Posts

সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে লিরিক্স

  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  হাদিসে হারাম লিখে অন্যে দেখিলে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  হাদীছে হারাম লিখে অন্যে দেখিলে  শাফায়াত করবেন না নবী দাইয়ুছ হলে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  ১) সৃষ্টির সেরা জাতি হইয়া  তোমরা ঘুড়িও না পর্দা ছাড়া  সৃষ্টির সেরা জাতি হইয়া  তোমরা ঘুড়িও না পর্দা ছাড়া  কি জবাব দিবে তোমরা হিসাবের দিনে কি জবাব দিবে তোমরা হিসাবের দিনে।  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  ২) শোন নারী বিনয় করি  চলিওনা পর্দা ছাড়ি  শোন নারী বিনয় করি  চলিওনা পর্দা ছাড়ি  কী জবাব দিবে তোমরা হাশরের দিনে  কী জবাব দিবে তোমরা হাশরের দিনে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  ৩) অনেক কাটিং এর জামা পড়ে  ঠোঁটে-গালে আলতা মেখে  অনেক কাটিং এর জামা পড়ে  ঠোঁটে-গালে আলতা মেখে সিনেমা...

ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী লিরিক্স Eid miladunnabi eid miladunnabi lyrics

Image
ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  খুশিতে দোলে আজকে সৃষ্টির সবি  খুশিতে দোলে আজ কে সৃষ্টির সবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ১) রহমতে আলা নুরে মুজাসসাম  সৃষ্টি তোমার নূরে আরশ ও ক্বলম রহমতে আলা নূরে মুজাসসাম  সৃষ্টি তোমার নূরে আরশ ও ক্বলম  ধরার বুকে এলে ওগো রবি  ধরার বুকে এলে ওগো রবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ২) আজকে ধরায় লাখো ফেরেশতায়  মারহাবা ইয়া রাসূল সুরে সুরে গায়  আজকে ধরায় লাখো ফেরেশতায়  মারহাবা ইয়া রাসূল সুরে সুরে গায় গুনগুন গান গায় ভ্রমরা সবি  গুনগুন গান গায় ভ্রমরা সবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ৩)  ধন্য মা আমেনা পেয়ে শাহে মদিনা  যাঁর প্রেমে এ নিখিল হলো যে দেওয়ানা  ধন্য মা আমেনা পেয়ে শাহে মদিনা  যাঁর প্রেমে এ নিখিল হলো যে দেওয়ানা  সব নবীদের মাঝে তব ছবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী   ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী...

Meri ulfat Madine se youn hi nahi lyrics মেরি উলফত মাদিনে সে ইউ হি নাহি লিরিক্স

  Meri ulfat Madine se youn hi nahi Mere aaqa ka rouza Madine mein hai Mein Madine ki jaanib na kaise khinchu mera deen aur dunya madine mein hai মেরি উলফত মাদিনে সে ইয়ু হি নাহি  মেরে আকা কা রওজা মাদিনে মে হ্যায়  মে মদিনে কি জানিব না কয়ছে খিঁচু  মেরা দ্বীন অর দুনিয়া মদিনে মে হ্যায় arsh e azam se jis ki barri shaan hai roza e mustafa jis ki pehchaan hai jis ka humpalla koi muhalla nahi Eik aisa muhalla Madine mein hai  আরশ ই আজম সে জিস কি বারি শান হ্যায়  রোজা ই মোস্তফা জিস কি পেহচান হ্যায়  জিস কা হাম্পাল্লা কোয়ি মুহাল্লা নাহি  ইক এয়সা মুহাল্লা মদিনে মে হ্যায় phir mujhe maut ka koi khatra na ho maut kya zindagi ki bhi parwa na ho kaash sarkar eik baar mujh se kahein ab tera marna jeena Madine mein hai  ফির মুঝে মাউত কা কোয়ি খাতরা না হো  মৌত কিয়া জিন্দেগি কি ভি পরওয়া না হো  কাশ সরকার এক বার মুজ সে কাহেঁ  আব তেরা মারনা জীনা মদিনে মেঁ হ্যায় Sarware do jahaa se dua hai meri Han bado chashmey tar ilteja hai meri Un ki fe...

