Posts

সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে লিরিক্স

  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  হাদিসে হারাম লিখে অন্যে দেখিলে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  হাদীছে হারাম লিখে অন্যে দেখিলে  শাফায়াত করবেন না নবী দাইয়ুছ হলে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  ১) সৃষ্টির সেরা জাতি হইয়া  তোমরা ঘুড়িও না পর্দা ছাড়া  সৃষ্টির সেরা জাতি হইয়া  তোমরা ঘুড়িও না পর্দা ছাড়া  কি জবাব দিবে তোমরা হিসাবের দিনে কি জবাব দিবে তোমরা হিসাবের দিনে।  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  ২) শোন নারী বিনয় করি  চলিওনা পর্দা ছাড়ি  শোন নারী বিনয় করি  চলিওনা পর্দা ছাড়ি  কী জবাব দিবে তোমরা হাশরের দিনে  কী জবাব দিবে তোমরা হাশরের দিনে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  ৩) অনেক কাটিং এর জামা পড়ে  ঠোঁটে-গালে আলতা মেখে  অনেক কাটিং এর জামা পড়ে  ঠোঁটে-গালে আলতা মেখে সিনেমা...

দিকে দিকে হাসি লিরিক্স dikhe dikhe hasi lukhe Luke luke Khushi lyrics

দিকে দিকে হাসি। লোকে লোকে খুশি। সব পুলকে দোলেরে, চলছেন নবী মেরাজে। ১) এই ফুর্তির দোলা জাগে চাঁদ সিতারায়,          জাগিছে দোলকে-ভূলোকে। সাজিয়াছে জান্নাত,       গাহে হুর মালায়েক,            দরুদ হরসে পুলকে। ডাকি বারী তায়ালা মাহবুবে আলা,  এসো গো মোর দরবারে। চলছেন নবী মেরাজে।। ২) মৌ মৌ গন্ধে ভরপুর চারিদিক        মারহাবা মারহাবা কলতান, উছলিত কাউছার, জান্নাতি দ্বার সব     খুলিয়া দিয়াছেন রিদওয়ান। উঠে রনি রনি সালাম ধ্বনি  মিলন বিণা বাঝেরে।  চলছেন নবী মেরাজে। ৩) চলে আজি বোরাক       পিছে ফেলে ছায়াপথ,       দোলক-ভূলোক বেদিয়া। নূরানি পথ ধরে ফেলে সাত আসমান  সিদরাতুল মুনতাহা ছেদিয়া। চলে চারু ছন্দে নাচিয়া আনন্দে,  পিঠে নিয়ে মোর নবীকে। চলছেন নবী মেরাজে।। - মাওলানা কবি রুহুল আমীন খান

লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না লিরিক্স

  লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না  হংকং বেইজিং টকিও  সিঙ্গাপুর চাইনা  লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না  হংকং বেইজিং টকিও সিঙ্গাপুর চাইনা  মন আমার যেতে চায় এই দুনিয়ার   মন আমার যেতে চায় এই দুনিয়ায় একটি জায়গায়  সেই জায়গাটির নাম হল সোনার মদিনা  সেই জায়গাটির নাম হল সোনার মদিনা  সোনার মদিনা আমার প্রানের মদিনা  সোনার মদিনা আমার প্রানের মদিনা   ১) নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়ার পাগল  যশ খ্যাতির বাড়াবাড়ি চলছে অনর্গল  নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়ার পাগল   যশ খ্যাতির বাড়াবাড়ি চলছে অনর্গল  নারী  গাড়ি যশ খ্যাতির নাইরে কামনা  নবীর রওজায় যাব আমি মনের বাসনা  নারী গাড়ি যশ খাতির নাইরে কামনা  নবীর রওজায় যাব আমি মনের বাসনা  সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা  সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা  সোনার মদিনা আমার প্রানের মদিনা  সোনার মদিনা আমার প্রানের মদিনা  লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না  হংকং বেইজিং টকিও সিঙ্গাপুর...

