Posts

ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী লিরিক্স Eid miladunnabi eid miladunnabi lyrics

Image
ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  খুশিতে দোলে আজকে সৃষ্টির সবি  খুশিতে দোলে আজ কে সৃষ্টির সবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ১) রহমতে আলা নুরে মুজাসসাম  সৃষ্টি তোমার নূরে আরশ ও ক্বলম রহমতে আলা নূরে মুজাসসাম  সৃষ্টি তোমার নূরে আরশ ও ক্বলম  ধরার বুকে এলে ওগো রবি  ধরার বুকে এলে ওগো রবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ২) আজকে ধরায় লাখো ফেরেশতায়  মারহাবা ইয়া রাসূল সুরে সুরে গায়  আজকে ধরায় লাখো ফেরেশতায়  মারহাবা ইয়া রাসূল সুরে সুরে গায় গুনগুন গান গায় ভ্রমরা সবি  গুনগুন গান গায় ভ্রমরা সবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ৩)  ধন্য মা আমেনা পেয়ে শাহে মদিনা  যাঁর প্রেমে এ নিখিল হলো যে দেওয়ানা  ধন্য মা আমেনা পেয়ে শাহে মদিনা  যাঁর প্রেমে এ নিখিল হলো যে দেওয়ানা  সব নবীদের মাঝে তব ছবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী   ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী...

Meri ulfat Madine se youn hi nahi lyrics মেরি উলফত মাদিনে সে ইউ হি নাহি লিরিক্স

  Meri ulfat Madine se youn hi nahi Mere aaqa ka rouza Madine mein hai Mein Madine ki jaanib na kaise khinchu mera deen aur dunya madine mein hai মেরি উলফত মাদিনে সে ইউ হি নাহি  মেরে আকা কা রওজা মাদিনে মে হ্যায়  মে মদিনে কি জানিব না কয়ছে খিঁচু  মেরা দ্বীন অর দুনিয়া মদিনে মে হ্যায় arsh e azam se jis ki barri shaan hai roza e mustafa jis ki pehchaan hai jis ka humpalla koi muhalla nahi Eik aisa muhalla Madine mein hai  আরশ ই আজম সে জিস কি বারি শান হ্যায়  রোজা ই মোস্তফা জিস কি পেহচান হ্যায়  জিস কা হাম্পাল্লা কোয়ি মুহাল্লা নাহি  ইক এয়সা মুহাল্লা মদিনে মে হ্যায় phir mujhe maut ka koi khatra na ho maut kya zindagi ki bhi parwa na ho kaash sarkar eik baar mujh se kahein ab tera marna jeena Madine mein hai  ফির মুঝে মাউত কা কোয়ি খাতরা না হো  মৌত কিয়া জিন্দেগি কি ভি পরওয়া না হো  কাশ সরকার এক বার মুজ সে কাহেঁ  আব তেরা মারনা জীনা মদিনে মেঁ হ্যায় Sarware do jahaa se dua hai meri Han bado chashmey tar ilteja hai meri Un ki feh-...

তোরা দেখে যা আমিনা মায়ের কোলে লিরিক্স tura dekhe ja amina mayer khule lyrics

 তোরা দেখে যা আমিনা মায়ের কোলে  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।  মধু পূর্ণিমারী সেথা চাঁদ দোলে যেন উষার কোলে রাঙ্গা রবি দোলে।  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।  ১) কুল মাখলুকে আজি ধ্বনি ওঠে, কে এল ঐ, কলেমা শাহাদতের বাণী ঠোঁটে, কে এল ঐ,  খোদার জ্যোতিঃ পেশানিতে ফোটে, কে এল ঐ,  আকাশ গ্রহ তারা প-ড়ে লুটে-কে এল ঐ  পড়ে দরুদ ফেরেশ্তা, বেহেশতে সব দুয়ার খোলে  পড়ে দরুদ ফেরেশ্তা, বেহেশতে সব দুয়ার খোলে  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।  মানুষে মানুষের অধিকার দিল যে-জন,  ২) “এক আল্লাহ ছাড়া প্রভু নাই" - কহিল যে জন,  মানুষের লাগি চির-দীন বেশ ধরিল যে-জন,  বাদশা-ফকিরে এক শামিল করিল যে জন-  এল ধরায় দরা দিতে সেই সে নবী  ব্যাথিত মানবের ধ্যানের ছবি,  (আজি) মাতিল বিশ্ব-নিখিল মুক্তি-কলরোলে (আজি) মাতিল বিশ্ব-নিখিল মুক্তি-কলরোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে । 