তোরা দেখে যা আমিনা মায়ের কোলে লিরিক্স tura dekhe ja amina mayer khule lyrics

 তোরা দেখে যা আমিনা মায়ের কোলে  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।  মধু পূর্ণিমারী সেথা চাঁদ দোলে যেন উষার কোলে রাঙ্গা রবি দোলে।  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।  ১) কুল মাখলুকে আজি ধ্বনি ওঠে, কে এল ঐ, কলেমা শাহাদতের বাণী ঠোঁটে, কে এল ঐ,  খোদার জ্যোতিঃ পেশানিতে ফোটে, কে এল ঐ,  আকাশ গ্রহ তারা প-ড়ে লুটে-কে এল ঐ  পড়ে দরুদ ফেরেশ্তা, বেহেশতে সব দুয়ার খোলে  পড়ে দরুদ ফেরেশ্তা, বেহেশতে সব দুয়ার খোলে  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।  মানুষে মানুষের অধিকার দিল যে-জন,  ২) “এক আল্লাহ ছাড়া প্রভু নাই" - কহিল যে জন,  মানুষের লাগি চির-দীন বেশ ধরিল যে-জন,  বাদশা-ফকিরে এক শামিল করিল যে জন-  এল ধরায় দরা দিতে সেই সে নবী  ব্যাথিত মানবের ধ্যানের ছবি,  (আজি) মাতিল বিশ্ব-নিখিল মুক্তি-কলরোলে (আজি) মাতিল বিশ্ব-নিখিল মুক্তি-কলরোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে । 

মন আমার বাঁধা মানে না লিরিক্স

মন আমার বাঁধা মানে না  যেতে চাই সোনার মদিনা  মন আমার বাঁধা মানে না  যেতে চাই সোনার মদিনা সেই মদিনা যাব আমি  মন আর তো সহে না  √ আবেগ মাখা সুর দিয়ে মন ডাকি প্রতিদিনে   রোজ হাশরে নেই শাফায়াত নবী তুমি বিনে আবেগ মাখা সুর দিয়ে ডাকি প্রতিদিনে  রোজ হাশরে নেই শাফায়াত তুমি নবী বিনে সেই দিনেতে রেখো মনে ভুলে যেও না। √ তোমার নামেই কবিতা, লিখি যে গান কত  তোমার প্রেমের অশ্রু ফোঁটা ঝরে অবিরত  তোমার নামেই কবিতা, লিখি যে গান কত  তোমার প্রেমের অশ্রু ফুটা ঝরে অবিরত নিত্যদিনে তোমার ওই নাম জপি মদিনা ✓ জীবন বাজি রাখতে পারি, নবী তোমার তরে  তোমারি নাম নূর মোহাম্মদ আঁকি হৃদয় জুড়ে  জীবন বাজি রাখতে পারি, নবী তোমার তরে  তোমারি নাম নূর মোহাম্মদ আঁকি হৃদয় জুড়ে পুষ্প কাননের মত, ঝরে যেও না

দিকে দিকে হাসি লিরিক্স dikhe dikhe hasi lukhe Luke luke Khushi lyrics

দিকে দিকে হাসি। লোকে লোকে খুশি। সব পুলকে দোলেরে, চলছেন নবী মেরাজে। ১) এই ফুর্তির দোলা জাগে চাঁদ সিতারায়,          জাগিছে দোলকে-ভূলোকে। সাজিয়াছে জান্নাত,       গাহে হুর মালায়েক,            দরুদ হরসে পুলকে। ডাকি বারী তায়ালা মাহবুবে আলা,  এসো গো মোর দরবারে। চলছেন নবী মেরাজে।। ২) মৌ মৌ গন্ধে ভরপুর চারিদিক        মারহাবা মারহাবা কলতান, উছলিত কাউছার, জান্নাতি দ্বার সব     খুলিয়া দিয়াছেন রিদওয়ান। উঠে রনি রনি সালাম ধ্বনি  মিলন বিণা বাঝেরে।  চলছেন নবী মেরাজে। ৩) চলে আজি বোরাক       পিছে ফেলে ছায়াপথ,       দোলক-ভূলোক বেদিয়া। নূরানি পথ ধরে ফেলে সাত আসমান  সিদরাতুল মুনতাহা ছেদিয়া। চলে চারু ছন্দে নাচিয়া আনন্দে,  পিঠে নিয়ে মোর নবীকে। চলছেন নবী মেরাজে।। - মাওলানা কবি রুহুল আমীন খান

লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না লিরিক্স

  লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না  হংকং বেইজিং টকিও  সিঙ্গাপুর চাইনা  লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না  হংকং বেইজিং টকিও সিঙ্গাপুর চাইনা  মন আমার যেতে চায় এই দুনিয়ার   মন আমার যেতে চায় এই দুনিয়ায় একটি জায়গায়  সেই জায়গাটির নাম হল সোনার মদিনা  সেই জায়গাটির নাম হল সোনার মদিনা  সোনার মদিনা আমার প্রানের মদিনা  সোনার মদিনা আমার প্রানের মদিনা   ১) নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়ার পাগল  যশ খ্যাতির বাড়াবাড়ি চলছে অনর্গল  নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়ার পাগল   যশ খ্যাতির বাড়াবাড়ি চলছে অনর্গল  নারী  গাড়ি যশ খ্যাতির নাইরে কামনা  নবীর রওজায় যাব আমি মনের বাসনা  নারী গাড়ি যশ খাতির নাইরে কামনা  নবীর রওজায় যাব আমি মনের বাসনা  সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা  সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা  সোনার মদিনা আমার প্রানের মদিনা  সোনার মদিনা আমার প্রানের মদিনা  লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না  হংকং বেইজিং টকিও সিঙ্গাপুর...