নিখিলের চির সুন্দর সৃষ্টি লিরিক্স Nikhiler chiro Sundar srishti lyrics

 নিখিলের চির সুন্দর সৃষ্টি -------- গোলাম মোস্তফা  নিখিলের চির সুন্দর সৃষ্টি  আমার মোহাম্মদ রাসুল  কুল মাখলুকাতের গুলবাগে  যেন একটি ফোটা ফুল।  * নূরের রবি যে আমার নবী  পূণ্য করুণা ও প্রেমের ছবি  মহিমা গায় তারি নিখিল কবি  কেউ নয় তার সমতুল।  * পিয়ারা নবী যেই এলো দুনিয়ায়  হাসিল নিখিল আলোক আভায়  পুলক লাগিল তরু ও লতায়  খুশিতে সবাই মশগুল  * আঁধার রাতের সে যে চাঁদের কিরণ  মরু সাহারার বুকে সুধা বরিষন   নিরব ধরার গুলবাগিচাতে  যেন  গান গেতে এলো বুলবুল ।।

নবী মোর পরশ মনি লিরিক্স nobi porosh moni lyrics

  নবী মোর পরশ মনি  নবী মোর সোনার খনি,  নবী নাম জপে যে জন  সেই তো দোজাহানের ধনী  নবী মোর নূরে খোদা  তার তরে সকল পয়দা  আদমের কলবেতে  তাঁরই নূরের রওশানি  ওই নামে সুর ধরিয়া  পাখি যায় গান করিয়া  যে নামে আকুল হয়ে  ফুল ফুটে সোনার বরণি  চাঁদ সূরোজ গ্রহ তারা  তারই নূরের ইশারা  নইলে যে অন্ধকারে  ডুবি তো এই ধরণী  ওই নামে মধু মাখা  যে নামে জাদু রাখা  ওই নামে মজনু হলো  মাওলা আমার কাদের গনি  নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে  কাণ্ডারী হইয়া নবী  পার করিবেন সেই তরনী

রমজান এলো রমজান এলো লিরিক্স romjan alo romjan alo lyrics

  রমজান এলো, রমজান এলো এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো এলো মাহে রমজান।  ১) ঈমানের রঙ্গে রাঙ্গাও হে ভাই ঈমানের রঙ্গে রাঙ্গাও হে ভাই তোমার দিল বাগান।  রমজান এলো, রমজান এলো এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো এলো মাহে রমজান।  ২) ইবাদতের মাসে সবাই, পূণ্য করো সঞ্চয়  প্রভুর কাছে কেঁদে কেঁদে, করো প্রভুর মন জয়।  ইবাদতের মাসে সবাই, পূণ্য করো সঞ্চয়  প্রভুর কাছে কেঁদে কেঁদে, করো প্রভুর মন জয়।  তোমার তরে মহান প্রভু, তোমার তরে মহান প্রভু বেহেশতটাকে সাজান.........… রমজান এলো, রমজান এলো এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো এলো মাহে রমজান।  ৩) রোজা রাখো, পড় তারাবীহ, করো তিলাওয়াত জান্নাতেরি নূরে নূরে করো, তোমারই দিল আবাদ। মাফ চেয়ে নাও প্রভুর কাছে মাফ চেয়ে নাও প্রভুর কাছে শোন ক্ষমার আযান..................... রমজান এলো, রমজান এলো এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো এলো মাহে রমজান।  ৪) তওবা করো, তবেই পাবে, পাক ঈমানের স্বাদ   শেষ দশকের ইতেকাফে, খোঁজ কদরের রাত।  রমজানে যে পায় না ক্ষমা  রমজানে যে পায় না ক্ষমা সেই তো নাদান……...

মাহে রমজান এলো বছর ঘুরে লিরিক্স mahe romzan alo bosor gure lyrics

  মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দ্বারে দ্বারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দ্বারে দ্বারে। ১) রহমতেরই বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে  রহমতেরী বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দ্বারে দ্বারে । ২) পাপী-তাপী আয়রে ছুটে, খোদার রহম তোরা নেরে লুটে, পাপী-তাপী আয়রে ছুটে, খোদার রহম তোরা নেরে লুটে, পাহাড় সমান গুনার বোঝা, পাহাড় সমান গুনার বোঝা, দিবেন রহিম সকল ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দ্বারে দ্বারে। ৩) গুনাহ মাফের এইতো সু্যোগ, খোদার রহম পাবার এইতো সু্যোগ, গুনাহ মাফের এইতো সু্যোগ, খোদার রহম পাবার এইতো সু্যোগ, এই সুযোগে নাওগো তুমি, এই সুযোগে নাওগো তুমি, খোদার রঙ্গে জীবন রঙ্গিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দ্বারে দ্বারে । মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দ্বারে দ্বারে।