মন আমার বাঁধা মানে না লিরিক্স

মন আমার বাঁধা মানে না  যেতে চাই সোনার মদিনা  মন আমার বাঁধা মানে না  যেতে চাই সোনার মদিনা সেই মদিনা যাব আমি  মন আর তো সহে না  √ আবেগ মাখা সুর দিয়ে মন ডাকি প্রতিদিনে   রোজ হাশরে নেই শাফায়াত নবী তুমি বিনে আবেগ মাখা সুর দিয়ে ডাকি প্রতিদিনে  রোজ হাশরে নেই শাফায়াত তুমি নবী বিনে সেই দিনেতে রেখো মনে ভুলে যেও না। √ তোমার নামেই কবিতা, লিখি যে গান কত  তোমার প্রেমের অশ্রু ফোঁটা ঝরে অবিরত  তোমার নামেই কবিতা, লিখি যে গান কত  তোমার প্রেমের অশ্রু ফুটা ঝরে অবিরত নিত্যদিনে তোমার ওই নাম জপি মদিনা ✓ জীবন বাজি রাখতে পারি, নবী তোমার তরে  তোমারি নাম নূর মোহাম্মদ আঁকি হৃদয় জুড়ে  জীবন বাজি রাখতে পারি, নবী তোমার তরে  তোমারি নাম নূর মোহাম্মদ আঁকি হৃদয় জুড়ে পুষ্প কাননের মত, ঝরে যেও না

দিকে দিকে হাসি লিরিক্স dikhe dikhe hasi lukhe Luke luke Khushi lyrics

দিকে দিকে হাসি। লোকে লোকে খুশি। সব পুলকে দোলেরে, চলছেন নবী মেরাজে। ১) এই ফুর্তির দোলা জাগে চাঁদ সিতারায়,          জাগিছে দোলকে-ভূলোকে। সাজিয়াছে জান্নাত,       গাহে হুর মালায়েক,            দরুদ হরসে পুলকে। ডাকি বারী তায়ালা মাহবুবে আলা,  এসো গো মোর দরবারে। চলছেন নবী মেরাজে।। ২) মৌ মৌ গন্ধে ভরপুর চারিদিক        মারহাবা মারহাবা কলতান, উছলিত কাউছার, জান্নাতি দ্বার সব     খুলিয়া দিয়াছেন রিদওয়ান। উঠে রনি রনি সালাম ধ্বনি  মিলন বিণা বাঝেরে।  চলছেন নবী মেরাজে। ৩) চলে আজি বোরাক       পিছে ফেলে ছায়াপথ,       দোলক-ভূলোক বেদিয়া। নূরানি পথ ধরে ফেলে সাত আসমান  সিদরাতুল মুনতাহা ছেদিয়া। চলে চারু ছন্দে নাচিয়া আনন্দে,  পিঠে নিয়ে মোর নবীকে। চলছেন নবী মেরাজে।। - মাওলানা কবি রুহুল আমীন খান

লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না লিরিক্স

  লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না  হংকং বেইজিং টকিও  সিঙ্গাপুর চাইনা  লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না  হংকং বেইজিং টকিও সিঙ্গাপুর চাইনা  মন আমার যেতে চায় এই দুনিয়ার   মন আমার যেতে চায় এই দুনিয়ায় একটি জায়গায়  সেই জায়গাটির নাম হল সোনার মদিনা  সেই জায়গাটির নাম হল সোনার মদিনা  সোনার মদিনা আমার প্রানের মদিনা  সোনার মদিনা আমার প্রানের মদিনা   ১) নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়ার পাগল  যশ খ্যাতির বাড়াবাড়ি চলছে অনর্গল  নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়ার পাগল   যশ খ্যাতির বাড়াবাড়ি চলছে অনর্গল  নারী  গাড়ি যশ খ্যাতির নাইরে কামনা  নবীর রওজায় যাব আমি মনের বাসনা  নারী গাড়ি যশ খাতির নাইরে কামনা  নবীর রওজায় যাব আমি মনের বাসনা  সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা  সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা  সোনার মদিনা আমার প্রানের মদিনা  সোনার মদিনা আমার প্রানের মদিনা  লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না  হংকং বেইজিং টকিও সিঙ্গাপুর...