নিখিলের চির সুন্দর সৃষ্টি লিরিক্স Nikhiler chiro Sundar srishti lyrics

 নিখিলের চির সুন্দর সৃষ্টি -------- গোলাম মোস্তফা  নিখিলের চির সুন্দর সৃষ্টি  আমার মোহাম্মদ রাসুল  কুল মাখলুকাতের গুলবাগে  যেন একটি ফোটা ফুল।  * নূরের রবি যে আমার নবী  পূণ্য করুণা ও প্রেমের ছবি  মহিমা গায় তারি নিখিল কবি  কেউ নয় তার সমতুল।  * পিয়ারা নবী যেই এলো দুনিয়ায়  হাসিল নিখিল আলোক আভায়  পুলক লাগিল তরু ও লতায়  খুশিতে সবাই মশগুল  * আঁধার রাতের সে যে চাঁদের কিরণ  মরু সাহারার বুকে সুধা বরিষন   নিরব ধরার গুলবাগিচাতে  যেন  গান গেতে এলো বুলবুল ।।

নবী মোর পরশ মনি লিরিক্স nobi porosh moni lyrics

  নবী মোর পরশ মনি  নবী মোর সোনার খনি,  নবী নাম জপে যে জন  সেই তো দোজাহানের ধনী  নবী মোর নূরে খোদা  তার তরে সকল পয়দা  আদমের কলবেতে  তাঁরই নূরের রওশানি  ওই নামে সুর ধরিয়া  পাখি যায় গান করিয়া  যে নামে আকুল হয়ে  ফুল ফুটে সোনার বরণি  চাঁদ সূরোজ গ্রহ তারা  তারই নূরের ইশারা  নইলে যে অন্ধকারে  ডুবি তো এই ধরণী  ওই নামে মধু মাখা  যে নামে জাদু রাখা  ওই নামে মজনু হলো  মাওলা আমার কাদের গনি  নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে  কাণ্ডারী হইয়া নবী  পার করিবেন সেই তরনী

রমজান এলো রমজান এলো লিরিক্স romjan alo romjan alo lyrics

  রমজান এলো, রমজান এলো এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো এলো মাহে রমজান।  ১) ঈমানের রঙ্গে রাঙ্গাও হে ভাই ঈমানের রঙ্গে রাঙ্গাও হে ভাই তোমার দিল বাগান।  রমজান এলো, রমজান এলো এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো এলো মাহে রমজান।  ২) ইবাদতের মাসে সবাই, পূণ্য করো সঞ্চয়  প্রভুর কাছে কেঁদে কেঁদে, করো প্রভুর মন জয়।  ইবাদতের মাসে সবাই, পূণ্য করো সঞ্চয়  প্রভুর কাছে কেঁদে কেঁদে, করো প্রভুর মন জয়।  তোমার তরে মহান প্রভু, তোমার তরে মহান প্রভু বেহেশতটাকে সাজান.........… রমজান এলো, রমজান এলো এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো এলো মাহে রমজান।  ৩) রোজা রাখো, পড় তারাবীহ, করো তিলাওয়াত জান্নাতেরি নূরে নূরে করো, তোমারই দিল আবাদ। মাফ চেয়ে নাও প্রভুর কাছে মাফ চেয়ে নাও প্রভুর কাছে শোন ক্ষমার আযান..................... রমজান এলো, রমজান এলো এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো এলো মাহে রমজান।  ৪) তওবা করো, তবেই পাবে, পাক ঈমানের স্বাদ   শেষ দশকের ইতেকাফে, খোঁজ কদরের রাত।  রমজানে যে পায় না ক্ষমা  রমজানে যে পায় না ক্ষমা সেই তো নাদান……...

মাহে রমজান এলো বছর ঘুরে লিরিক্স mahe romzan alo bosor gure lyrics

  মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দ্বারে দ্বারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দ্বারে দ্বারে। ১) রহমতেরই বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে  রহমতেরী বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দ্বারে দ্বারে । ২) পাপী-তাপী আয়রে ছুটে, খোদার রহম তোরা নেরে লুটে, পাপী-তাপী আয়রে ছুটে, খোদার রহম তোরা নেরে লুটে, পাহাড় সমান গুনার বোঝা, পাহাড় সমান গুনার বোঝা, দিবেন রহিম সকল ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দ্বারে দ্বারে। ৩) গুনাহ মাফের এইতো সু্যোগ, খোদার রহম পাবার এইতো সু্যোগ, গুনাহ মাফের এইতো সু্যোগ, খোদার রহম পাবার এইতো সু্যোগ, এই সুযোগে নাওগো তুমি, এই সুযোগে নাওগো তুমি, খোদার রঙ্গে জীবন রঙ্গিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দ্বারে দ্বারে । মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দ্বারে দ্বারে।