনায়  ১) মদিনা শরীফের মাটি, চোখে মুখে বুকে মাখিও এমন পবিত্র মাটি আমার নবীর রওজায়  ২) মদিনা শরীফের মাঝে রিয়াজুল জান্নাত আছে ও  সেই স্থানে পড়লে নামাজ পাপীরে গুনাহ থাকে না  ৩) মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটি মিম্বর আছেও সেই মিম্বরে খুতবা দিতে আমার নবী মোস্তফায়  ৪)  উড়ে যাওরে ময়না পাখি কইও আমার সালাম খানিও  উদাসীরে কইরা পাগল ঘুমাইয়া আছেন মদিনায় ৫)মদিনে শরীফকি মেটি রুখফে মালো ধীরে ধীরে এ্যায়ছি মিট্‌টি কাহি নেহি হে আউর কাহিনা পায়ি 

আমাকে দাও সে ঈমান amake dao se iman lyrics

১) আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান  আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান  যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে, গায় জীবনের গান। আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান  যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে, গায় জীবনের গান।  ২)  আল কুরআনের আহবানে হেরার পথে এসে  জীবন দেবার স্বপ্ন ছিল দ্বীনকে ভালবেসে  আমাকে দাও সে আবেগ, দাও সে ঈমান, প্রভু হে রহীম রহমান। ৩) কোনো এক শহীদ আমার সুনীল আকাশ জুড়ে  হাজার তারার জ্বালতো প্রদীপ স্মৃতির ব্যাথা জুড়ে  সে দিন যেমন পেরিয়ে গেছি সকল বাধা গুলো  সকাল সাঝে থাকতো লেগে পায়ে পথের ধুলো  সে দিন গুলো মুখর ছিল, মধুর ছিল সতেজ ও দ্বীপ্ত ছিল প্রান  আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান  যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গায় জীবনের গান

ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় লিরিক্স icche have amader here modinay lyrics

 💝 ইচ্ছে জাগে আমাদের যেতে যদিনায়   💞 ইচ্ছে জাগে চুমো খেতে সোনালী রওজায়  🏵️ ইচ্ছে জাগে চুমো খেতে নূরানী পর্দায় 🌹 ১) সারা বছর আশেকগণ, জিয়ারত করে জিলহজ্বে হাজীরা হজ্ব পালন করে। সারা বছর আশেকগণ, জিয়ারত করে জিলহজ্বে হাজীরা হজ্ব পালন করে তাদেরই সঙ্গী হতে আমার মন চায় ইচ্ছে জাগে চুমো খেতে সোনালী রওজায় ইচ্ছে জাগে চুমো খেতে নূরানী পর্দায় ২) নবীর দীদার যাদের নসীব হয়েছে, নিশ্চিত জান্নাতী তারা হয়েছে।  নবীর দীদার যাদের নসীব হয়েছে, নিশ্চিত জান্নাতী তারা হয়েছে। পরকালে তাদের নেই কোন ভয়।  ইচ্ছে জাগে চুমো খেতে সোনালী রওজায়   ইচ্ছে জাগে চুমো খেতে নূরানী পর্দায় ৩) আমি তো অধম যেতে পারি নাই, কাবারই কাবা সোনার মদিনায়  আমি তো অধম যেতে পারি নাই, কাবারই কাবা সোনার মদিনায় তাইতো কাঁদি আমি যেতে যদিনায়। ইচ্ছে জাগে চুমো খেতে সোনালী রওজায় ইচ্ছে জাগে চুমো খেতে নূরানী পর্দায় ৪) রওজার পাশে আমি নামাজ পড়িব নবিজীকে আমি সালাম জানাব রওজার পাশে আমি নামাজ পড়িব নবিজীকে আমি সালাম জানাব সে আশায় কেঁদে আমি বুকটি ভাসাই।  ইচ্ছে জাগে চুমো খেতে সোনালী রওজায়  ইচ...