নিখিলের চির সুন্দর সৃষ্টি লিরিক্স Nikhiler chiro Sundar srishti lyrics

 নিখিলের চির সুন্দর সৃষ্টি -------- গোলাম মোস্তফা  নিখিলের চির সুন্দর সৃষ্টি  আমার মোহাম্মদ রাসুল  কুল মাখলুকাতের গুলবাগে  যেন একটি ফোটা ফুল।  * নূরের রবি যে আমার নবী  পূণ্য করুণা ও প্রেমের ছবি  মহিমা গায় তারি নিখিল কবি  কেউ নয় তার সমতুল।  * পিয়ারা নবী যেই এলো দুনিয়ায়  হাসিল নিখিল আলোক আভায়  পুলক লাগিল তরু ও লতায়  খুশিতে সবাই মশগুল  * আঁধার রাতের সে যে চাঁদের কিরণ  মরু সাহারার বুকে সুধা বরিষন   নিরব ধরার গুলবাগিচাতে  যেন  গান গেতে এলো বুলবুল ।।

নবী মোর পরশ মনি লিরিক্স nobi porosh moni lyrics

  নবী মোর পরশ মনি  নবী মোর সোনার খনি,  নবী নাম জপে যে জন  সেই তো দোজাহানের ধনী  নবী মোর নূরে খোদা  তার তরে সকল পয়দা  আদমের কলবেতে  তাঁরই নূরের রওশানি  ওই নামে সুর ধরিয়া  পাখি যায় গান করিয়া  যে নামে আকুল হয়ে  ফুল ফুটে সোনার বরণি  চাঁদ সূরোজ গ্রহ তারা  তারই নূরের ইশারা  নইলে যে অন্ধকারে  ডুবি তো এই ধরণী  ওই নামে মধু মাখা  যে নামে জাদু রাখা  ওই নামে মজনু হলো  মাওলা আমার কাদের গনি  নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে  কাণ্ডারী হইয়া নবী  পার করিবেন সেই তরনী

রমজান এলো রমজান এলো লিরিক্স romjan alo romjan alo lyrics

  রমজান এলো, রমজান এলো এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো এলো মাহে রমজান।  ১) ঈমানের রঙ্গে রাঙ্গাও হে ভাই ঈমানের রঙ্গে রাঙ্গাও হে ভাই তোমার দিল বাগান।  রমজান এলো, রমজান এলো এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো এলো মাহে রমজান।  ২) ইবাদতের মাসে সবাই, পূণ্য করো সঞ্চয়  প্রভুর কাছে কেঁদে কেঁদে, করো প্রভুর মন জয়।  ইবাদতের মাসে সবাই, পূণ্য করো সঞ্চয়  প্রভুর কাছে কেঁদে কেঁদে, করো প্রভুর মন জয়।  তোমার তরে মহান প্রভু, তোমার তরে মহান প্রভু বেহেশতটাকে সাজান.........… রমজান এলো, রমজান এলো এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো এলো মাহে রমজান।  ৩) রোজা রাখো, পড় তারাবীহ, করো তিলাওয়াত জান্নাতেরি নূরে নূরে করো, তোমারই দিল আবাদ। মাফ চেয়ে নাও প্রভুর কাছে মাফ চেয়ে নাও প্রভুর কাছে শোন ক্ষমার আযান..................... রমজান এলো, রমজান এলো এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো এলো মাহে রমজান।  ৪) তওবা করো, তবেই পাবে, পাক ঈমানের স্বাদ   শেষ দশকের ইতেকাফে, খোঁজ কদরের রাত।  রমজানে যে পায় না ক্ষমা  রমজানে যে পায় না ক্ষমা সেই তো নাদান……...