মেরাজে যান আল্লাহর হাবীব|মেরাজের গজল লিরিক্স

 মেরাজে যান আল্লাহর হাবীব নবী কামলিওয়ালা  মেরাজে যান আল্লাহর হাবীব নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ,  ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ।  ১) গুপ্ত তথ্য প্রকাশিতে, ডাকলেন মাওলা মেরাজেতে   গুপ্ত তথ্য প্রকাশিতে, ডাকলেন মাওলা মেরাজেতে গভীর রাতে বোরাক চলে, আরশে মোয়াল্লা  গভীর রাতে বোরাক চলে, আরশে মোয়াল্লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ। ২) সকল নবী ইন্তেজারে, মসজিদুল আকসায় নবীর তরে  সকল নবী ইন্তেজারে মসজিদুল আকসায় নবীর তরে রাসূল নবী মুক্তাদি হলেন, ইমাম কামলিওয়ালা রাসূল নবী মুক্তাদি হলেন, ইমাম কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ৩) সিদরাতুল মুনতাহা ছাড়ি, রফরফে হলেন সাওয়ারি সিদরাতুল মুনতাহা ছাড়ি, রফরফে হলেন সাওয়ারি লা মোকামে গেলেন চলি, নবী কামলিওয়ালা লা মোকামে গেলেন চলি, নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ৪) জিবরাঈল আমীন থেমে গেল,         বোরাক রফরফ থমকে গেল  জি...

ও মদিনার বুলবুলি লিরিক্স o modinar bulbuli lyrics

 ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি  ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি  যতন করে হৃদয়ে মাঝে,  যতন করে হৃদয়ে মাঝে একা একা নিরিবিলি  ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি  ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ১) সে ফুলেরই পাঁপড়িগুলো, ঝরে পড়ে না  মুগ্ধ করা শোভাস তাহার, কভু শেষ হয় না  সেই ফুলের ওই পাপড়িগুলো ঝরে পড়ে না  মুগ্ধ করা সুবাস তাহার, কভু শেষ হয় না সেই সুবাসে ব্যাকুল হয়ে সেই সুবাসে ব্যাকুল হয়ে গাই তোমারি গিতালী  ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি যতন করে হৃদয়ে মাঝে যতন করে হৃদয়ে মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ২) মনের কাবায় তোমার ছবি নিত্যদিনই আঁকি  তোমার নামে ছন্দ মালা আর কবিতা লিখি  মনের কাবায় তোমার ছবি নিত্যদিনই আঁকি তোমার নামে ছন্দ মালা আর কবিতা লিখি  কবি-অকবির সাথে গড়ে স্বাধের মিতালী  ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি  ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি  যতন করে ...

Bi Hamdi rabbii abdaul muniea

Image
  Bi Hamdi rabbii abdaul munira  Summas swalaatu wassalaamus siirah. বিহামদি রাব্বী আবদাউল মুনীরাহ  সুম্মাস ছ্বলাতু ওয়াসাল্লামুস্ সিরাহ।  'alaa nabiyismuhu Muhammadu,  abūhu ábū ábdullahi minhu mufradu.                       'আলা নাবিয়্যিস্‌মুহু মুহাম্মদু,                      আবূহু 'আব্দুল্লাহি মিন্‌হু মুফরাদু Wa jadduhu shaybatu ábdul mutthwalib  Min nasli ádnāna wa asluhul árab  ওয়া জাদ্দুহু শায়বাতু 'আব্দুল মুত্ত্বালিব  মিন্ নাসলি 'আদনানা ওয়া আসলুহুল 'আরাব Wa ummuhu bintun liwahbin āminah Azdāduhu baina quraishin kāenah ওয়া উম্মুহু বিন্‌তুন্ লিওয়াহ্‌বিন্ আমিনাহ  আজদাদুহু বাইনা ক্বুরাইশিন কা-ই-নাহ।               Maoliduhu filbaladil amīni               Áma qudūmil fīli littabýini             মাওলিদুহু ফিল্ বালাদিল্ আম...

দুঃখের দিনের দরদী মোর

 দুঃখের দিনের দরদী মোর  নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা  তুমি আসবে জানি এই আঁধার রাতে  জ্বলবে চেরাগ লা লা  দুঃখের দিনের দরদী মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা  ১) জাগবে যবে বক্ষে আমার  অপার তৃষ্ণা সাত সাহারার,  জাগবে যবে বক্ষে আমার অপার তৃষ্ণা সাত সাহারার,  জানি ধরবে তুলে কণ্ঠে আমার  জানি ধরবে তুলে কণ্ঠে আমার  কাওছারের পিয়ালা ।  নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। ২) মাঝ ধরিয়ায় উঠলো তুফান  তায় না আমি ডরি,  জানি আমার করে নিবে তোমার  শাফায়াতের তরী  মাঝ ধরিয়ায় উঠলো তুফান  তায় না আমি ডরি  জানি আমার করে নিবে তোমার  শাফায়াতের তরী  তোমায় বেঘুম নয়ন জানি কর  তোমায় বেঘুম নয়ন জানি কর  আমার নেগাহ বাণী। রাঙবে ধুসর দিনগুলি মোর  তোমার আঁখির জ্বলে ।