মাহে রমজান এলো বছর ঘুরে লিরিক্স mahe romzan alo bosor gure lyrics

  মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দ্বারে দ্বারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দ্বারে দ্বারে। ১) রহমতেরই বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে  রহমতেরী বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দ্বারে দ্বারে । ২) পাপী-তাপী আয়রে ছুটে, খোদার রহম তোরা নেরে লুটে, পাপী-তাপী আয়রে ছুটে, খোদার রহম তোরা নেরে লুটে, পাহাড় সমান গুনার বোঝা, পাহাড় সমান গুনার বোঝা, দিবেন রহিম সকল ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দ্বারে দ্বারে। ৩) গুনাহ মাফের এইতো সু্যোগ, খোদার রহম পাবার এইতো সু্যোগ, গুনাহ মাফের এইতো সু্যোগ, খোদার রহম পাবার এইতো সু্যোগ, এই সুযোগে নাওগো তুমি, এই সুযোগে নাওগো তুমি, খোদার রঙ্গে জীবন রঙ্গিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দ্বারে দ্বারে । মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দ্বারে দ্বারে।

মেরাজে যান আল্লাহর হাবীব|মেরাজের গজল লিরিক্স

 মেরাজে যান আল্লাহর হাবীব নবী কামলিওয়ালা  মেরাজে যান আল্লাহর হাবীব নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ,  ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ।  ১) গুপ্ত তথ্য প্রকাশিতে, ডাকলেন মাওলা মেরাজেতে   গুপ্ত তথ্য প্রকাশিতে, ডাকলেন মাওলা মেরাজেতে গভীর রাতে বোরাক চলে, আরশে মোয়াল্লা  গভীর রাতে বোরাক চলে, আরশে মোয়াল্লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ। ২) সকল নবী ইন্তেজারে, মসজিদুল আকসায় নবীর তরে  সকল নবী ইন্তেজারে মসজিদুল আকসায় নবীর তরে রাসূল নবী মুক্তাদি হলেন, ইমাম কামলিওয়ালা রাসূল নবী মুক্তাদি হলেন, ইমাম কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ৩) সিদরাতুল মুনতাহা ছাড়ি, রফরফে হলেন সাওয়ারি সিদরাতুল মুনতাহা ছাড়ি, রফরফে হলেন সাওয়ারি লা মোকামে গেলেন চলি, নবী কামলিওয়ালা লা মোকামে গেলেন চলি, নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ৪) জিবরাঈল আমীন থেমে গেল,         বোরাক রফরফ থমকে গেল  জি...

ও মদিনার বুলবুলি লিরিক্স o modinar bulbuli lyrics

 ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি  ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি  যতন করে হৃদয়ে মাঝে,  যতন করে হৃদয়ে মাঝে একা একা নিরিবিলি  ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি  ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ১) সে ফুলেরই পাঁপড়িগুলো, ঝরে পড়ে না  মুগ্ধ করা শোভাস তাহার, কভু শেষ হয় না  সেই ফুলের ওই পাপড়িগুলো ঝরে পড়ে না  মুগ্ধ করা সুবাস তাহার, কভু শেষ হয় না সেই সুবাসে ব্যাকুল হয়ে সেই সুবাসে ব্যাকুল হয়ে গাই তোমারি গিতালী  ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি যতন করে হৃদয়ে মাঝে যতন করে হৃদয়ে মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ২) মনের কাবায় তোমার ছবি নিত্যদিনই আঁকি  তোমার নামে ছন্দ মালা আর কবিতা লিখি  মনের কাবায় তোমার ছবি নিত্যদিনই আঁকি তোমার নামে ছন্দ মালা আর কবিতা লিখি  কবি-অকবির সাথে গড়ে স্বাধের মিতালী  ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি  ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি  যতন করে ...

Bi Hamdi rabbii abdaul muniea

Image
  Bi Hamdi rabbii abdaul munira  Summas swalaatu wassalaamus siirah. বিহামদি রাব্বী আবদাউল মুনীরাহ  সুম্মাস ছ্বলাতু ওয়াসাল্লামুস্ সিরাহ।  'alaa nabiyismuhu Muhammadu,  abūhu ábū ábdullahi minhu mufradu.                       'আলা নাবিয়্যিস্‌মুহু মুহাম্মদু,                      আবূহু 'আব্দুল্লাহি মিন্‌হু মুফরাদু Wa jadduhu shaybatu ábdul mutthwalib  Min nasli ádnāna wa asluhul árab  ওয়া জাদ্দুহু শায়বাতু 'আব্দুল মুত্ত্বালিব  মিন্ নাসলি 'আদনানা ওয়া আসলুহুল 'আরাব Wa ummuhu bintun liwahbin āminah Azdāduhu baina quraishin kāenah ওয়া উম্মুহু বিন্‌তুন্ লিওয়াহ্‌বিন্ আমিনাহ  আজদাদুহু বাইনা ক্বুরাইশিন কা-ই-নাহ।               Maoliduhu filbaladil amīni               Áma qudūmil fīli littabýini             মাওলিদুহু ফিল্ বালাদিল্ আম...

দুঃখের দিনের দরদী মোর

 দুঃখের দিনের দরদী মোর  নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা  তুমি আসবে জানি এই আঁধার রাতে  জ্বলবে চেরাগ লা লা  দুঃখের দিনের দরদী মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা  ১) জাগবে যবে বক্ষে আমার  অপার তৃষ্ণা সাত সাহারার,  জাগবে যবে বক্ষে আমার অপার তৃষ্ণা সাত সাহারার,  জানি ধরবে তুলে কণ্ঠে আমার  জানি ধরবে তুলে কণ্ঠে আমার  কাওছারের পিয়ালা ।  নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। ২) মাঝ ধরিয়ায় উঠলো তুফান  তায় না আমি ডরি,  জানি আমার করে নিবে তোমার  শাফায়াতের তরী  মাঝ ধরিয়ায় উঠলো তুফান  তায় না আমি ডরি  জানি আমার করে নিবে তোমার  শাফায়াতের তরী  তোমায় বেঘুম নয়ন জানি কর  তোমায় বেঘুম নয়ন জানি কর  আমার নেগাহ বাণী। রাঙবে ধুসর দিনগুলি মোর  তোমার আঁখির জ্বলে ।

মা বাবার কথা মতো যেজন চলে না লিরিক্স ma babar Kotha Moto jezon Chile lyrics

 মা বাবার কথা মতো যেজন চলে না  মা বাবার কথা মতো যেজন চলে না  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা । মা-বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে  মা-বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না  মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা । মা-বাবা অতি আপন,মা-বাবার কর যত্ন তিন কথার সাথী পাইয়া ভুইলা যাইওনা । আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা ।  জান্নাতেরী ঠিকানা খুঁজে তুমি পাইলানা।  মা-বাবার পায়ের নীচে খুঁজে দেখনা ।  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা । জান্নাত মায়ের পায়ের নীচে,বলছেন নবী হাদিসেতে  দয়াল নবীর কথা তোমার ভাল লাগে না  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা । তোফাজ্জল ডাইকা বলে মা-বাবার দোয়া পেলে দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা । মা বাবা...

সালাত ও সালাম গো আমার লিরিক্স salat o salam go Amar lyrics

 ✔সালাত ও সালাম গো আমার দরুদ ও সালাম গো আমার কইরো নবীর রওজায় তোমরা যদি যাওগো মদিনায়  ১) মদিনা শরীফের মাটি, চোখে মুখে বুকে মাখিও এমন পবিত্র মাটি আমার নবীর রওজায়  ২) মদিনা শরীফের মাঝে রিয়াজুল জান্নাত আছে ও  সেই স্থানে পড়লে নামাজ পাপীরে গুনাহ থাকে না  ৩) মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটি মিম্বর আছেও সেই মিম্বরে খুতবা দিতে আমার নবী মোস্তফায়  ৪)  উড়ে যাওরে ময়না পাখি কইও আমার সালাম খানিও  উদাসীরে কইরা পাগল ঘুমাইয়া আছেন মদিনায় ৫)মদিনে শরীফকি মেটি রুখফে মালো ধীরে ধীরে এ্যায়ছি মিট্‌টি কাহি নেহি হে আউর কাহিনা পায়ি 

আমাকে দাও সে ঈমান amake dao se iman lyrics

১) আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান  আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান  যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে, গায় জীবনের গান। আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান  যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে, গায় জীবনের গান।  ২)  আল কুরআনের আহবানে হেরার পথে এসে  জীবন দেবার স্বপ্ন ছিল দ্বীনকে ভালবেসে  আমাকে দাও সে আবেগ, দাও সে ঈমান, প্রভু হে রহীম রহমান। ৩) কোনো এক শহীদ আমার সুনীল আকাশ জুড়ে  হাজার তারার জ্বালতো প্রদীপ স্মৃতির ব্যাথা জুড়ে  সে দিন যেমন পেরিয়ে গেছি সকল বাধা গুলো  সকাল সাঝে থাকতো লেগে পায়ে পথের ধুলো  সে দিন গুলো মুখর ছিল, মধুর ছিল সতেজ ও দ্বীপ্ত ছিল প্রান  আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান  যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গায় জীবনের গান

ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় লিরিক্স icche have amader here modinay lyrics

 💝 ইচ্ছে জাগে আমাদের যেতে যদিনায়   💞 ইচ্ছে জাগে চুমো খেতে সোনালী রওজায়  🏵️ ইচ্ছে জাগে চুমো খেতে নূরানী পর্দায় 🌹 ১) সারা বছর আশেকগণ, জিয়ারত করে জিলহজ্বে হাজীরা হজ্ব পালন করে। সারা বছর আশেকগণ, জিয়ারত করে জিলহজ্বে হাজীরা হজ্ব পালন করে তাদেরই সঙ্গী হতে আমার মন চায় ইচ্ছে জাগে চুমো খেতে সোনালী রওজায় ইচ্ছে জাগে চুমো খেতে নূরানী পর্দায় ২) নবীর দীদার যাদের নসীব হয়েছে, নিশ্চিত জান্নাতী তারা হয়েছে।  নবীর দীদার যাদের নসীব হয়েছে, নিশ্চিত জান্নাতী তারা হয়েছে। পরকালে তাদের নেই কোন ভয়।  ইচ্ছে জাগে চুমো খেতে সোনালী রওজায়   ইচ্ছে জাগে চুমো খেতে নূরানী পর্দায় ৩) আমি তো অধম যেতে পারি নাই, কাবারই কাবা সোনার মদিনায়  আমি তো অধম যেতে পারি নাই, কাবারই কাবা সোনার মদিনায় তাইতো কাঁদি আমি যেতে যদিনায়। ইচ্ছে জাগে চুমো খেতে সোনালী রওজায় ইচ্ছে জাগে চুমো খেতে নূরানী পর্দায় ৪) রওজার পাশে আমি নামাজ পড়িব নবিজীকে আমি সালাম জানাব রওজার পাশে আমি নামাজ পড়িব নবিজীকে আমি সালাম জানাব সে আশায় কেঁদে আমি বুকটি ভাসাই।  ইচ্ছে জাগে চুমো খেতে সোনালী রওজায়  ইচ...

একদিন আমার নাম হবে লাশ লিরিক্স akdin Amar nam hobe lash lyrics

Image
  একদিন আমার নাম হবে লাশ  Akdin Amar nam hobe lash (4 times) একদিন আমার নাম হবে লাশ  একদিন আমার নাম হবে লাশ  একদিন আমার নাম হবে লাশ   সাদা কাফন পড়বে দেহ, রবেনা আর আপন কেহ  Sada kafon porbe deho, robena ar apon keho(2 times) সাদা কাফন পড়বে দেহ, রবেনা আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস । Bondho hobere nish shash একদিন আমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ  Akdin Amar nam hobe lash (2 times) ১) মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, Moszide alan hobe, ake ake janbe sobe সকলে আসবে আমার বাড়ি। Sokole asbe Amer bari শেষ দেখা দেখবে সজন,দেখে আমায় ভিজবে নয়ন, SheS dhekha dekhbe sojon, dhekhe amay vizbe noyon  শেষ হবে মিছে জমিদারি। SheS hobe miche jomidari বড়ই পাতা গরম পানি,আনবে কেউ আতরদানি  বড়ই পাতা গরম পানি,আনবে কেউ আতরদানি  Boroi pata gorom Pani , anbe Kew atordani (2 times)  কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাঁশ। Kew giye katbe jharer bash একদিন আমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ  একদিন আমার নাম হবে লাশ  একদিন আমার নাম হবে লা...

Bismillah bismillah in the name of Allah lyrics

Image
  BISMILLAH BISSMILLAH  BISMILLAH, au nom d'Allah BISMILLAH BISSMILLAH  BISMILLAH, in the name of Allah When I wake up every morning,  say God is the Unique I'm hungry, I wash my hands,  but before say BISMILLAH I wake up every morning, say God is the Unique I'm hungry, I wash my hands, but before say BISMILLAH BISMILLAH BISSMILLAH BISMILLAH, au nom d'Allah BISMILLAH BISSMILLAH BISMILLAH, in the name of Allah BISMILLAH BISSMILLAH BISMILLAH, au nom d'Allah BISMILLAH BISSMILLAH BISMILLAH, in the name of Allah When I'm ready for lunch,  don't forget to say thanks  to those who fed me well But before say BISMILLAH (X2) BISMILLAH BISSMILLAH BISMILLAH, au nom  d'Allah BISMILLAH BISSMILLAH BISMILLAH, in the name of Allah  BISMILLAH BISSMILLAH BISMILLAH, au nom d'Allah BISMILLAH BISSMILLAH BISMILLAH, in the name of Allah And when school is over,  I can play, it's super  But, wait have to pray.  But before say BISMILLAH I don't like, do...

কোরআন মধুরও বাণী Quran modhur bani

  কোরআন মধুরও বানী, আমি যখনই শুনি  আমার মন ভরে যায় কোরআন মধুরও বানী, আমি যখনই শুনি  আমার মন ভরে যাই শোনো মুমিন মুসলমান, পড়ে দেখনা কোরআন কত শান্তি পাওয়া যায় কোরআন মধুরও বানী ১) প্রতিটি হরফে দশ দশ নেকি আছে আমলে জমা হয় প্রতিটি হরফে দশ দশ নেকি আছে ্আমলে জমা হয় পাপের খাতা হতে, পাপ যায় তোমার হতে  নেকিতে হয় বোঝায় এ এমন বরকতয়, মেলে সবারী দাওয়ায় শোনো মুমিন মুসলমান, পড়ে দেখনা কোরআন,কত শান্তি পাওয়া যায় কোরআন মধুরও বাণী আমি যখনই শুনি, আমার মন ভরে যায় কোরআন মধুরও বানী ২)কোরআন এমন গ্রন্থ, পৃথিবীর যত মন্ত্র সবই যাবে মিলে কোরআন এমন গ্ৰহ, পৃথিবীর যত যন্ত্ৰ সবই যাবে মিলে ইহকাল পরকাল, আকাশ হতে পাতাল সবার চাবি খুলে কোরআন বড় মধুময় কলবে নূর জারী হয় শোনো মুমিন মুসলমান, পড়ে দেখোনা কোরআন, কত শান্তি পাওয়া যায় কোরআন মধুরও বানী আমি যখনই শুনি, আমার মন ভরে যাই কোরআন মধুরও বানী ৩) এস এম নজরুল বলে, কোরআন আমার ইমান কোরআন জীবন বিধান এস এম নজরুল বলে, কোরআন আমার ইমান কোরআন জীবন বিধান এই কোরআনের খেলাপি, যে চলবে সে পাপী, সে হবে নফরমান বেবী নাজনীন বলে যায় কোরআন রাখনা সিনায় কোরআন মধ...